মহাদেবপুরে জনগুরুত্বপূর্ণ বেহাল সড়কে দুর্ভোগ চরমে

নওগাঁর মহাদেবপুরে জনগুরুত্বপূর্ণ শিবগঞ্জ-মাদ্রাসার মোড়-শিবরামপুর মোড় পর্যন্ত সড়কটি বছরের পর বছর সংস্কার না হওয়ায় বেহাল দশা। পায়ে হেঁটে চলাচল অসম্ভব। চলাচল করতে হয় যানবাহনে। তারপরও লক্কর-ঝক্কর সড়কটি দিয়ে যানবাহন যেতে চায় না। কার্পেটিং, ইট-খোয়া উঠে তৈরি হয়েছে খানাখন্দ। গর্ত এড়িয়ে যানবাহন চলছে এঁকেবেঁকে। কোথাও কোথাও সড়কের দু'ধার ভেঙে সংকুচিত হয়ে পড়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ব্যাহত হচ্ছে কৃষিপণ্যসহ মালামাল পরিবহণ। ফলে এলাকাবাসীসহ ভোগান্তির শিকার হচ্ছেন পরিবহন চালক, যাত্রী ও পথচারীরা। জনদুর্ভোগ লাগবে জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের।
এলাকাবাসী জানান, প্রায় সাত কিলোমিটার দৈর্ঘ্যরে এ সড়কটির দুই প্রান্তে দুটি বড় হাট ‘শিবগঞ্জ ও উত্তরগ্রাম’। এ দুটি হাটে কৃষিপণ্যসহ মালামাল পরিবহণে একমাত্র সড়ক এটি। সড়কটি দিয়ে উপজেলার উত্তরগ্রাম, শিবরামপুর, ভালাইন, সুলতানপুর, শিবগঞ্জসহ অন্তত ১৫টি গ্রামের ২০-২৫ হাজার মানুষ চলাচল করে। দীর্ঘদিন সংস্কার না করায় জনমনে ক্ষোভ বাড়ছে। ২০০১-২০০২ সালের দিকে সড়কটি পাকা করা হয়। এরপর একবার সংস্কার হয়েছে। সংস্কারের এক বছর পর থেকেই খানাখন্দ ও গর্ত সৃষ্টি হওয়ায় বেহাল দশায় পড়ে সড়কটি। তবে গত ৭-৮ বছরে আর কোনো সংস্কার করা হয়নি। ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কটিতে চলাচলকারী ভ্যান-রিকশা, ইজিবাইক ও অটোরিকশার যন্ত্রাংশ। ফলে নষ্ট গাড়ি মেরামত করতে গিয়ে বাড়তি খরচ গুনতে হচ্ছে চালকের। বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা সড়কটি সংস্কারের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় হতাশ স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। রাস্তার কোথাও কোথাও ইট খোয়ার টুকরো পড়ে রয়েছে। পায়ে হেঁটে চলাচলের অযোগ্য। তারপরও লক্কড়-ঝক্কড় এ সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দেখে বোঝার উপায় নেই রাস্তাটি পাকা ছিল। কয়েক মাস আগে এ সড়কের চকগড়া ব্রিজ থেকে হলাকুড়ি মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সংস্কার করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কিন্তু পুরো সড়ক সংস্কার না হওয়ায় এর সুফল মিলছে না।
ইজিবাইক চালক সাইদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে সড়কের বেহাল দশার কারণে যাত্রী পাওয়া যায় না। পাওয়া গেলেও গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটছে এবং গাড়ি ভেঙে যাচ্ছে। এজন্য যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নিতে হয়। ফলে যাত্রীরাও ভোগান্তিতে পড়েন। পথচারী আরমান হোসেন বলেন, সড়কের দুই মাথায় দুটি বড় হাট শিবগঞ্জ ও উত্তরগ্রাম। হাটে যাতায়াতের একমাত্র সড়ক এটি। সংস্কার না করায় ব্যস্ততম এই সড়কটি এখন প্রায় পরিত্যক্ত। জনগুরুত্বপূর্ণ বিবেচনায় এই সড়কটি দ্রুত সংস্কার করার দাবি তার। তিনি আরও বলেন, এই এলাকায় প্রচুর ধান-সবজি উৎপাদন হয়। কৃষকরা ধান ও সবজি হাট-বাজারে নিতে বিভিন্ন গাড়ি ভাড়া করে। এই সড়কে যাতায়াত করলে গাড়ির অবস্থা খারাপ হয়ে যায়। কৃষিপণ্য পরিবহণ ব্যাহত হলেও রহস্যজনক কারণে সংশ্লিষ্টরা নীরব। ভ্যানচালক আবুল হোসেন বলেন, কোনো গর্ভবতী নারীকে এই সড়ক দিয়ে নেওয়ার চেষ্টা করা হলে বিপদ নেমে আসবে নিশ্চিত। ভাঙাচোরা সড়কে ভ্যান চালাতে গিয়ে দুই-এক দিন পরপরই নাটবল্টু নড়বড়ে হয়ে যায়। জানতে চাইলে উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবু হাসান মন্ডল বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। এ ব্যাপারে মহাদেবপুর উপজেলা প্রকৌশলী সৈকত দাস সাংবাদিকদের বলেন, সড়কটি সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র্যাবের অভিযানে গ্রেফতার ২

হাটহাজারীতে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা অভিযোগ ; আটক ২
