ঢাকা বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

বাঙালীর হৃদয়ে রক্ত ক্ষরণের মাস আগস্ট: আফছার উদ্দিন খান


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৪-৮-২০২৩ বিকাল ৬:৪৩

শুরু হয়েছে বাঙালির হৃদয়ে রক্ত ক্ষরণের মাস আগস্ট, ৭৫ সালে বাঙালী হারিয়েছে স্বাধীনতার মহান নায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে সমগ্র জাতির সঙ্গে একাত্ম হয়ে ঢাকা-১৮ আসনের আ’লীগ ও তার সহযোগী সংগঠন যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা, ভালোবাসা ও ভাবগম্ভীর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই শোকের মাস পালন করে বলে একান্ত আলাপচারিতায় জানিয়েছেন ডিএনসিসির ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও নগর আ’লীগ নেতা মোঃ আফছার উদ্দিন খান। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতি স্মরণে বলেন, শুরু হয়েছে বাঙালি জাতির বেদনার্ত ও শোকাবহ মাস আগস্ট। ১৯৭৫ সালের এই মাসেই বাঙালি জাতি হারিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু ছিলেন গোটা বিশ্বের কাছে একজন জনপ্রিয় নেতা, স্বাধীন দেশে কোনও বাঙালি বঙ্গবন্ধুর জন্য হুমকি হতে পারে না এমন দৃঢ়বিশ্বাসে তিনি গণভবনের পরিবর্তে ধানমণ্ডির ৩২ নম্বরের নিজ বাসভবনে থাকতেন, এবং যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার মহাকার্য পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ঘাতকের বুলেটের আঘাতে থেমে যায় বাঙালি জাতির ভাগ্য উন্নয়নের চাকা। বাঙালি জাতির ভাগ্য উন্নয়নের সারথি বঙ্গবন্ধুকে  হারিয়ে আমরা শোকাহত, মর্মাহত। ১৯৭৫-এর ১৫ আগস্ট রাতে একদল পৈশাচিক ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, নির্মমভাবে হত্যা করে বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর তিন ছেলে- বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, শিশু পুত্র শেখ রাসেল, পুত্রবধু সুলতানা কামাল, রোজী কামাল, ভাই শেখ আবু নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগনে শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বে*গম আরজু মণি, বঙ্গবন্ধুর জীবন বাঁচাতে ছুটে আসা কর্নেল জামিলউদ্দীনসহ অনেকেই। জাতিকে কলঙ্কমুক্ত করতে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, দীর্ঘ প্রতীক্ষার পর ২০১১ সালের জানুয়ারিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের হত্যাকারী পাঁচ আত্মস্বীকৃত খুনির ফাঁসির দণ্ডাদেশ কার্যকর হয়েছে এবং বাকী খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্য সম্পূর্ণ করার দাবি সকল মুজিব সেনাদের। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতা ও বিচেক্ষনতায়, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে আবারও ঘাতকচক্র স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্রবিরোধী চক্র উন্নয়নের ধারাকে ব্যাহত করতে পায়তারা করছে। বঙ্গবন্ধু জীবন আদর্শের গাথা ছড়িয়ে দিতে হবে তরুন প্রজন্মের মাঝে। শোক দিবসকে শক্তিতে রূপান্তরিত করে যে কোনও অপতৎপরতা-ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্য আমরা মুজিব আর্দশের সেনা ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত আছি।

এমএসএম / এমএসএম

রবিনের সঞ্চালনায় ২০২৫ যুবদলের কর্মীসভা

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে ঘুস নেয়ার অভিযোগ

মোহাম্মদপুর থেকে নিখোঁজ সুবা নওগাঁ থেকে উদ্ধার

এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জাগ্রত পার্টির চেয়ারম্যান

আগামী বছর টঙ্গীতে ইজতেমা না করার শর্তে এবার অনুমতি পেলেন সাদপন্থীরা

সিআরআই'র অফিসে খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন দুদক

আদালতে বিচারাধীন মামলার পরেও করিমকে রাজউকের দায়মুক্তি

ভাষার মাসে অনুষ্ঠিত হচ্ছে চতুর্দশ আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাঁটলিপিকার কামাল হোসেনের কালো টাকা পাহাড়

কদমতলী থেকে চুরি হওয়া ৪ কোটি টাকার মালামাল কেরানিপাড়া থেকে উদ্ধার 

সুত্রাপুর যুবদলের পক্ষ থেকে কর্মীসভা অনুষ্ঠিত

সাংবাদিকদের হেনস্থার প্রতিবাদে প্রেস ক্লাবে মানববন্ধন

ষড়যন্ত্রের শিকার জাতীয় সঞ্চয় অধিদপ্তরের উপ-পরিচালক মহিনুল ইসলাম