অভয়নগরে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচির নামে জ¦ালাও-পোড়াও, অগ্নিসন্ত্রাস, পুলিশের গাড়িতে হামলা-ভাংচুর ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। গতকাল রবিবার (৩০ জুলাই) বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ¦ এনামুৃল হক বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বিশ^াস, মিজানুর রহমান মোল্যা, রেজা ফারাজী, বিপুল শেখ, শেখ আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সফি কামাল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুন, যুগ্ম আহবায়ক অ্যাড. রওশন কবীর টুটুল, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মেহেদী ইসলাম রাজন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা, ইউনিয়ন, পৌর ওয়ার্ড আওয়ামী লীগসহ সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্যা। প্রতিবাদ সমাবেশ শেষে বিশাল এক বিক্ষোভ মিছিল যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে।
এমএসএম / এমএসএম