ঢাকা সোমবার, ৪ আগস্ট, ২০২৫

দুর্বল বেড়িবাঁধ আতঙ্কিত সুন্দরবন উপকূলের বাসিন্দারা


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ৮-৮-২০২৩ দুপুর ১২:৪১

একদিকে নিম্নচাপ, অন্যদিকে শ্রাবণের ভরা পূর্ণিমা। এর জেরে গত ৪-৫ দিন ধরে উত্তাল নদ-নদী। উপকূলের নদ-নদীতে স্বাভাবিক জোয়ার ছাড়া ৩/৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। ফলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দুর্বল বেড়িবাঁধ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা। এরই মধ্যে প্রত্যেক বছরের ন্যায় এবারও চলতি বর্ষা মৌসুমে জোয়ারের চাপে উপকূলের বিভিন্ন স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকির মুখে পড়েছে। পানি বৃদ্ধি ও নদীতে উত্তাল ঢেউয়ের কারণে দ্বীপ ইউনিয়ন গাবুরার সোরা গ্রামের হাসান মালীর বাড়ি সংলগ্ন বেড়িবাঁধ সহ কয়েকটি স্পটে ভাঙন সৃষ্টি হয়েছে। ভাঙ্গন সৃষ্টি হওয়া অংশ এখনই সংস্কার  করা না হলে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সিডর, আইলার ও আম্পানের মতো প্রাকৃতিক দুর্যোগে সর্বস্বান্ত হওয়া। এ অঞ্চলের মানুষ এখনো অর্থনৈতিক ভাবে পরিপূর্ণ  ঘুরে দাঁড়াতে পারেনি। এরমধ্যে আবারো প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙে বাড়ি-ঘর সহ বিস্তীর্ণ ফসলের ক্ষেত লবণ পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছে তারা। এখনই ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দ্রুত সংস্কার করা সম্ভব না হলে। এই উপকূলীয় অঞ্চলের মানুষের লালিত স্বপ্ন আবারো দুঃস্বপ্নে পরিণত হবে তাতে কোন সন্দেহ নেই। স্থানীয়রা বলছেন, নদীতে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ দুর্বল হয়ে গেছে। এ ছাড়া একটি কুচক্রী মহল আইন অমান্য করে বালু মহাল থেকে বালু উত্তোলন না করে। ভাঙ্গন কবলিত এলাকার কাছের অংশ থেকে অনেকে বালু তুলছে বলে অভিযোগ উঠেছে। এ কারণে নদীতে সামান্য পানি বাড়লে এসব এলাকায় ভাঙন দেখা দিচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, পূর্ণিমার জোয়ারে খোলপেটুয়া নদী এবং কপোতাক্ষ নদে পানি বৃদ্ধির ফলে গত ৪-৫ দিন দিন ধরে উত্তাল নদ-নদী। উপকূলের নদীতে স্বাভাবিক জোয়ার ছাড়া ৩/৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ৯ নং সোরা গ্রামের হাসান মালির বাড়ি সংলগ্ন ও গাবুরার দৃষ্টিনন্দন এলাকায় ভাঙ্গন সৃষ্টি হয়েছে। এতে করে দুর্বল বেড়িবাঁধ নিয়ে নদ-নদীর তীরবর্তী মানুষেরা ভয়ের মধ্যে রয়েছেন। এরই মধ্যে পূর্ণিমার জোয়ার ও নিম্নচাপের প্রভাবে নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে জোয়ার বৃদ্ধি পাওয়ায় গাবুরার দুটি পয়েন্টে নদী ভাঙ্গন দেখা দিয়েছিল। তবে সম্প্রতি সেখানে জিওব্যাগ পাঠানো হয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে। অফিসের প্রদেয় তথ্যমতে, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ  প্রায় সকল উপকূলীয়  এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৩ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। খুলনা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ-বিহার ও তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম- উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে সেটা দুর্বল হতে পারে।

এমএসএম / এমএসএম

সিডিএ'র কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের বাধার মুখে ঠিকাদার

পটুয়াখালীতে কিন্ডারগার্ডেন স্কুলের শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বেনাপোল বন্দরে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাণিজ্যে স্থবিরতা

রাণীনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা

সম্প্রীতি বিনিষ্টকারীদের ছাড় নেই: গোপালগঞ্জে সম্মেলনে ডিসি

পল্লী বিদ্যুতের খুঁটির টানায় শক লেগে ৫ শিশু হাসপাতালে

আমন চাষে ব্যস্ত সময় পার করছে হাটহাজারীর কৃষকরা

রৌমারীতে আশ্রয়ণ কেন্দ্রের ঘর সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে

ইসলামী আন্দোলনের কর্মীরা মৃত্যুকে ভয় পায় না বলেই আন্দোলন মুছতে পারেনি : এটিএম আজহারুল

বোদায় ১৩৫০ টাকার সার ১৮০০ টাকায় বিক্রি, যৌথ বাহিনীর অভিযান

সমাজ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই : জহুরুল আলম

নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ বশির