ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

চৌদ্দগ্রামে ৯৯৯ এর সূত্র ধরে ক্লুলেস শিমুল হত্যার রহস্য উদঘাটন, কিশোর গ্যাং এর ৫ সদস্য আটক


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১৪-৮-২০২৩ দুপুর ৪:২৩

কুমিল্লার চৌদ্দগ্রামে ৯৯৯ এর সূত্র ধরে চাঞ্চল্যকর অটো-রিকশা চালক শিমুল হত্যার রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ।

রবিবার (১৩ আগস্ট) রাতে চৌদ্দগ্রাম থানার এএসআই জহির উদ্দিন এর নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে অটো-রিকসা চালক শিমুল হত্যার সঙ্গে জড়িত ৫ জনকে আটক করে পুলিশ। তারা কিশোর গ্যাং এর সদস্য বলে জানা গেছে। আটককৃতরা হলো: উপজেলার পেঁচাইমুড়ি গ্রামের সুমন মিয়ার ছেলে সাইমন (১৬), পৌরসভার পশ্চিম শ্রীপুর এলাকার হারুনুর রশিদের ছেলে আব্দুল মান্নান (২৪), বাবুল মিয়ার ছেলে বাপ্পি (১৪), রামরায়গ্রাম এলাকার দুদু মিয়ার ছেলে রবিন (২২) ও মৃত আলমগীর মিয়ার ছেলে সৈকত (১৬)। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

থানা সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে জুয়েল (১২) নামে এক কিশোরকে বাইসাইকেল ও পাঁচশত টাকাসহ অপহরণ করে দোয়েল চত্ত্বর এলাকার একটি বাসায় আটকে রাখে সাইমন, রবিন, সৈকত। পরে ভুক্তভোগি জুয়েলের পিতা মোহন মিয়ার কাছে তারা মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। মোহন মিয়া জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে থানার এএসআই জহির উদ্দিন তদন্ত সাপেক্ষে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে সাইমন নামে এক কিশোরকে আটক করে। পরে আটককৃত সাইমনের স্বীকারোক্তি মোতাবেক অপহরণের সাথে জড়িত আরো ৪ জনকে আটক করে পুলিশ। এই অপহরণের সাথে জড়িত সন্দেহে আটককৃত ৪ জনের একজন, আসামী রবিন (২২) পুলিশের সামনে অপর আসামী সাইমনকে ‘তার মতো তোরেও মারা হবে’ বলে হুমকি দেয়। এএসআই জহির এই কথাটি শুনতে পায়। পরে এ বিষয়ে রবিন সহ অপর আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে ধৃত আসামীদের সীকারোক্তিমূলক জবানবন্দিতে বেড়িয়ে আসে চাঞ্চল্যকর ও ক্লুলেস অটো-রিকশা চালক শিমুল হত্যাকান্ডের প্রকৃত রহস্য। স্বীকারোক্তিতে তারা বলে, গত ২২ জুন অটোরিকশা চালক শিমুলকে গলায় বেল্ট পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে মহাসড়কের হায়দারপুল এলাকায় রাস্তার পূর্ব পাশের ডোবায় ফেলে চলে যায়। চাঞ্চল্যকর এ হত্যার ঘটনার ৫৩ দিন পরে রহস্য উদঘাটন সহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশি জিজ্ঞাসাবাদে ঘটনার মূলহোতা সাইমন আরো জানায়, অটোচালক শিমুল তাদের বন্ধু ছিল। তারা শিমুলের অটো-রিকসা ছিনতায়ের জন্য পরিকল্পনা করলেও হত্যা করা তাদের উদ্দেশ্য ছিল না। পরিকল্পনা অনুসারে তারা শিমুলকে চৌদ্দগ্রাম বাজার থেকে হায়দারপুল এলাকায় নিয়ে যায়। সেখানে আব্দুল মান্নান বেল্ট দিয়ে শিমুলের গলা পেঁচিয়ে ধরে। একপর্যায়ে শিমুল নড়াচড়া না করায় মৃত্যু নিশ্চিত হয়ে তারা তাকে মহাসড়কের ডোবায় ফেলে দিয়ে তার অটো-রিকসা নিয়ে পালিয়ে যায়। পরে গত ২৪ জুন সকালে চৌদ্দগ্রাম থানা পুলিশ হায়দারপুল এলাকা থেকে অটোচালক শিমুলের মৃতদেহ উদ্ধার করে। ওইদিন রাতে নিহতের পিতা সুমন ড্রাইভার বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনের নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে থানা পুলিশ একটি অপহরণ সংক্রান্ত ঘটনার তদন্ত করতে গিয়ে ক্লুলেস অটোচালক শিমুল হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় ৫ কিশোরকে আটক করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আদালতের মাধ্যমে আটক আসামীদের রিমান্ড চাওয়া হয়েছে। হত্যাকান্ডের সাথে আর কেউ জড়িত আছে কিনা তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।’

এমএসএম / এমএসএম

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু