ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

হরিরামপুরে ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের নামে চাঁদাবাজির অভিযোগ


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ১৩-৭-২০২৩ দুপুর ১:৪৯
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদা দাবি, চাঁদা না দেওয়ায় মারধর এবং অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।  বুধবার (১২ জুলাই) হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ বালু মহালের ইজারাদার মো. আলমগীর হোসেন বাদী হয়ে হরিরামপুর থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
 
অভিযুক্ত নেতাকর্মীরা হলেন, ১. উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. লুৎফর রহমান, ২. উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ মোল্লা, ৩. ধুলশুরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ৪. ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন দেলু, ৫. রিফাত চৌধুরী, ৬. রিতান মোল্লা ৭. মো. সোহাগ, ৮. ইমারত হোসেন ৯. সিদ্দিক হোসেন, ১০. রিপন মোল্লাসহ অজ্ঞাত ১০/১৫ জন।
 
অভিযোগকারী মো. আলমগীর হোসেন অভিযোগে উল্লেখ করেছেন, তিনি গত দুই মাস যাবত সরকারের সকল বিধি মেনে বালুমহালের নির্ধারিত স্থান থেকে বালু উত্তোলন করে দেশের বিভিন্ন স্থানে উন্নয়ন কাজে সরবরাহ করে আসছেন। গত মঙ্গলবার (১১ জুলাই) বেলা অনুমান ১১টার দিকে উপজেলার ধুলশুড়া বাজার হতে পশ্চিম দিকে পদ্মা নদীর পূর্বে আনুমানিক ৩০০ গজ দূরে তার বালুমহাল থেকে বালু বহনকারী ১০-১২টি বাল্কহেড পৌঁছানোমাত্র উল্লেখিত বিবাদীগণসহ অজ্ঞাতনামা আরও ১০/১৫ জন বাল্কহেডের গতিরোধ করে। উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে বাল্কহেডের সুকানি ও শ্রমিকদের নিকট চাঁদা দাবি করে। তারা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় অভিযুক্তরা সুকানি ও শ্রমিকদের ওপর রামদা, লোহার রড ও লাঠি নিয়ে হামলা করে। এতে বাল্কহেডের সুকানিসহ ৮/১০ জন শ্রমিক মারাত্মক জখম ও আহত হয় এবং মেহেন্দীগঞ্জ বাল্কহেডের সুকানি ইউনুস মিয়া মারাত্মক জখম হয়। মো. লুৎফর রহমান ও মো. ফরিদ মোল্লা লোহার রড ও চাপাতি দিয়ে সুকানি ইউনুসসহ শ্রমিকদের ওপর উপর্যুপরি হামলা করে জখম করে। সকল বিবাদীগণ বাক্লহেডের সকল শ্রমিকদের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় এবং মো. লুৎফর রহমান পিস্তল ঠেকিয়ে তাদের প্রাণনাশের হুমকি প্রদান করে। ২০২২ সালের মে মাসে মো. লুৎফর রহমান বালুর ব্যবসাকে কেন্দ্র করে পদ্মা নদীতে গোলাগুলির ঘটনা ঘটায়, যা বিভিন্ন দৈনিকে প্রকাশিত হয়েছে। অভিযোগে উল্লেখিত সময় ছাড়াও বিভিন্ন সময় বিবাদীরা হরিরামপুরে পদ্মা নদীর বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছে। এ ঘটনায় বাল্কহেড শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েছে এবং বালু মহালে বালু নিতে আসতে অপারগতা প্রকাশ করছে। এতে একদিকে যেমন বাদী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি উন্নয়নমূলক কাজও ব্যাহত হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
 
জানতে চাইলে অভিযোগকারী মো. আলমগীর হোসেন বলেন, বাল্কহেডে থাকা সুকানি,কর্মচারীসহ সবাইকে মারধরসহ চাঁদাবাজি করেছে ওরা। অভিযোগ দিয়েছি থানায়, তাদের ভয়ে এখন কেউ বালু নিতে আসতেছে না। ঘটনার যথেষ্ট সাক্ষী রয়েছে।
 
অভিযোগের  বিষয়ে জানতে হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লুতফর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। 
তবে, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোল্লা ফরিদ বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে অভিযোগ করা হয়েছে। অভিযোগে উল্লেখিত দিন ও সময় বাল্লার একটি ঘটনায় মানিকগঞ্জ ও হরিরামপুরের সাংবাদিকদের সঙ্গে সারাদিন ছিলাম। তাদের কাছে বক্তব্যও দিয়েছি, তার প্রমাণও আছে। বিকেলে আমি সিংগাইর চলে যাই। আমার বিরুদ্ধে  মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। আমি মানহানি মামলা করবো।
হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য বলেন, অভিযোগ পেয়েছি। অনুসন্ধান চলছে। ঘটনার সত্যতা পেলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু