হরিরামপুরের পদ্মায় গোসল করতে নেমে কিশোর নিখোঁজ
মানিকগঞ্জ জেলার হরিরামপুরে ধূলসুরা ইউনিয়নের কমলাপুর এলাকায় (মাছের আড়ৎ এলাকায়) পদ্মায় গোসল করতে নেমে মো. তুষার হোসেন মতিয়ার (১৬) নামের কিশোর নিখোঁজ হয়েছে। নিখোজ তুষার মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। তবে নিখোঁজ কিশোরকে পরিকল্পিতভাবে হত্যা করা করেছে বলে পরিবার দাবি করেছে।
স্থানীয়দের সুত্রমতে জানা যায় , মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের দুর্লভদী গ্রামের প্রবাসী মোশাররফ হোসেন সানির বড় ছেলে তুষার হোসেন ওরফে মতিয়ার (১৬) তার বন্ধুদের সাথে মোটরসাইকেল যোগে গত রোববার দুপুরে পদ্মা নদীতে গোসল করতে যান। বন্ধুদের সাথে পদ্মানদীতে গোসল করতে একসাথে গেলেও তার পাঁচ বন্ধু .মো: অভি (১৬), মো: রাহুল (১৭),.মো: জিহাদ (১৭),মো: সালাউদ্দিন (১৬),.মো:রাতুল (১৭) বিকেলে বাড়িতে ফিরে আসে। পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের বিষয়টি তার ৫ বন্ধুরা নিজেদের মধ্যে গোপন রাখে।
নিখোজ তুষারের চাচা আজিজ খান জানান, তুষার নিখোঁজ হলো তার বন্ধুরা কাউকে জানালো না কেন? এতেই বোঝা যায়, ওর বন্ধুরা তুষারকে পরিকল্পিতভাবে কোন অঘটন ঘটাতে পারে।
তুষারের মা জানান, গতকাল দুপুরে আমাগো এলাকার অভি (১৬), মো: রাহুল (১৭),.মো: জিহাদ (১৭),মো: সালাউদ্দিন (১৬),মো:রাতুল (১৭) তুষারকে গোসল করতে নিয়ে যায়। সবাই বাড়ি ফিরে আসলেও তুষার ফিরে না আসায় তার বন্ধুদের তুষারের কথা জিজ্ঞেস করলে একেকজন একেক কথা বলে। কেউ জানায়, তুষার আসতেছে রাস্তায়, আবার বলে তুষার কই জানিনা। একেক জন, একেক কথা বলে। সন্ধায় তুষারের প্যান্ট, গেঞ্জি ও বাটন মোবাইল দিয়েছে। এন্ড্রয়েড মোবাইল ওগো কাছে। ওদের বিচার চাই, আমার ছেলেরে ফেরত চাই।
ধূলসুরা কমলাপুর গ্রামের শুকুরের স্ত্রী জানান, গোসল করবার যাইয়া যদি ডুইবা যায় তাইলে কাউরে কইলোনা ক্যা। ওনে (পদ্মাপাড়) মেলা চাইল দিছে, পাশে লোক ছিল, বেরি বাঁধে কাজের লোক ছিল, কাউরে কইলোনা ক্যা যে পদ্মায় তলায় গেছে ! ওই পোলারে বন্ধুরা মাইরা ফালাইছে।
অভিযুক্ত অভির বাবা আশরাফ জানান, হরিরামপুর ধূলসুরা এলাকা থেকে দোহার পর্যন্ত পদ্মানদীতে ট্রলার যোগে আমিসহ আরো বেশ কয়েকজন খোঁজাখুজি করছি। আমার ছেলে অভি আর সালাউদ্দিন গোসল করে পদ্মা থেকে চলে আসছে। বাকী চারজন পদ্মাপার রয়ে গেছে বলে জানায় আমার ছেলে। প্রথমে আমার ছেলে অস্বীকার করলেও বাকীরা একেকজন একেক কথা বলেছে। কেউ বলেছে গোসল করতে দেখেছে। তাদের কথা স্পষ্ট নয়। তারা একেকজন আলাদা আলাদা তথ্য দেয়ায় আমার নিজেরই সন্দেহ হচ্ছে।
জিহাদের বাবা জয়নাল জানান, পদ্মায় গোসল করতে গিয়ে তুষার ডুবে গেছে বলে ওর বন্ধুরা আমাকে জানিয়েছে।
হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য বলেন, আমি রাতেই ধূলসুরা পদ্মাপাড় স্পটে গিয়েছিলাম। গতকাল রাত ১১ টার দিকে নিখোঁজ কিশোরের আত্মীয় অভিযোগ দিয়েছেন। তদন্ত চলছে। তদন্ত ওসি কাজ করছেন।
এমএসএম / এমএসএম
মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট
পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান
আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল
হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা
শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি
বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী
চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ
কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু
Link Copied