কেন্দ্রীয় সভাপতির আশ্বাসে মূল ফটক খুলে দিল চবি ছাত্রলীগ
অবশেষে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের আশ্বাসে মূল ফটকের তালা খুলে দিয়ে অবরোধ তুলে নিয়েছে চবি ছাত্রলীগের আন্দোলনরতরা। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তালা খুলে দেয় তারা। এর আগে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দেয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই উপগ্রুপ ভার্সিটি এক্সপ্রেস(ভিক্স) ও বিজয়ের একাংশের নেতাকর্মীরা। শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ও নতুন কমিটি দেওয়ার দাবিতে মূল ফটকে তালা দিয়েছে আন্দোলনরতরা। এসময় তারা জিরো পয়েন্ট এলাকায় অবস্থান করে এবং বর্তমান কমিটিকে অবৈধ দাবি করে নতুন কমিটির জন্য স্লোগান দেয়৷
প্রায় সারাবছরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উত্তপ্ত থাকে নানা ঘটনা প্রবাহে। ক্যাম্পাসে প্রভাব বিস্তারসহ নানা ইস্যুতে সংঘাত সংঘর্ষ লেগেই থাকে চবি ছাত্রলীগের উপদলগুলোর মধ্যে। যেকোন ইস্যুতে বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক। এতে করে স্বাভাবিক শিক্ষার পরিবেশ নষ্ট হয়। আতঙ্ক ভর করে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। মূল ফটকে তালা ঝুলানো এখন রীতিতে পরিনত হয়ে গেছে। শোকের মাসেও বাদ যায়নি তা।
বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসন শাস্তিমূলক সিদ্ধান্তের ঘোষনা দিয়ে বিজ্ঞপ্তি পর্যন্ত প্রকাশ করেছিল। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে শিক্ষার্থীরা যখন-তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও পরিবহন দপ্তরসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ অফিস বন্ধ করে দিচ্ছে। ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইন্সটিটিউট এর পূর্ব নির্ধারিত ক্লাস,পরীক্ষা ও সেমিনার আয়োজনে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। এছাড়া একাডেমিক ও দাপ্তরিক কাজে ক্যাম্পাসে আগত শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং সেবাপ্রার্থীদের খুবই সমস্যায় পড়তে হয়। এতে করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, কর্মঘণ্টা নষ্ট হয় এবং বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত করার লক্ষ্যে গৃহীত পদক্ষেপ বাধাগ্রস্ত হয়। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী কিংবা বহিরাগত কেউ যদি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বিঘ্নিত করে তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের বিরুদ্ধে শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।
মূল ফটকে তালা দেওয়া প্রসঙ্গে আন্দোলনরত উপদল ভিক্সের নেতা ও শাখা ছাত্রলীগের সহ-সভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, বর্তমান কমিটি সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হয়েছে। তাদের দুর্বলতার কারনে ক্যাম্পাসে ছাত্রদল মিছিল করতে পেরেছে। আমরা এই কমিটির বিলুপ্তি দাবিতে অবরোধ করেছি, কেন্দ্রীয় সভাপতির আশ্বাসে অবরোধ তুলে নিয়েছি।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, যারা অবরোধ করেছে তারা অল্প কয়েকজন এবং মূল ফটক বন্ধ করে দিয়ে তারা শিক্ষার্থীদের ভোগান্তির সৃষ্টি করেছে।তাদের দাবি দাওয়া থাকলে কেন্দ্রীয় কমিটির কাছে অভিযোগ করতে পারে।
সাধারন সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, যারা অবরোধ করছে আমি মনে করি তাদের কোন অভিযোগ অনুযোগ থাকলে তারা আমাদের অভিভাবক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান ভাইয়ের কাছে জানাবেন। শিক্ষার্থীদের ভোগান্তি না করে অতি দ্রুত তারা অবরোধ তুলে নিবে বলে আশা করি।
অবরোধের বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদারের কাছে বারবার ফোন করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪
বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ
দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা
কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার
সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা
গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি
নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা
মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ
কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস
কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল
কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ
Link Copied