মাধবপুরে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়
হবিগঞ্জের মাধবপুর থানায় সদ্য যোগদান অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম খাঁনের সাথে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা আজ (২৩ আগস্ট) দুপুর ১২টায় মাধবপুর থানায় অনুষ্ঠিত হয়েছে।
মাধবপুর থানার এস আই শামস-ই তাব্রিজের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সবার সহযোগিতা নিয়ে মাধবপুরে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও চাঁদাবাজি সহ সব ধরনের অপরাধ নির্মূলে কাজ করে যাব।
আজকের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাধবপুর মডেল প্রেসক্লাবের আহ্বায়ক আজিজুর রহমান জয়, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক এরশাদ আলী, মাধবপুর প্রেস ক্লাবের সভাপতি অলিদ মিয়া সহ স্ব স্ব প্রেসক্লাবের অন্যান্য সদস্যগণ
এ সময় উপস্থিত ছিলেন। মাধবপুর থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান। উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপজেলায় সব ধরনের অপরাধ নির্মূলে গঠনমূলক বক্তব্য রাখেন ও একযোগে কাজ করার ঘোষণা দেন।
এমএসএম / এমএসএম