কাপ্তাইয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আতঙ্কিত নয় সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের
দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুর রোগীর সংখ্যা। মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে প্রায় প্রতিদিনই দেশে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এদিকে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলাতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে প্রায় প্রতিদিনই প্রচুর রোগী আসছেন হাসপাতালে। এর মধ্যে বেশিরভাগ রোগীদের ডেঙ্গু শনাক্ত হচ্ছে বলে নিশ্চিত করেছে কাপ্তাই স্বাস্থ্য বিভাগ। তবে ডেঙ্গুর প্রকোপে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।
সম্প্রতি কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় জ্বর, সর্দি, কাশি উপসর্গ নিয়ে একাধিক রোগী আসছেন হাসপাতালে চিকিৎসা নিতে। এর মধ্যে এসব উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা কাপ্তাই ইউনিয়নের বাসিন্দা সিদ্দিকুর রহমান, জহিরুল হক, আমেনা বেগম সহ বেশ কয়েকজন রোগী জানান, প্রায় ১ সপ্তাহ যাবৎ তারা জ্বর, সর্দি সহ বিভিন্ন উপসর্গ নিয়ে কষ্ট পাচ্ছেন। কিন্তু প্রাথমিক চিকিৎসা এবং ঔষধ খেয়ে সুস্থ না হওয়াতে শেষ পর্যন্ত কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসেছেন তারা। এছাড়া এসব অসুস্থতা দেখা দেওয়ার পর দিন দিন শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়ছেন বলে তারা জানান। এর মধ্যে কয়েকজন রোগী জানান, ইতিমধ্যে তাদের এলাকায় বেশ কয়েকজন ডেঙ্গু রোগী শনাক্ত হওয়াতে চিন্তিত আছেন তারা। এছাড়া তাদের মধ্যে অনেকেই ডেঙ্গু পরীক্ষা করতে দিয়েছেন বলে নিশ্চিত করেছেন। পাশাপাশি দিন দিন যে হারে ডেঙ্গু রোগী বাড়ছে, এতে বিভিন্ন এলাকায় আতঙ্ক সৃষ্টি হচ্ছে বলে তারা জানান।
এবিষয়ে জানতে চাইলে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, ডেঙ্গু বর্তমানে সারা দেশেই হানা দিয়েছে। এই মুহুর্তে ডেঙ্গু রোগের প্রকোপ যেভাবে বৃদ্ধি পাচ্ছে এতে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়া কাপ্তাইয়ে ডেঙ্গু প্রকোপের বিষয়ে তিনি বলেন, ইতিমধ্যে কাপ্তাইয়ে গত ১ মাস ধরে প্রায় প্রতিদিনই প্রচুর রোগী ডেঙ্গুর উপসর্গ নিয়ে রোগী আসছেন হাসপাতালে। যাদের মধ্যে অধিকাংশ রোগীরই কিন্তু ডেঙ্গু রোগ শনাক্ত হচ্ছে। ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়াতে আমরা কিন্তু এখন কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষা করার উদ্যোগ গ্রহন করেছি। এছাড়া কাপ্তাইয়ের কিছু কিছু ডেঙ্গু শনাক্ত হওয়া রোগীর সিনড্রম জটিল হওয়াতে এবং অবস্থার অবনতি দেখা দেওয়ায় আমরা তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি। তবে এটা সত্য যে ডেঙ্গু রোগে আতঙ্কিত হলে চলবেনা বরং একমাত্র সচেতনতার মাধ্যমেই ডেঙ্গুর প্রকোপ কমানো সম্ভব বলে তিনি জানান। এজন্য সবাইকে ডেঙ্গু মোকাবেলায় যার যার বাড়ির আশেপাশে নিজ দায়িত্বে পরিস্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন তিনি। পাশাপাশি জ্বর, সর্দি কাশি ইত্যাদি উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহবান জানান তিনি। এছাড়া এখন থেকে সচেতন না হলে ডেঙ্গুর প্রকোপ আরো বাড়ার আশংকা রয়েছে বলে তিনি জানান।
এদিকে কাপ্তাই উপজেলায় ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রনে দ্রুত সময়ে কাপ্তাই উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের উদ্যোগ গ্রহন করা প্রয়োজন বলে মনে করছেন কাপ্তাইয়ের স্থানীয় বাসিন্দারা।
এমএসএম / এমএসএম
পটুয়াখালী-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শহিদুল ইসলামের পক্ষে শহীদ পরিবারের মনোনয়ন সংগ্রহ
দেবিদ্বারে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন ফরম সংগ্রহে শহীদ পরিবারের অংশগ্রহণ, ছড়িয়ে পড়ল আবেগঘন বার্তা
কুমিল্লায় আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান নেতাকর্মীদের
মোরেলগঞ্জে কেন্দ্রীয় নেতা মনিরসহ ৬ প্রার্থীর দলীয় মনোনয়নপত্র সংগ্রহ
মহেশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে ২ মাসের কারাদণ্ড
রাজশাহীতে মাধ্যমিক স্তরের বই স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু
কালিয়ায় অবৈধভাবে টপ সয়েল কাটায় দুইজনকে ৭০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে আমান সিমেন্ট এর ব্র্যান্ড প্রমোশনাল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
আত্রাইয়ে চলাচলের রাস্তা সংস্কারের দাবিতে ইউএনও বরাবর আবেদন
হালদার জীববৈচিত্র্য রক্ষায় অভিযানঃ দুই ড্রেজার জব্দ, ছয়জনের কারাদণ্ড ও ৬ লক্ষ টাকা জরিমানা
কক্সবাজার-২ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করেছেন আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহাফুজউল্লাহ ফরিদ
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
মধুখালীতে মোটর বাইক চোরচক্রের সদস্য গ্রেফতার
Link Copied