৩৩৩-এ ফোন করে খাদ্য সহায়তা পেল আক্কেলপুরের ২০ পরিবার
জাতীয় তথ্য বাতায়নের কল সেন্টারের ৩৩৩-এ ফোন দিয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে খাদ্য সহায়তা পেল জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার ২০টি পরিবার। মঙ্গলবার (৩ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ৩৩৩-এ ফোন করা ২০টি পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুর রহিম, সহকারী পোগ্রামার মো. রফিকুর ইসলাম প্রমুখ। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, তেল ও লবণ। খাদ্য সহায়তা নিতে আসা প্রত্যেকেই অত্যন্ত খুশি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান বলেন, ডিজিটাল বাংলাদেশ নির্মাণে এটি বর্তমান সরকারের একটি যুগান্তকারী প্রমাণ। মানুষ আজ ঘরে বসে ফোনের মাধ্যমে সহায়তা পাচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এমএসএম / জামান