মোবাইল কোর্টে চায়না দোয়ারী জব্দ করেই বিক্রির অভিযোগ

মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা মৎস্য অফিস কতৃক মোবাইল কোর্টে আটক চায়না দোয়ারী জব্দ করে অনত্র বিক্রি করে টাকা লোপাটের অভিযোগ পাওয়া গেছে। জেলেদের অভিযোগ, পদ্মায় পেতে রাখা চায়না দোয়ারী জব্দ করে মৎস্য অফিসের রিফাতের মাধ্যমে তা বিক্রি হয় অন্য জেলেদের কাছে। এমন অভিযোগের ভিত্তিতে ক্রেতা সেজে অনুসন্ধানের নামে এই প্রতিবেদক। জেলেদের মধ্য থেকেই ক্রেতা সাজিয়ে বিকাশের মাধ্যমে লেনদেনের পরিকল্পনা করা হয়, যাতে লেনদেনের প্রমাণ থাকে।
জানা যায়, ২১ আগস্ট সোমবার দুপুরে, হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফরমান আলী এবং রিফাতের নেতৃত্বে হরিরামপুর থানা পুলিশের ৪জন সঙ্গীয় ফোর্সসহ চায়না দোয়ারী জব্দের অভিযানে নামে পদ্মানদীতে। জেলেদের ভাষ্যমতে হারুকান্দি এবং বয়ড়ার চর হতে প্রায় চারশতাধিক চায়না দোয়ারী জাল জব্দ করা হয়। সেই চায়না দোয়ারী জব্দের পর প্রায় শতাধিকেরর উপরে দুই ট্রলারে জালগুলো গোপিনাথপুর ডেগিরচর গ্রামের মোঃ শরিফের মাধ্যমে বাহাদুরপুর পদ্মানদীরঘাটে নিয়ে যায়।
ট্রলারটালক শরিফ জানান, মৎস্য অফিসার আমার ট্রলারে জালগুলো উঠিয়ে দিয়ে বলে, বাহাদুরপুর ঘাটে আমার লোকজন আছে, তাদেরকে জালগুলো দিয়ে দেবেন। তারাই আপনার ট্রলার ভাড়া দিয়ে দেবে। আমি জালগুলো বাহাদুরপুর ঘাটে নেয়ার সাথে সাথে পাবলিক আমাকে জেরা করতে শুরু করে। পরে, সবাই আমাকে ধরে খালপাড় বয়ড়া ঘাটে নিয়ে আসে।
পরেরদিন ২২ আগস্ট মঙ্গলবার দুপুরে শতাধিক জেলে পাবলিকের হাতে জব্দকৃত মৎস্য অফিসের বিক্রি করা চায়না দোয়ারী হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের কাছে বিক্রিকৃত জাল সোপর্দ করে এবং জাল বিক্রির ফরমান আলী এবং রিফাতের শাস্তি দাবি করে।
মৎস্য অফিসের জব্দকৃত চায়না দোয়ারী ক্রেতা দাসকান্দি বয়ড়া গ্রামের সিদ্দিক জানান, ৭ গাছ জাল ৫ হাজার টাকা দিয়ে কিনেছি, ২১ আগস্ট ২০২৩ তারিখে দুপুর ১২ টা ১৪ মিনিটে আন্ধারমানিক বাজার বিধানের দোকান থেকে বিকাশের মাধ্যমে রিফাত স্যারের মোবাইল নং- 0178750--24 নাম্বারে ৫ হাজার টাকা পাঠিয়েছি।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন জেলে জানান, প্রতি বছর নির্দিষ্ট হারে চাঁদা দিয়ে আমরা পদ্মায় চায়না দোয়ারী পাতি। মাঝে মধ্যে অভিযান হলে রিফাত স্যার আমাদের সতর্ক করে সরে যেতে বলে। অভিযানে জব্দকৃত মাছ নিজেরা ভাগ করে নিয়ে যায়, চায়না দোয়ারী পুড়িয়ে লোহার রডগুলো আলম ভাঙ্গারীর নিকট বিক্রি করে, আমরা অবৈধ চায়না দোয়ারী পাতি পেটের দায়ে তাদের চাঁদা দিয়ে। তারা জাল ধরে নিয়ে যায় যাক, না পুরিয়ে অনত্র বিক্রি করলো কেন? সুতালড়ি ইউপি সদস্য মোঃ ছুরমান এবং দাসকান্দি বয়ড়া গ্রামের কাউছার প্রতিবছরে আমাদের কাছ থেকে চাঁদা নিয়ে মৎস্য অফিসারকে ম্যানেজ করে।
দাসকান্দি বয়ড়া গ্রামের কাউছার জানান, আমিসহ ছুরমান মেম্বর জেলেদের কাছ থেকে চাঁদা নিয়ে রাধুর কাছে দেই। তারা কি করে, সেটা জানিনা। তারা জাল ধরে নিছে, আবার অন্য জায়গায় বিক্রি করেছে। আমরা হাতেনাতে ধরে উপজেলা চেয়ারম্যানের কাছে জমা দিছি এবং মৎস্য কর্মকর্তার বিচার দাবি করছি।
মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তাকারী হরিরামপুর থানা এএসআই মোঃ মোকছেদ আলী জানান, আমিসহ আরও তিনজন পুলিশ মৎস্য কর্মকর্তার সাথে মোবাইল কোর্টে অংশগ্রহন করি। আপনি থানায় আসেন, কথা বলে বিস্তারিত তথ্য নিয়ে যান।
কাঞ্চনপুর ইউনিয়নের চেয়ারম্যান গাজী বণি ইসলাম রুপক জানান, অনেক জেলে আমার নিকট অভিযোগ করেছে- মৎস্য কর্মকর্তারা টাকা নিয়ে গরু নেয়ার প্রস্তাব করে, চায়না দোয়ারী অনত্র বিক্রি করে। আমি ইউএনও মহোদয়কে বিষয়টি মৌখিক জানিয়েছি। উপজেলা সমন্বয় মিটিংয়ে বিষয়গুলো নিয়ে উপস্থাপন করবো।
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফরমান আলীর কাছে মুঠোফোনে জানতে চাইলে- কতগুলো জাল জব্দ করেছে?
উত্তরে ফরমান আলী বলেন, আমি কোন জাল বিক্রি করিনি। প্রতিবেদক বলেন, জাল জব্দ করার বলেছি, উত্তরে ফরমান আলী বলেন, কানে কম শুনি। পরে তিনি জানান, আমি থানা পুলিশের চারজন এবং আমার অফিসের রিফাতসহ আমরা ২১ আগস্ট পদ্মানদীতে মোবাইল কোর্ট পরিচালনা করি। শতাধিক জাল জব্দ করে উপজেলায় এনে এসিল্যান্ড মহোদয়ের সামনে পুড়িয়ে ফেলি। জব্দকৃত আরও জাল দুইটি ট্রলারের মধ্যে একটি ট্রলার বেশকিছু জাল নিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া ট্রলার পরে জেলেরাই সেই জাল ধরে এনে উপজেলা চেয়ারম্যানের কাছে সোপর্দ করেছে। রিফাতের কারণে আমার ভুল হয়েছে, এখন আমাকে কথা শুনতে হচ্ছে, শুনেছি রিফাতের জ্বর, তাই তারসাথে যোগাযোগ করতে পারছি না। এখন আমাকে কি করতে হবে বলেন।
নিউজ প্রচার না করতে টাকা দিয়ে ম্যানেজ করার জন্য বিভিন্ন লোকের মাধ্যমে চেষ্টা করেও ব্যার্থ হয়।
এ বিষয়ে জানতে রিফাতের মোবাইল ফোনে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুর রহমান বলেন, গতকাল হরিরামপুর গিয়েছিলাম, এসিল্যান্ডের সাথে পরামর্শ করেছি, জাল বিক্রির অভিযোগের ভিডিও,বিকাশে লেনদেনের তথ্য পেয়েছি। আজকে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শোকজ দেয়া হবে।
তবে, লিখিত অভিযোগ হলে ভাল হয়, বড় ধরনের তদন্ত করতে সুবিধা হয়।
এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত হেলপার

জেলা প্রশাসকের সভাপতিত্বে কুষ্টিয়ায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

রায়পুরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদে ধীরগতি

জমির জন্য বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই -গিয়াস উদ্দীন

১৪৫ কোটি টাকার ফেরিঘাটে নেই ফেরি, সরকারের নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের ছোবল: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সন্দ্বীপে কর্মশালা
