পটুয়াখালীতে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ
বঙ্গোপসাগরে মাছ শিকারে দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সকল প্রস্তুতি সম্পন্ন করে রোববার ২৩ জুলাই মধ্যরাতে গভীর সমুদ্রে যাত্রা করবে উপকূলের জেলেরা। এ নিয়ে জেলে পল্লীগুলোতে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। জাল ও ট্রলার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। ব্যস্ততা দেখা গেছে বরফকল গুলোতেও। দক্ষিনাঞ্চলের বৃহৎ মৎস্যবন্দর আলীপুর-মহিপুরসহ কুয়াকাটা সমুদ্র উপকূলীয় ও রাঙ্গাবালীর বিভিন্ন এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ।
বেশ কয়েকটি জেলেপল্লী ঘুরে দেখা গেছে, জেলেরা ইতোমধ্যে ট্রলার ও জাল মেরামতসহ সবরকম প্রস্তুতি সেড়ে ফেলেছেন। সমুদ্রযাত্রার লক্ষে মহিপুর-আলীপুর মৎস্যবন্দরের ঘাটে সহস্রাধিক ট্রলার সারিবদ্ধভাবে নোঙর করে আছে। এসব ট্রলারে মাছ শিকারের জন্য তোলা হচ্ছে জাল। এছাড়া দীর্ঘদিন সাগরে অবস্থানের জন্য জ্বালানী তেল ও মাছ সংর¶ণের জন্য বরফসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তোলা হচ্ছে। এসব ট্রলার ইলিশ শিকারের আশায় আজ মধ্যরাতে যাত্রা করবে গভীর সমুদ্রে। জেলেদের সমুদ্রযাত্রায় আড়ৎসহ সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোয় ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য।
জেলেরা জানান, নিষেধাজ্ঞা শেষে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আজ মধ্যরাতে তারা গভীর সমুদ্রে মৎস্য শিকারের উদ্দেশ্যে যাত্রা করবেন। তারা আশা করছেন, নিষেধাজ্ঞা শুরুর আগে জালে যে হারে ইলিশ ধরা পড়েছে, এখন তারচেয়ে বেশি ইলিশ পাবেন। তবে তারা নিষেধাজ্ঞাকালীন কর্মহীন সময় পার করলেও তাদের অনেকের ভাগ্যে জোটেনি প্রণোদনার বরাদ্দকৃত সরকারি চাল। ফলে পরিবার-পরিজন নিয়ে পার করতে হয়েছে মানবেতর জীবন। তাই নিষেধাজ্ঞাকালীন সময়ে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও খাদ্য সহায়তার পরিমাণ বৃদ্ধিসহ তা সময়মত প্রদানের দাবি জানিয়েছেন তারা। এছাড়া নিষেধাজ্ঞাকালীন সময় ভারতের জেলেরা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ শিকার করে নিয়ে যায় বলে অভিযোগ তুলে তারা প্রতিবেশী রাষ্ট্রে সাথে সমন্বয় করে সময়সীমা নির্ধারণেরও দাবি জানান।
মহিপুর মৎস্য আরৎদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ রাজা দৈনিক সকালের সময়কে বলেন, আমাদের জেলেরা সমুদ্রযাত্রার সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে বরফ কলগুলো সময়মত বরফ দিতে না পারায় কিছু ট্রলার সমুদ্রে যেতে বিলম্ব হতে পারে। তবে আসন্ন বৈরি আবহাওয়ায় তারা আশানুরূপ মাছ শিকার করতে পারবে কিনা তা বলা মুশকিল।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য জীববিজ্ঞান এবং জেনেটিক্স বিভাগের চেয়ারম্যান ডা. মো. আরিফুল ইসলাম দৈনিক সকালের সময়কে বলেন, বাংলাদেশে জেলেদের জন্য এখন যে সমুদ্রে ৬৫ দিনের অবরোধ তা শেষ হবে ২৩ শে জুলাই। আর ভারতের জেলেদের ক্ষেএে সেটা ৬০ দিন, যা শেষ হয়েছে ১৪ই জুন। অর্থাৎ ১মাস ১০দিন ভারতের জেলেদের তুলনায় আমাদের দেশের জেলেদের মাছ ধরা বন্ধ থাকছে। আর এ কারনেই জেলেদের মাঝে চাপা ক্ষোপ বিরাজ করছে। তাই তাদের দাবি ভারতের সাথে যেন মিল রেখে অবরোধ দেয়া হয়।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকার ৬৫ দিন বঙ্গোপসাগরে যে সামুদ্রিক সৎম্য সম্পদ আহরনের উপর অবরোধ আরোপ করেছেন, সেই প্রক্রিয়ার কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশ সরকার অতি দ্রুত ভারত সরকারের সাথে ৬৫ দিনের অবরোধের বিষয়টি নিয়ে অলোচনায় বসবেন। যা আগামীতে জেলেদের জন্য সুফল বয়ে আনবে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা সমুদ্রে মাছ শিকারে যাবে। আশা করছি তারা আশানুরূপ মাছ শিকার করে তাদের এতদিনের অর্থনৈতিক দুর্দশা-দৈন্যতা কাটিয়ে উঠতে পারবে।
২০ মে থেকে শুরু হয়ে ২৩ শে জুলাই মধ্য রাতে শেষ হবে নিষেধাজ্ঞা। মাছ ধরার এই নিষেধাজ্ঞাকালীন সময়ে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য সহায়তার পরিমান বৃদ্ধিসহ সময়মত প্রদানের দাবী জেলার নিবন্ধিত ৬৪,৭৭৭ জন ইলিশ শিকারী জেলের।
উল্লেখ্য, বঙ্গোপসাগরে থাকা মাছগুলোকে সঠিকভাবে বেড়ে উঠার সুযোগ সৃষ্টি এবং নির্বিঘেœ মাছের প্রজনন নিশ্চিতকরণে গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মাছ শিকার নিষিদ্ধ করে মৎস্য বিভাগ।
এমএসএম / এমএসএম
থামছেই না ছড়াও, দখল করে ভবন নির্মাণ কাজ
বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়ন নির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা
নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা
চাঁপাইনবাবগঞ্জ -২ এ,ধানের শীষের কান্ডারী ইঞ্জি: মাসুদ'কে চায় সাধারণ মানুষ ও বিএনপি'র নেতাকর্মীরা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শ্রমিক দলের আহ্বায়ক জুয়েলের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ
কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টায় পিতা পুলিশের হাতে
বাঁশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত, গ্রেপ্তার-৩
নন্দীগ্রামে সিএনজি চালককে অপহরণ ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি
সহকারী এটর্নি জেনারেল হলেন পেকুয়ার কেএম সাইফুল ইসলাম
৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা
ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি, নির্বাচনি প্রচার ও র্যালী অনুষ্ঠিত
বগুড়ায় চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই
Link Copied