ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

অভয়নগরে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১৮-৭-২০২৩ দুপুর ৩:৩৬

যশোরের অভয়নগরে এস এম আবুল কালাম নামে বিদেশ ফেরত প্রবাসী এক যুবক তার বড় ভাই তরিকুল ইসলাম সরদার ওরফে তরিকুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। নিজের রেজিস্ট্রিকৃত জমি ও নগদ টাকা ফিরে পেতে মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে নওয়াপাড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন তিনি।
এ সময় লিখিত বক্তব্যে এস এম আবুল কালাম জানান, সে ও তরিকুল ইসলাম সরদার উপজেলার ধোপাদী গ্রামের মৃত ঈব্রাহীম সরদারের ছেলে। সম্পর্কে তরিকুল তার বড় ভাই। ১৯৯৭ সালে চাকুরীর নিয়ে সৌদি আরবে চলে যান তিনি। ২০০৭ সালে দেশে ফিরে নওয়াপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের জগবাবুর মোড় এলাকায় নওয়াপাড়া টু মণিরামপুর সড়কের পাশে পাঁচ শতক জমি ক্রয় করেন। তার নামে ৪৮৬৪/ ৪৮৬৫ দাগে ৩২৮৮ খতিয়ানের ওই জমির দলিল ও নামজারী রয়েছে। এর কিছুদিন পর ধোপাদী গ্রামে বিল ‘বোকড়ে’ দুই বিঘা জমি ক্রয়ের পরামর্শ দেন বড় ভাই তরিকুল। তার পরামর্শে বিঘাপ্রতি দুই লাখ টাকা মূল্যে দুই বিঘা জমি এবং রেজিস্ট্রি খরচ এক লাখ বাবদ মোট পাঁচ লাখ টাকা দেন তরিকুলকে।
সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, ছুটি শেষে বিদেশে কর্মস্থলে ফিরে যান তিনি। এসময় জগবাবুর মোড় এলাকার পাঁচ শতক ও বিল বোকড়ের দুই বিঘা জমি নিজ উদ্যোগে দেখভালের দায়িত্ব নেয় তার ভাই তরিকুল। ২০১৪ সালে বিদেশে থাকাকালিন সময় তিনি স্ত্রীর মাধ্যমে জানতে পারেন, তরিকুল ওই পাঁচ শতক জমিতে মাটি ভরাট করে গাছ লাগিয়ে সীমানা প্রাচীর দিচ্ছে। কি কারণে এসব করছে তা জানতে চাইলে তিনি আমার স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেন। পরবর্তীতে ২০১৬/২০১৭ সাল তরিকুল তার পরিবার নিয়ে ওই পাঁচ শতক জমিতে পাঁকাবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। ২০১৮ সালে সৌদি আরব থেকে দেশে ফিরে রেজিস্ট্রিকৃত ও বিলের দুই বিঘা জমির কাগজপত্র চাইলে তরিকুল তার সঙ্গে ছলচাতুরি শুরু করেন।
চোখের জল মুছতে মুছতে তিনি জানান, পাঁচ শতক জমি ও নগদ পাঁচ লাখ টাকার জন্য স্থানীয় পর্যায়ে কয়েকবার বৈঠক হয়েছে। থানা পুলিশ চেষ্টা করে ব্যার্থ হলে চলতি বছরের জুলাই মাসের ১৩ তারিখ যশোরের বিজ্ঞ আদালতে তরিকুল ইসলাম সরদার ওরফে তরিকুলের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করেন তিনি। যার মামলা নং-পি-৮৩১/২৩। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার পরীবারের নিরাপত্তা, রেজিস্ট্রিকৃত জমি ও বিলের দুই বিঘা জমি ক্রয় বাবদ পাঁচ লাখ টাকা ফিরে পেতে সাংবাদিকদসহ সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করেন।
এ ব্যাপারে অভিযুক্ত তরিকুল ইসলাম সরদার মুঠোফোনে জানান, তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। এস এম আবুল কালাম তার ভাই হলেও তিনি তার পরিচয় দেন না। ওই পাঁচ শতক জমি তার কাছ থেকে নগদ টাকায় ক্রয় করেছেন তিনি। যা এখনও রেজিস্ট্রি না করে দিয়ে উল্টো তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। যে কারণে ওই পাঁচ শতক জমির দখলশর্ত দেখিয়ে আদালতে মামলা করেছেন তিনি। আর বিল বোকড়ের জমি সংক্রান্ত পাঁচ লাখ টাকার বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।
সংবাদ সম্মেলন চলাকালে উপস্থিত ছিলেন, এস এম আবুল কালামের ছোট ভাই এস এম এরশাদ, ভাইপো আবু সাঈদ, সাব্বির হোসেন, তরিকুল ইসলাম, হাবিবুর রহমান, হাবিবুর বাশার, ভগ্নিপতি জাকির হোসেন, বন্ধু শফিকুল ইসলাম

এমএসএম / এমএসএম

ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট : ফারুক

তাবলিগ জামাতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

নেত্রকোনায় মগড়া নদী সুষ্ঠ প্রবাহ নিশ্চিতে করনীয় বিষয়ে সভা অনুষ্ঠিত

পিরোজপুরের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ সুপার

উলিপুরে ছাত্রদের মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

গোপালগঞ্জের শিক্ষাঃ বর্তমান ও ভবিষ্যত’-এ নিয়ে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

কুয়াকাটায় সাবেক মেয়রের বিরুদ্ধে,নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিএনপির

আক্কেলপুরে মহিলা ডিগ্রি কলেজে কমিটি নিয়ে সংঘর্ষ

নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ছাত্র সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মিরসরাইয়ে বিপুল পরিমাণ গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ একজন আটক

নগরকান্দায় নবজাতকের লাশ উদ্ধার

লোহাগড়ায় শরিফুল মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা, বিএনপির প্রতিবাদ