ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

লামায় ৩৫শ পরিবারকে ১০কেজি করে চাউল ও ২শত পরিবারকে ৫হাজার করে নগদ অর্থ দিলেন পার্বত্য মন্ত্রী


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ১৪-৮-২০২৩ দুপুর ৪:৫৭
বান্দরবান জেলার লামা উপজেলায় ইতিহাসের সর্বোচ্চ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী নিয়ে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। আজ ১৪'ই আগস্ট,২৩ইং লামা উপজেলায় বন্যয় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের দেখতে আসেন পার্বত্য মন্ত্রী,
এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ,জেলা পরিষদের সদস্য ও লামা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নারী নেত্রী ফাতেমা পারুল, জেলা পরিষদের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবুর রহমান, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামাল,লামা উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সার, লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম,লামা থানার ওসি শামীম শেখ, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইছিং মার্মা, লামা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, লামা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন কোম্পানি চেয়ারম্যান ৪নং আজিজ নগর ইউনিয়ন,লামা উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাসসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ ও বন্যায় ক্ষতিগ্রস্ত সহ হাজারো জনতা।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,আজকে কোনো আনন্দের দিন নয়,আজকে এসেছি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে যদিও এ অল্প কিছুতে তাদের দুঃখ সম্পূর্ণ মুছে দেওয়া সম্ভব হবে না।তিনি আরও বলেন সৃষ্টিকর্তা যা করেন তা ভালোর জন্য করেন ও মঙ্গলের জন্য করেন যা আমাদের মানতে হবে।বক্তব্যে তিনি বান্দরবান জেলার লাম,থানচি, আলীকদম ও চট্টগ্রাম জেলার সাতকানিয়া -লোহাগাড়া বন্যার ভয়াবহতা তুলে ধরেন।আমার জীবনে এরকম বন্যা দেখিনি।তিনি বন্যার পাশাপাশি পাহাড় ধ্বসের কারণে বান্দরবান এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া নিয়েও দুঃখ প্রকাশ করেন।বন্যার এ ভয়াবহতা ও পাহাড় ধ্বসের ফলে যাদের ঘর-বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে তালিকা পেলে তাদের পুনর্বাসন এর ব্যবস্থা করা হবে। বক্তব্যের এক পর্যায়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন সম্পর্কে তুলে ধরেন।পাশাপাশি সকলকে নিজ স্থান থেকে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানান। 
 
এসময় পৌরসভার ৯টি ওয়ার্ডের ক্ষতিগ্রস্থ ২৮শ পরিবারের মাঝে ১০ কেজি করে ২৮মেট্রিক টন চাল ও ২শ পরিবারের মাঝে নগদ ৫ হাজার টাকা করে ১০ লক্ষ টাকা বিতরণ করা হয়। একইসাথে উপজেলা পর্যায়ে ৩৫শত পরিবারকে ১০ কেজি করে ৩৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।
সবশেষে তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় আপনাদের পাশে ছিলেন,আছেন, থাকবেন এবং বীর বাহাদুর আপনাদের সন্তান হিসেবে সবসময় আপনাদের পাশে আছেন।

এমএসএম / এমএসএম

ইলিশ পাচার সিন্ডিকেট বিলুপ্ত চান ভোলার উপকূলের জেলেরা

‎ঝিনাইদহে রেলপথের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন

লামা উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

কোটালীপাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ

ত্রিশালে বাগান মাদরাসা পরিদর্শনে আইএমইডির মহাপরিচালক

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের কর্মশালা

সার নীতিমালা বহালের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী, ২১ দিনেও সন্ধান মিলেনি

চাঁপাইনবাবগঞ্জে বিনাধান-১৭ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

রৌমারীতে মানষিক ও শারিরীক নিযাতনেই গৃহবধুর বিষপানে আত্মহত্যা

চৌগাছায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

নাটোরের সিংড়ায় পাওনা টাকার দাবিতে মানববন্ধন