ঢাকা বৃহষ্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

পিআইবির উদ্যোগে মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৭-৮-২০২৩ রাত ৯:৫৬

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) -এর উদ্যোগে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলার ৩০ জন সাংবাদিকদের নিয়ে ০৩ (তিন) দিনব্যাপী (২৫ --২৭ আগস্ট) মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ (আবাসিক) কর্মশালা সম্পন্ন হয়েছে।

রোববার (২৭ আগস্ট) বিকাল ৩ টায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর সেমিনার কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার (টুঙ্গিপাড়া - কোটালীপাড়া) দায়িত্বপ্রাপ্ত উন্নয়ন প্রতিনিধি ও গণপূর্ত অধিদপ্তরের সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার। 

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জনাব জাফর ওয়াজেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিআইবি'র পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন, পিআইবি'র পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) শাহ্ শেখ মজলিশ ফুয়াদ। 

এসময় পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, ড্যাফোডিল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জামিল খান, বাংলাদেশ টাইমসের প্রধান মোবাইল সাংবাদিক সাব্বির আহমেদ, প্রেসক্লাব গোপালগঞ্জের সাংগঠনিক সচিব, দৈনিক ভোরের দর্পণ ও দি ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি সাংবাদিক কে এম সাইফুর রহমান, প্রেসক্লাব গোপালগঞ্জের ধর্মীয় ও সমাজকল্যাণ সচিব সাংবাদিক এম, টি, রহমান মাহমুদ, সাংবাদিক কাজী মাহামুদ, মনির মোল্লা, সাংবাদিক মোঃ ফায়েকুজ্জামান, সহিদ চৌধুরী, সাংবাদিক মুরাদ, মোল্লা মহিউদ্দিন, শাহ আলম, লিটন সিকদার, ফরহাদ হেসেন  সহ  পিআইবির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও গোপালগঞ্জের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এ প্রশিক্ষণের মধ্যদিয়ে সাংবাদিকদের সংবাদ তৈরীর কর্মকৌশলে মোবাইল ডিভাইস ব্যবহার করে পেশাগত দক্ষতা বৃদ্ধি সহ বহুমুখী প্ল্যাটফর্মের জন্য সংবাদ তৈরীতে সাংবাদিকদের পারদর্শী করে গড়ে তোলাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে বক্তারা, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান উন্নয়ন কর্মকান্ড ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সাংবাদিকদেরও কার্যকরী ভূমিকা রাখতে হবে, আপনারা সমাজের দর্পণ। সংবাদমাধ্যম ও গণমাধ্যমের বহুমুখিতা ও বিস্তৃতির নানা দিক রয়েছে। একসময় শুধু মুদ্রিত সংবাদপত্রই ছিল বিশ্বব্যাপী একমাএ সংবাদমাধ্যম।   দেশে গণমাধ্যমের বিভিন্ন শাখার কর্মী তথা সাংবাদিক - সম্পাদক,  লেখক, পাঠক, দর্শক এবং একটি বিকাশমান শিল্প হিসাবে এর মালিক- শ্রমিক,  জোগানদার ও সরবরাহকারী মিলে দেশের বিপুল সংখ্যক মানুষ এ মাধ্যমের সাথে জড়িত। ইতোমধ্যে কিছু তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক তার স্বাক্ষর রেখেছেন। পিআইবি বঙ্গবন্ধুর হাতে গড়া সাংবাদিকদের মান- উন্নয়ন জন্য প্রতিষ্ঠিত হয়েছিল তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার অসমাপ্ত কাজ গুলি সাংবাদিকদের উন্নয়নের জন্য করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী আজ সকলের জন্য পেনশন এর ব্যাবস্থা করছেন এর মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ বিশ্ব দরবারে স্থান করে নিবে। ইনশাআল্লাহ!

এমএসএম / এমএসএম

কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃক রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান

বিএআরসিতে নতুন নির্বাহী চেয়ারম্যান নিয়োগে জোর লবিং

কেআইবি প্রশাসকের নিয়োগ বাতিল

ভুয়া জুলাই-যোদ্ধাদের তালিকা প্রকাশ, ১২৭ জনের গেজেট বাতিলের সিদ্ধান্ত সরকারের

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর দ্রুত পুনরুদ্ধারে সাফল্য, দুর্যোগেও দৃঢ়তা দেখালো বেবিচক

আবারও সক্রীয় ফ্যাসিস্ট যুগের বীজ সিন্ডিকেট, বিপাকে কৃষক

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজে নবীনবরণ

ডিএনসিসি ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সমঝোতা স্মারক স্বাক্ষর

নিরপেক্ষ প্রশাসক নিয়োগ ও আবদুর রব খানের দুর্নীতির বিচার দাবি

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দলিল লেখক সমিতিতে নতুন নেতৃত্ব: সভাপতি রশিদ, মহাসচিব টমাস

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি করতে হবে: সেমিনারে বক্তারা

শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের ১৫২ তম জন্ম দিনে শেকৃবি’র শ্রদ্ধাঞ্জলী