আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী অনেক, দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় জামায়াত-বিএনপি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী রোডম্যাপ নির্ধারণ, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা সহ অবাধ-সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নানা তৎপরতা আর ব্যস্ততায় সময় কাটছে নির্বাচন কমিশনসহ দেশি-বিদেশী বিভিন্ন সংস্থার। ইতোমধ্যে সকল দলের অংশগ্রহণে একটি অবাদ-নিরপেক্ষ, সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। তারই ধারাবাহিকতা রাজনৈতিক দলগুলোও নানা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের দৃষ্টি কাড়তে ব্যাপক প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চৌদ্দগ্রাম উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে মনোনয়ন প্রত্যাশীরা কৌশলে প্রচার-প্রচারণা শুরু করেছেন। নির্বাচনী হাওয়ায় আওয়ামীলীগ, বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির সম্ভাব্য এমপি প্রার্থীরা এখন মাঠ চষে বেড়াচ্ছেন। সভা, সমাবেশ, শুভেচ্ছা বিনিময়, দান-খয়রাত ও মতবিনিময় সভার মাধ্যমে তারা নিজেদের প্রার্থীতার কথা জানান দিচ্ছেন সাধারণ মানুষকে। দলীয় মনোনয়ন পেতে প্রার্থীরা কেন্দ্রীয় পর্যায়ে দৌড়ঝাঁপসহ গ্রæপিং, লবিং অব্যাহত রেখে মাঠ পর্যায়ে দলীয় অবস্থান ও পরিচিতি ঠিক রাখতে ছুটে যাচ্ছেন নির্বাচনী এলাকায়। কর্মী-সমর্থকসহ সাধারণ ভোটারদের প্রতি শুভেচ্ছা জানিয়ে এসব প্রার্থীরা ইতোমধ্যে নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ স্থানে, সড়কের মোড়ে, বৈদ্যুতিক খুঁটিসহ দেয়ালে রঙিন পোস্টার, ব্যানার-ফেস্টুন লাগিয়ে প্রাক-প্রচারণা শুরু করেছেন। এর বাইরেও অনেকের নাম দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনায় উঠে আসছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাভী খ্যাত কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনটি ভৌগলিক কারণেও রাজনৈতিক দলগুলোর কাছে বেশ গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে এ আসটিতে এমপি প্রার্থী হওয়ার ঘোষনা দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন বিভিন্ন দলের ডজন খানেক নেতা। তারা হলেন: সাবেক রেলপথ মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মো: মুজিবুল হক মুজিব। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সদস্য এম. তমিজ উদ্দিন ভূইঁয়া সেলিম, যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দীন। উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মো: মিজানুর রহমান। বিএনপি থেকে ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা: মহিউদ্দিন ভূঁইয়া মাসুম, উপজেলা বিএনপির সভাপতি মো: কামরুল হুদা। জাতীয় পার্টি (এরশাদ) থেকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ মো: আলমগীর কবির মজুমদার, জাতীয় পার্টি (জাফর) থেকে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের উত্তরসূরী হিসেবে কাজ করে যাচ্ছেন তার ভাতিজা কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী নাহিদ। এছাড়াও নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবদুর রহমান জাহাঙ্গীর, বেলজিয়াম আওয়ামীলীগের সভাপতি বজলুর রশিদ ভুলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জিএম তাহের পলাশীসহ অনেকের নাম শোনা যাচ্ছে।
সংসদ নির্বাচকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন সভা সেমিনারে যোগ দিয়ে নেতা-কর্মীদের প্রস্তুত হওয়ার তাগাদা দিচ্ছেন। অপর দিকে জামায়াত-বিএনপি চাচ্ছে রাজপথে আওয়ামী সরকারকে প্রতিহত করে একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে। সেই লক্ষ্যে তারা ইতোমধ্যে নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের শক্তির জানান দেয়ার চেষ্টা অব্যাহত রেখেছে।
জানা গেছে, ৪৪ কিলোমিটার আয়তনের ভারত সীমান্তবর্তী কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনটি সকল রাজনৈতিক দলের কাছেই বেশ গুরুত্বপূর্ণ। একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে ঘটিত এই উপজেলায় ৬ লক্ষাধিক মানুষের বসবাস। নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৩ হাজার ৪১৫ জন ও ভোট কেন্দ্র রয়েছে ১০৭টির অধিক। এ আসন থেকে ১৯৯৬ সালে নৌকার টিকেট নিয়ে বিজয় লাভ করে সংসদে যান সাবেক রেলপথ মন্ত্রী বর্তমান এমপি মো: মুজিবুল হক। পরবর্তীতে ২০০১ সালে চারদলীয় জোট সরকারের আমলে মো: মুজিবুল হক মুজিবকে পরাজিত করে জামায়াতের সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৯ থেকে অদ্যবদি আওয়ামীলীগ থেকে টানা তিন মেয়াদে মো: মুজিবুল হক মুজিব এমপি নির্বাচিত হন। সকল দলের সম্ভাব্য প্রার্থীরা ভোটের ময়দানের সমিকরণ পরিবর্তনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। আসন্ন নির্বাচনে চৌদ্দগ্রামে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক আর জামায়াত নেতা আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের পাশাপাশি আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশায় কোমর বেঁধে মাঠে নেমেছেন আওয়ামীলীগের আরো কয়েকজন হেভিওয়েট প্রার্থী। তারা হলেন: উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এম. তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম, কেন্দ্রীয় যুবলীগ নেতা মোহাম্মদ জসিম উদ্দীন, সাবেক পৌর মেয়র মো: মিজানুর রহমান প্রমুখ। অপরদিকে পিছিয়ে নেই বিএনপি জাতীয় পার্টিও। তাদের মধ্যে অন্যতম হলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আলহাজ¦ আলমগীর কবির মজুমদার, বিএনপি থেকে ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা: মহিউদ্দিন ভূঁইয়া মাসুম, উপজেলা বিএনপির সভাপতি মো: কামরুল হুদা, জাতীয় পার্টির (জাফর) কেন্দ্রীয় নেতা কাজী নাহিদসহ আরো অনেকে।
অন্যদিকে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনটিকে আওয়ামীলীগের কব্জা থেকে উদ্ধার করতে এবার মরিয়া জামায়াতে ইসলামী। ইতিমধ্যেই নিবন্ধন জটিলতা নিরসনসহ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলনের নানা কর্মসূচি বাস্তবায়নের ঘোষনা দিয়েছে দলটি।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হলে এবং অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ হলেই কেবল জামায়াত নির্বাচনে যাবে। আওয়ামী সরকারের আমলে চৌদ্দগ্রামে আমাদের প্রায় ১০ হাজার নেতাকর্মীর নামে প্রায় শতাধিক মিথ্যা ও গায়েবী মামলা হয়েছে। হাজারো জুলুম নির্যাতনের পরেও এই আসনে জামায়াতের সাংগঠনিক অবস্থান অত্যন্ত মজবুত ও সুদৃঢ় অবস্থায় রয়েছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে কেন্দ্রীয় সিন্ধান্তে জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আল্লাহ তা’য়ালা চাইলে জনগণের ভালোবাসা ও ভোট নিয়ে চৌদ্দগ্রামের গণমানুষের নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বিপুল ভোটে জয় লাভ করবে ইনশাআল্লাহ।’
অপরদিকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল বলেন, ‘বাংলাদেশ আওয়ামীলীগ একটি নির্বাচনমুখী দল। মানুষের জানমালের নিরাপত্তা দিতে এবং জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে আমরা সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি। নির্বাচনকে সামনে রেখে যারা চৌদ্দগ্রামের শান্ত পরিবেশকে অশান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করা হবে। ব্যালটের মাধ্যেমে চৌদ্দগ্রামের আপামর জনতা তাদেরকে সমুচিত জবাব দিবে।’
এমএসএম / এমএসএম
মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট
পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান
আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল
হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা
শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি
বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী
চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ