উত্তরার নওয়াব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দিপ্তির যোগদান
রাজধানীর উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শাহীনুর মিয়াকে দায়িত্ব ছাড়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। তদন্তে তিনি প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বা প্রধান শিক্ষক কোনোটাই নন বলে প্রমাণিত হয়েছে বলে জানা যায়।
দুর্নীতি দমন কমিশন এর পত্র নং- ০০:০১,০০০০,503.26. ৫৩৮.২২-২২২১; তারিখ: ১৮/০১/২০১৩ খ্রি. মোতাবেক নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ শাহিনুর মিয়ার চলমান দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও অন্যান্য অপকর্মের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য মোঃ সাইদুর রহমানের দেওয়া অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় বিধিমতাবেক ব্যবস্থা গ্রহণ করার জন্য দুর্নীতি দমন কমিশন হতে অনুরোধ করা হয়েছে। বর্ণিত বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কর্মকর্তার মন্তব্যের প্রেক্ষিতে মোঃ শাহীনুর মিয়া, অধ্যক্ষ, নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় কেন তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে তাকে কারণ দর্শানোর পত্র দেয়া হয়।
কিন্তু মোঃ শাহীনুর মিয়া যথাসময়ে সন্তোষজনক জবাব দেন নি। এমতাবস্থায়, তদন্ত কর্মকর্তার মন্তব্যের আলোকে মোঃ শাহীনুর মিয়া এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করা এবং অধ্যক্ষ হিসেবে নিয়োগ বিধিসম্মত না হওয়ায় মোঃ শাহীনুর মিয়া উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ কোনটিই নন মর্মে তদন্তে প্রমাণিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং- শিম/শাঃ১১/৩-৯/২০১১/২৫৬, তারিখ-০৬/০৬/২০১১ এবং স্মারক নং- শিম/শাঃ১১/৩-৯/২০১১/৪৮৪, তারিখ- ০৯/০৭/২০১২ পত্র অনুযায়ী উক্ত প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক দীপ্তি চক্রবর্তীকে ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধান হিসেবে, দায়িত্ব প্রদান করা হয়।
এ বিষয়ে বর্তমান ভারপ্রাপ্ত দিপ্তি চক্রবর্তী বলেন, আমি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের চিঠির নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করছি, কিন্তু গভর্মেন্ট বডি এখনো দায়িত্ব বুঝিয়ে দেয়নি।
এমএসএম / এমএসএম