টাঙ্গাইলের নাগরপুরে অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলায় জলাবদ্ধতা সৃষ্টি : ডেঙ্গুর আতঙ্ক

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ডেঙ্গুর আতঙ্ক বিরাজ করছে। সামান্য বৃষ্টিতেই নাগরপুর উপজেলার ব্যক্তি মালিকানার নিচু জায়গাগুলো ভরাট করায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বিভিন্ন বাসাবাড়ি ও দোকানপাটে যাওয়ার যে রাস্তাগুলো সেগুলো ডুবে যায়। অপরদিকে বিভিন্ন স্থানে দোকানের আশপাশে রয়েছে ময়লা-আবর্জনার স্তূপ, যা জনসাধারণের চলাচলে ভোগান্তি আর বিড়ম্বনা বাড়িয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েছে উপজেলার জনসাধারণ, পথচারী'সহ সাধারণ মানুষ।
এ উপজেলায় নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, ময়লা ফেলার ডাস্টবিন ও পাবলিক টয়লেট। নাগরপুর সূরের কাঁচাবাজার, তালতালা রোড, আরিচা কলেজ রোড, ওষুধপট্টি ও ইউনিয়ন পরিষদের পেছনে জলাশয় ভরাট করা হয়েছে ময়লা-আর্বজনায় দিয়ে। বেচাকেনার হাট হিসেবে পরিচিত এটি। সপ্তাহের প্রতি বুধবার এই হাট বসে। আর সপ্তাহের বাকি ছয় দিন কাঁচাবাজার বসে।
এদিকে বাজারে নেই কোনো আলোর ব্যবস্থা। আশানুরূপ উন্নয়ন ও সমস্যা সমাধানের নেই কোনো উদ্যোগ। ইজারাদার হাটটি তার ইচ্ছামতো যেমন খুশি তেমনভাবে চালিয়ে যাচ্ছে। বর্তমান ইজারাদার দুই বছর যাবৎ হাটটিতে নোংরা পরিবেশের মাধ্যমে পরিচালনা করছে। সে ময়লা-আবর্জনা পরিষ্কারের তেমন উদ্যোগ না নেয়ায় সামান্য বৃর্ষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে ডেঙ্গু মশার বিস্তার বৃদ্ধি পাচ্ছে।
এ ব্যাপারে নাগরপুর হাট-বাজার ব্যবসায়ী সমবায় সমিতির আহ্বায়ক মো. হাবিবুর রহমান (লিটন) জানান, সরকারি ব্যবস্থাপনা না থাকায় আমরা ব্যক্তি মালিকানা জায়গায় ময়লা-আর্বজনা ফেলি। সরকারিভাবে ময়লা-আর্বজনা রাখার ডাস্টবিন খুব জরুরি।
এদিকে, নাগরপুর প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হারুন-অর রশীদ হারুন বলেন, ময়লা আর্বজনায় পরিবেশ নোংরা ও দুষিত করছে। তার মতে, স্কুলের আশপাশে ময়লা-আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। উপজেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আর্বজনা নির্দিষ্ট স্থানে রাখতে ড্রেন ও বেশকিছু ডাস্টবিন তৈরি করার দাবি জানাই।
তিনি আরো জানান, বিভিন্ন সম্প্রদায়ের লোকজন হাটের ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ করলে তাদের সঠিকভাবে মজুরি না দেয়ার অভিযোগ ইজারাদারের বিরুদ্ধে।
এ বিষয়ে সদর ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মনি বলেন, বর্তমানে নাগরপুর বিভিন্ন জায়গায় ময়লা-আর্বজনা ভরপুর হয়েছে, যার ফলে ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলছে। খুব শীঘ্রই উপজেলা প্রশাসন, বাজার বণিক সমিতির আহ্বায়ককে সাথে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি ২০২৫ জিপিএ-৫ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

লন্ডনে বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী পরিবারের মতবিনিময় সভা

তানোরের কৃষ্ণপুর স্কুল শিক্ষা বিস্তারে ভুমিকা রাখছে

শালিখায় পাটের চেয়ে কদর বাড়ছে পাটকাঠির

কোটালীপাড়ায় গরুচোর চক্রের দুই সদস্য গেপ্তার

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড
