প্রধান শিক্ষক নিয়োগে জালিয়াতির অভিযোগ

রাজশাহীর তানোরের সীমান্তবর্তী গোদাগাড়ীর একটি বিদ্যালয়ে যোগদানের তারিখ জালিয়াতি করে প্রধান শিক্ষকপদে নিয়োগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও ওই বিদ্যালয়ে গত ১ আগস্ট তিনজন চতুর্থ শ্রেণীর কর্মচারীকে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগে দেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে এসব অভিযোগ তুলে রাজশাহী জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশন, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন বাসুদেবপুর ইউপির কবুতরপাড়া গ্রামের কতুবুল আলম।
অভিযোগে বলা হয়েছে, গোদাগাড়ী উপজেলর অভায়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে সারওয়ার জাহান ১৯৯৭ সালের ১ জানুয়ারী যোগদান করেন। সে সময় তার শিক্ষাগত যোগ্যতা ছিলো এইচএসসি পাশ। পরে সে বি.এ পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৯৯৮ সালের জানুয়ারী মাসে বি.এ পরীক্ষায় উত্তীর্ণ হয়। বি.এ পরীক্ষার আগে একটি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পেতে পারেন না। সহকারি প্রধান শিক্ষক সারওয়ার জাহান ১৯৯৭ সাল থেকে বিভিন্ন সরকারী দপ্তরে তার নিয়োগের তারিখ ১ জানুয়ারী ১৯৯৭ দিয়ে থাকেন। তাছাড়া বেতন বিলে তার নিয়োগের তারিখ ১ জানুয়ারী ১৯৯৭ লিখা আছে। কিছুদিন আগে থেকে সে তার নিয়োগের তারিখ জালিয়াতি করে ৮ ফেব্রুয়ারী ১৯৯৮ সাল লিখছে। সে একমাত্র প্রধান শিক্ষক হওয়ার জন্য জালিয়াতি করে তার নিয়োগের তারিখ পরিবর্তন করছে। যেহেতু সে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের পর বি.এ পাশ করেছে। এখন যদি সে প্রধান শিক্ষক পদে নিয়োগ পাই তাহলে তার বেতন নাও হতে পারে। তাই সে জালিয়াতি করে বি.এ পাশের পর তার নিয়োগ দেখাচ্ছে। বর্তমানে সে জালিয়াতি করে বেতন বিল ও বিভিন্ন সরকারি দপ্তরে তার আসল নিয়োগ ১৯৯৭ সালের ১ জানুয়ারীর পরিবর্তে ১৯৯৮ সালের ২ ফেব্রুয়ারী ব্যবহার করছে। এসব অনিয়মের সঠিক তদন্তের জন্য ১৯৯৭ সালের শিক্ষক হাজিরা খাতা ও বি.এ পাশের সার্টিফিকেট তদন্ত করলে প্রমাণ পাওয়া যাবে। এসব বিষয়ে সদ্য নিয়োগ পাওয়া প্রধান শিক্ষক সারওয়ার জাহানের সঙ্গে মুুঠোফোনে যোগাগোর করা হলে, অভিযোগের সবকিছু শোনার পর বলেন, এখন বাসের মধ্যে আছি কোন কিছু শোনা যাচ্ছে না পরে কথা বলবো। পরে পুনরায় তার সঙ্গে যোগাযোগ করা হলে আর ফোন রিসিভ করেননি তিনি।
অপর দিকে অভিযোগ উঠেছে, গত ১ আগস্ট ওই বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে তিনজনকে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ দিয়েছেন ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম। আয়া পদে সেলিনা খাতুন, নৈশ প্রহরী পদে শামীম ইসলাম ও পরিচ্ছন্নতাকর্মী পদে সায়াদকে নিয়োগ দিয়ে প্রত্যেকের কাছে ৮-১০ লাখ টাকার বিনিময়ে নিয়োগে দিয়েছেন। টাকা দেওয়ার বিষয়ে জানতে চাইলে পরিচ্ছন্নতাকর্মী সায়াদ প্রথমে টাকা দেওয়ার বিষয়টি অস্বীকার করলেও হালকা পাতলা কিছু দিয়েছি বলে স্বীকার করে। নির্দিষ্ট পরিমান জানতে চাইলে ফোনটি কেটে দেন। এসব অভিযোগের বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম বলেন, তার দুই রকম যোগদানের তারিখ আছে এটা আমার জানা নেই। আমি দেখেছি তার প্রধান শিক্ষক হওয়ার যোগ্যতা আছে কিনা। টাকার বিনিময়ে প্রধান শিক্ষক দিয়োগের বিষয়টি তিনি বলে এটা এক্কেবারে ভূয়া খবর। তিনকর্মচারী পদে নিয়োগে টাকার বিষয়ে বলেন, মোটা অংকের টাকা নয় নিয়োগ দিতে যে খরচটি হয় তার জন্য একেক জনের কাছে ৩০-৪০ হাজার টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
এসব বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক ড. শারমিন ফেরদৌস চৌধুরী বলেন, প্রতিদিন অনেক অভিযোগ আসে। অভিযোগ ফাইল দেখে তদন্তের নির্দেশ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
এমএসএম / এমএসএম

চাঁদাবাজির সময় হাতেনাতে ধরা পড়লো কুখ্যাত রাজিব ইসলাম

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কনসালটেশন ওয়ার্কশপ

অভয়নগরে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

রায়গঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ডিসি'র স্বাক্ষর জালিয়াতি করেও বহালে অভিযুক্ত অধ্যক্ষ

অন্যের সম্পত্তির উপর প্রভাব বিস্তার করে বিল্ডিং নির্মাণের অভিযোগ

নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন গণঅধিকার পরিষদ (জিওপি) নেতা লায়ন মো. নূর ইসলাম

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযানে ঘুষের টাকাসহ আটক ২

হাইমচর মেঘনায় ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ

ন্যায়বিচার ও মানবিকতায় প্রশংসায় ভাসছেন তানোর থানার (ওসি) আফজাল হোসেন

গোপালগঞ্জ-ঢাকা রুটে সরাসরি ট্রেন চালুর প্রস্তাব জেলা প্রশাসকের

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
Link Copied