জীবনের শেষ প্রান্তে এসে বীর মুক্তিযোদ্ধার মানবেতর জীবন
সিরাজগঞ্জের রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী গ্রামের জয়সাগর দিঘীর পাড়ের মৃত ময়েজ উদ্দিন শেখের ছেলে বীর মুক্তিযোদ্ধা গাজী মতিয়ার রহমান(৮৪)। জীবনের শেষ প্রান্তে এসে মানবেতর জীবন যাপন করছেন তিনি। নিজের বলতে সরকারি খাস জায়গার উপর একমাত্র বসত ভিটার ঘরটি অত্যন্ত ঝরাজীর্ণ অবস্থায় রয়েছে। যেকোন সময় ঘরটি ভেঙে পরে যেতে পারে।রোদে পুরে আর ঝড় বৃষ্টিতে ভীজে স্ত্রীর-সন্তান নিয়ে বসবাস করেন অতিকষ্টে। মুক্তিযোদ্ধা ভাতা ছাড়া সরকারী কোন সুযোগ সুবিধা পাচ্ছেন না তিনি। বৃদ্ধ বয়সে বীর মুক্তিযোদ্ধার দুই ছেলের বউ, স্ত্রী, নাতী-নাতনীদের নিয়ে দিন কাটছে অতিকষ্টে।
এলাকাবাসী জানান, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান খুব কষ্টে উপজেলার ঐতিহ্যবাহি জয়সাগর দিঘীর পাড়ে খাস জমির উপর জরাজীর্ণ ঘরে পরিবারপরিজন নিয়ে বসবাস করে আসছেন। বীর মুক্তিযোদ্ধা গাজী মতিয়ার রহমান জানান, ছোট বেলা থেকে তিনি অন্যনের বাড়ীতে তার পিতার সঙ্গে কাজ করতেন। অভাব অনটনের মধ্যে সংসার চল্লেও, ১৯৭১ এর সময় মুক্তিযুদ্ধের ডাক এলে ট্রেনিং করার জন্য চলে যান ভারতে। সেই সময় আমার চিফ কমান্ডার ছিলেন রায়গঞ্জ তাড়াশ আসনের সাবেক সংসদ সদস্য গাজী ম.ম আমজাদ হোসেন মিলন, গ্রুপ কমান্ডার ছিলেন আব্দুস সোবাহান।এবং আমি ৭ নং সেক্টর কমান্ডার নুরুজামানের অধিনেই আমি ট্রেনিং করি।পরবর্তীতে যুদ্ধের জন্য বাংলাদেশের পাবনা চাটমোহরে অবস্থান করি।সেখান থেকে চলে যাই সর্বাধিনায়ক বীর মুক্তি যোদ্ধা আব্দুল লতিফ মির্জার পলাশ ডাঙ্গা যুব শিবিরে যোগদানে।সেখান থেকে বৃহত্তর নঁওগা মাজার এলাকায় এসে পাকিস্তানি বাহিনিদের সাথে যুদ্ধ করি। যুদ্ধ শেষে জানতে পারি বাংলাদেশ স্বাধীন হয়েছে । তার পরেই আমি আমার যুদ্ধের হাতিয়ার চিফ কমান্ডারের আমজাদ হোসেনের নিকট জমা দিয়ে বাড়িতে চলে আসি। জীবন বাজি রেখে ১৯৭১ সালে যুদ্ধ করে বাংলাদেশের লাল সবুজের পতাকা ছিনিয়ে আনেন বীর মুক্তিযোদ্ধা গাজী মতিয়ার রহমানের মতো অনেকেই। সরজমিনে অবহেলিত মুক্তিযোদ্ধার খোজ নিতে গিয়ে জানা যায়, তিনি তার বাড়ির সামনে( ৮৪)বছর বয়স নিয়েছিলো একটি মাদুরপাতায় বসে নিশ্চুপ মনে ঐতিহ্যবাহি জয়সাগর দিঘীর দিকে তাকিয়ে রয়েছেন।
বর্তমান অবস্থান সম্পর্কে তিনি জানান, আমি একজন ভাতার আওতায় লাল কার্ডধারী মুক্তিযোদ্ধা হয়েও ভুমিহিনের মতো বসবাস করে আসছি।আমি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বাউল গান গেয়ে ভুমিহীন ভাবে জীবনযাপন করছি। কিন্ত এখন বয়সের ভারে আর বাউল গান গাইতে পারিনা।জীবনের শেষ সময় এসে পাকা ঘরে থাকবো একটু চিকিৎসার সুযোগ পাবো এটা আমার আশা। ভুমিহীন মুক্তিযোদ্ধা আরো জানান,আমি একটু জমি আর ঘরের জন্য উপজেলা প্রশাসন ও ভুমি সহকারির নিকট গেলেও তারা আমাকে জমি বা কোন ঘর দেন নাই।তারা আমার জমি নেই বলে আশ্রয়ণ প্রকল্পে বসবাস করার জন্য অনুরোধ করেন উপজেলা প্রশাসন। কিন্তু আমি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হয়ে কিভাবে আশ্রয়ণ প্রকল্পে থাকতে পারি । শুনেছি বঙ্গবন্ধু কন্যা জননেনত্রী শেখ হাসিনা সরকার মুক্তিযোদ্ধাদের বীর নিবাস একটি করে পাকা বাড়ি নির্মাণ করে দিচ্ছেন কিন্তু সেটা আমার ভাগ্যে যোটে নাই।বীর নিবাস পেতে হলে নাকি আমার জমি থাকতে হবে এ কথা ভেবে আমি সিরাজগঞ্জ জেলা প্রসাশকের কার্যালয় বরাবর আমার বর্তমান ঠিকানা উপজেলার জয়সাগর পাড়ের খাস জমিটুকু বন্দোবস্তের জন্য আবেদন করেছি তাতেও কোন লাভ হয় নাই। মুক্তিযোদ্ধার সন্তান শহিদুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধাদের ভাতা ছাড়া তাদেরকে উপজেলা বা ইউনিয়ন অফিস থেকে সরকারী কোন সাহায্য সহযোগীতা দেওয়া হয় না।সকল মুক্তিযোদ্ধারা ঘর পায় ,জায়গা পায় আমার বাবা কিছুউ পায় না ।তাই মানননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বাবাকে ঘর ও জমি দেওয়ার জন্য অনুরোধ করছি। রায়গঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী রেজাউল করিম তালুকদার বলেন,উপজেলায় মোট মুক্তিযোদ্ধা রয়েছে ৫ শত জন।এ ব্যাপারে আমরা চেষ্টা করছি তাকে এজটা ঘর দেওযা যায়।রায়গঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কর্ণা মন্ডল বলেন,বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের যদি কোনো জায়গা জমি না থাকে। তাহলে তার নামে জমি বন্ধবস্ত করে বীর নিবাস তৈরি করে দেওয়া হবে।
এমএসএম / এমএসএম
চুয়াডাঙ্গায় নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের দিনব্যাপী গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম
পালের গোদা উমেদার লোকমান সিন্ডিকেটে জিম্মি ঢাকা সদর সাব-রেজিস্ট্রি অফিস,যেন দেখার কেউ নেই
শ্যামনগরে ড. মনিরুজ্জামানের পক্ষে বিশাল গন-মিছিল ও পথ সভা
গোপালগঞ্জে আওয়ামী লীগের চার নেতার দল থেকে পদত্যাগ
কোম্পানীগঞ্জে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় ৩৫০ শিক্ষার্থীকে সম্মাননা ও বৃত্তি প্রদান
উলিপুরে শহীদ রায়হান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উলিপুর লালদল চ্যাম্পিয়ন
গাজীপুরের নয়া জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
ঘরহীন জীবনের গল্প: রায়গঞ্জে নৌকার ওপর ভাসমান এক বৃদ্ধ দম্পতির দিনযাপন
ধামইরহাটে ‘আরডিআরএস’ এর ২৯৮ তম শাখার উদ্বোধন
মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া (ফাজিল)-এর নতুন বহুতল একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন
জয়পুরহাটে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিএসডিকে এনজিও'র বাস্তবায়নে বিএনএফ এর অর্থায়নে হত-দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ প্রদান।
শেরপুরে গারো পাহাড়ের জঙ্গল থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
Link Copied