আক্কেলপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী পালিত
স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুরে আলোচনা সভা, স্মৃতিচারণ অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কর্মসূচিগুলো পালিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসানের সভাপতিত্বে প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি মোকছেদ আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আলোচনা সভা শেষে দোয়া ও উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করা হয়।
এমএসএম / এমএসএম