ঢাকা বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

জীবনের শেষ প্রান্তে এসে বীর মুক্তিযোদ্ধার মানবেতর জীবন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৬-৭-২০২৩ বিকাল ৫:২৩
সিরাজগঞ্জের রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী গ্রামের জয়সাগর দিঘীর পাড়ের মৃত ময়েজ উদ্দিন শেখের ছেলে বীর মুক্তিযোদ্ধা গাজী মতিয়ার রহমান(৮৪)। জীবনের শেষ প্রান্তে এসে মানবেতর জীবন যাপন করছেন তিনি। নিজের বলতে সরকারি খাস জায়গার উপর একমাত্র বসত ভিটার ঘরটি অত্যন্ত ঝরাজীর্ণ অবস্থায় রয়েছে। যেকোন সময় ঘরটি ভেঙে পরে যেতে পারে।রোদে পুরে আর ঝড় বৃষ্টিতে ভীজে স্ত্রীর-সন্তান নিয়ে বসবাস করেন অতিকষ্টে। মুক্তিযোদ্ধা ভাতা ছাড়া সরকারী কোন সুযোগ সুবিধা পাচ্ছেন না তিনি। বৃদ্ধ বয়সে বীর মুক্তিযোদ্ধার দুই ছেলের বউ, স্ত্রী, নাতী-নাতনীদের নিয়ে দিন কাটছে অতিকষ্টে।  
এলাকাবাসী জানান, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান খুব কষ্টে উপজেলার ঐতিহ্যবাহি জয়সাগর দিঘীর পাড়ে খাস জমির উপর জরাজীর্ণ ঘরে পরিবারপরিজন নিয়ে বসবাস করে আসছেন। বীর মুক্তিযোদ্ধা গাজী মতিয়ার রহমান জানান, ছোট বেলা থেকে তিনি অন্যনের বাড়ীতে  তার পিতার সঙ্গে কাজ করতেন। অভাব অনটনের মধ্যে  সংসার চল্লেও, ১৯৭১ এর  সময় মুক্তিযুদ্ধের ডাক এলে ট্রেনিং করার জন্য চলে যান ভারতে। সেই সময় আমার চিফ কমান্ডার ছিলেন  রায়গঞ্জ তাড়াশ আসনের সাবেক সংসদ সদস্য গাজী ম.ম আমজাদ হোসেন মিলন, গ্রুপ কমান্ডার ছিলেন আব্দুস সোবাহান।এবং আমি ৭ নং সেক্টর কমান্ডার নুরুজামানের অধিনেই আমি ট্রেনিং করি।পরবর্তীতে যুদ্ধের জন্য বাংলাদেশের পাবনা চাটমোহরে অবস্থান করি।সেখান থেকে চলে যাই সর্বাধিনায়ক বীর মুক্তি যোদ্ধা আব্দুল লতিফ  মির্জার পলাশ ডাঙ্গা যুব শিবিরে যোগদানে।সেখান থেকে বৃহত্তর নঁওগা মাজার এলাকায় এসে পাকিস্তানি বাহিনিদের সাথে যুদ্ধ করি। যুদ্ধ শেষে জানতে পারি বাংলাদেশ স্বাধীন হয়েছে । তার পরেই আমি আমার যুদ্ধের হাতিয়ার চিফ কমান্ডারের আমজাদ হোসেনের নিকট জমা দিয়ে বাড়িতে চলে আসি।  জীবন বাজি রেখে ১৯৭১ সালে যুদ্ধ করে বাংলাদেশের লাল সবুজের পতাকা ছিনিয়ে আনেন বীর মুক্তিযোদ্ধা গাজী মতিয়ার রহমানের মতো অনেকেই। সরজমিনে অবহেলিত মুক্তিযোদ্ধার খোজ নিতে গিয়ে জানা যায়, তিনি তার বাড়ির সামনে( ৮৪)বছর বয়স নিয়েছিলো  একটি মাদুরপাতায় বসে নিশ্চুপ মনে ঐতিহ্যবাহি জয়সাগর দিঘীর দিকে তাকিয়ে রয়েছেন।
বর্তমান অবস্থান সম্পর্কে তিনি জানান, আমি একজন ভাতার আওতায় লাল কার্ডধারী মুক্তিযোদ্ধা  হয়েও ভুমিহিনের মতো বসবাস করে আসছি।আমি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বাউল গান গেয়ে ভুমিহীন ভাবে জীবনযাপন করছি। কিন্ত এখন বয়সের ভারে আর বাউল গান গাইতে পারিনা।জীবনের শেষ সময় এসে পাকা ঘরে থাকবো একটু চিকিৎসার সুযোগ পাবো এটা আমার আশা। ভুমিহীন মুক্তিযোদ্ধা আরো জানান,আমি একটু জমি আর ঘরের জন্য উপজেলা প্রশাসন ও ভুমি সহকারির নিকট গেলেও তারা আমাকে জমি বা কোন ঘর দেন নাই।তারা আমার জমি নেই বলে আশ্রয়ণ প্রকল্পে বসবাস করার জন্য অনুরোধ করেন উপজেলা প্রশাসন। কিন্তু আমি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হয়ে কিভাবে আশ্রয়ণ প্রকল্পে থাকতে পারি । শুনেছি বঙ্গবন্ধু কন্যা জননেনত্রী শেখ হাসিনা সরকার মুক্তিযোদ্ধাদের বীর নিবাস একটি করে পাকা বাড়ি নির্মাণ করে দিচ্ছেন কিন্তু সেটা আমার ভাগ্যে যোটে নাই।বীর নিবাস পেতে হলে নাকি আমার জমি থাকতে হবে এ কথা ভেবে আমি সিরাজগঞ্জ জেলা প্রসাশকের কার্যালয় বরাবর আমার বর্তমান ঠিকানা উপজেলার জয়সাগর পাড়ের খাস জমিটুকু বন্দোবস্তের জন্য আবেদন করেছি তাতেও কোন লাভ হয় নাই।  মুক্তিযোদ্ধার সন্তান শহিদুল ইসলাম  জানান, মুক্তিযোদ্ধাদের ভাতা ছাড়া তাদেরকে উপজেলা বা ইউনিয়ন অফিস থেকে সরকারী কোন সাহায্য সহযোগীতা দেওয়া হয় না।সকল মুক্তিযোদ্ধারা ঘর পায় ,জায়গা পায় আমার বাবা কিছুউ পায় না ।তাই মানননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বাবাকে ঘর ও জমি দেওয়ার জন্য অনুরোধ করছি। রায়গঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী রেজাউল করিম তালুকদার বলেন,উপজেলায় মোট মুক্তিযোদ্ধা রয়েছে ৫ শত জন।এ ব্যাপারে আমরা চেষ্টা করছি তাকে এজটা ঘর দেওযা যায়।রায়গঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কর্ণা মন্ডল বলেন,বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের যদি কোনো জায়গা জমি না থাকে। তাহলে তার নামে জমি বন্ধবস্ত করে বীর নিবাস তৈরি করে দেওয়া হবে।

এমএসএম / এমএসএম

পঞ্চগড়ের দুইটি আসনে ১৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

রায়গঞ্জে বিআরডিবির বার্ষিক সভা ও গণভোট প্রচারণা সভা

গোপালগঞ্জের তিন আসনে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিলেন রিটার্নিং কর্মকর্তা

রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি, আজমেরী বাসের দুই চালকসহ আটক-৩

কুমিল্লার ১১ সংসদীয় আসনে ৮০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

রাজশাহীতে সম্পন্ন হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ

অভয়নগরে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান

পায়গ্রাম কসবায় প্রভাতী সমাজ উন্নয়ন যুব সংঘের দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাঁশখালীতে নির্বিচারে কাটছে চরের মাটি, ঝুঁকিতে বেরিবাঁধ

শান্তিগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত

কম দামের ফাঁদে কৃষক, রায়গঞ্জে ভেজাল সার-কীটনাশকে ফলন বিপর্যয়ের শঙ্কা

বাঙ্গালহালিয়া বাজারে বহু বছর ধরে জরাজীর্ণ ঝুঁকিতে গুরুত্বপূর্ণ একমাত্র যাত্রী ছাউনি

কুমিল্লায় নিহত র‍্যাব সদস্যের গার্ড অব অনার দিয়ে দাফন সম্পন্ন