দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতিরঅভিযোগ
নেত্রকোনা উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন এ বিদ্যালয়ের জমি দাতা সদস্য। ৭৭ নং দরবেশপুর প্রাথমিক বিদ্যালয় আটপাড়া নেত্রকোনার ঐ প্রধান শিক্ষকের নাম বিলকিস আক্তার।বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ৭২ জন এবং প্রধান শিক্ষক বিলকিস আক্তার সহ শিক্ষকের সংখ্যা ৭ জন বিদ্যালয়টি'১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়।প্রাথমিক বিদ্যালয়টি এলাকার ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান।
বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ মোখলেছুর রহমান ১৩ জুন মঙ্গলবার ২০২২ তারিখে নেত্রকোনা আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক এলাকার বিতর্কিত ব্যক্তিদের পরামর্শ নিয়ে নিজের পছন্দের লোকজনদের দ্বারা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন করেন।এ বিষয়ে তিনি স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি, মাধ্যমিক স্কুলের শিক্ষক প্রতিনিধি, স্থানীয় ইউপি সদস্য প্রতিনিধি ও জমি দাতা সদস্য সহ বর্তমান কমিটির কারো মতামত কে গুরুত্ব না দিয়ে সেচ্ছাচারী আচরন করেন।
উপজেলা প্রশাসনের বরাদ্দকৃত নদী খননের মাটি আর্থিক দুর্নীতির মাধ্যমে ২ লাখ টাকা উৎকোচ গ্রহনের মাধ্যমে অন্যত্র বিক্রি করে দেন। পরবর্তীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের হস্তক্ষেপে নদী খননের মাটি বিদ্যালয়ের অর্থ ব্যয় করে স্কুল প্রাঙ্গনে আনতে বাধ্য হন। এছাড়াও বিগত দুই অর্থ বৎসরের সরকারি অনুদানের টাকা তার পছন্দমত লোকদের নিয়ে খরচ করে মিথ্যা ও বানোয়াট বিল ভাউচার জমা প্রদান করেন।
প্রধান শিক্ষক স্বাক্ষর জ্ঞানহীন লোকদের কমিটিতে অন্তর্ভুক্ত করে নিজের মনগড়া রেজুলেশন তৈরি করে সেখানে তাদের সহি স্বাক্ষর নিয়ে নেন। দাতা সদস্য এসব বিষয়ে হিসাব চাইলে প্রধান শিক্ষক তা দিতে বাধ্য নন বলে সাফ জানিয়ে দেন। এছাড়া প্রধান শিক্ষক বিলকিস আক্তার গত ৭ বছর যাবত শিক্ষার্থীদের উপ-বৃত্তির টাকা আত্মসাৎ করে আসছে।
বর্তমানে স্কুলের একাডেমিক অবস্থা খুবই খারাপ। সময় মত শিক্ষকগণ স্কুলে উপস্থিত না হওয়ায় বিদ্যালয়ের পাঠদান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিয়মিত জাতীয় সংগীত সহ অন্যান্য শিক্ষার কার্যক্রম অনুষ্ঠিত না হওয়ায় ছাত্র-ছাত্রীর উপস্থিতির হার কমে গেছে।
বিদ্যালয়টিতে সবাই মহিলা শিক্ষক। তারা শিক্ষার্থীদের পাঠদানে মনোনিবেশ না করে পারিবারিক সাংসারিক আলাপ আলোচনা করে সময় কাটাতে পছন্দ করে। প্রধান শিক্ষক দুর্নীতির সাথে যুক্ত থাকায় তিনি এসব কাজে হস্তক্ষেপ না করায় বিদ্যালয়টির অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে। এ বিষয়ে কথা বললে নেত্রকোনা আটপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেলিমা আক্তার খাতুন দৈনিক সকালের সময় কে জানান, মোখলেছুর রহমান আসলে দাতা সদস্য নন তিনি উত্তরাধিকার সূত্রে দাতা সদস্য, তার দায়ের করা অভিযোগের তদন্ত করে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, অভিযোগ তদন্ত করে কিছুটা সত্যতা পাওয়া গেলেও সম্পুর্ন সত্য নয়। দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস আক্তার বলেন, আসলে অভিযোগ একটুও সত্য নয়,এ বিষয়ে তদন্ত হয়েছে, রিপোর্ট ইউএনও স্যারের কাছে আছে।
৭৭ নং দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দাতা সদস্য মোঃ মোখলেছুর রহমান বলেন,এই বিষয়ে আমি একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি, লিগ্যাল নোটিশের জবাব না এলে বিষয়টি নিয়ে আদালতে মামলা করব। অভিযোগ কারীর দাবি সুষ্ঠু শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য পুরাতন শিক্ষক বদলি করে অন্তত একজন নতুন পুরুষ শিক্ষক নিয়োগের অনুরোধ জানানো হয়। দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস আক্তারের এসব নানা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে অভিযোগকারী মোখলেসুর রহমান তদন্ত কমিটি গঠন করার জন্য অনুরোধ জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান
মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক
কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা
লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম
কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার
রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন
বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ
বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি
ক্ষমতাকে আমানত হিসেবে রাখার ঘোষণা আবু সুফিয়ানের
সাবেক ছাত্রলীগ নেতার পদোন্নতি নিয়ে কেজিডিসিএলে তোলপাড়