ইজিবাইক কিনে না দেওয়ায় অভিমানে যুবকের আত্মহত্যা
অভয়নগরে ইজিবাইক কিনে না ইসরাফিল হোসেন মধু (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার (৩০জুলাই) সকাল উপজেলার নওয়াপাড়া ৪ নং ওয়ার্ড নর্থ বেঙ্গল এলাকায়।ইসরাফিল হোসেন মধু ঐ এলাকার ইয়ার আলী সরদারের ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবকের পিতা ইয়ার আলী একজন খাবার হোটেল ব্যবসায়ী। নিহত যুবক দীর্ঘদিন তার পিতাকে ইজিবাইক কিনে দেওয়ার জন্য বলে আসছে। কিন্তু গরীব ইয়ার আলী ছেলের দাবি করা ইজিবাইক কিনে দিতে অস্বীকার করেন। আজ রবিবার সকাল ৭ টায় ইজিবাইকের জন্য পিতার সাথে ছেলের কলহ বাঁধে। যে কারনে কাহকে বুঝতে না দিয়ে ওই যুবক নিজ ঘরের আড়ার সাথে ওড়ানা পেঁচিয়ে আত্মহত্যা করে। এবিষয়ে নিহত যুবকের বন্ধু ছাব্বির হোসেন জানান, আমার ওই বন্ধুটি অনেক ভালোছিলো এভাবে আত্মহত্যা করবে ভাবতে পারছিনা। অনেকদিন ধরে ইজিবাইক কিনে দিতে সে পরিবারকে চাপ দিয়ে আসছিলো। ফলে ইজিবাইক না পেয়ে সে রাগে ক্ষোভে আত্মহত্যা করেছে। এবিষয়ে অভয়নগর থানার এসআই রিয়াজ হোসেন জানান, বাইক কিনে না দেওয়ায় ওই যুবক আত্মহত্যা করেছে। এবিষয়ে অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম