জনগণই আমার সকল শক্তির উৎসঃ এমপি নিক্সন চৌধুরী
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, জনগণই আমার সকল শক্তির উৎস। তিনি বলেন জনগণের আর্শিবাদ, ভোট ও শক্তি নিয়ে ২বার এমপি হয়েছি। আগামীতে নির্বাচিত হব ইনশাল্লাহ । তিনি আরো বলেন, আমার উন্নয়ন ও মূল্যায়নের বিবেচনা করে এখানকার জনগণ আমাকে ভোট দেবেন। তিনি বলেন, সদরপুর উপজেলার কৃষ্ণপুরের প্রায় ৬০ হাজার জনগণ ফরিদপুর-২ আসন থেকে উন্নয়ন ও মূল্যায়ন পায়নি। এই প্রথম সড়ক উন্নয়নের ভিত্তি প্রস্তর স্থাপন করলাম। আগামী ৪ মাসের মধ্যে ৬৪ কোটি টাকা ব্যয়ে ১৪টি পাকা সড়ক নির্মাণ করা হবে। আগামীতে দেশ উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনাকে আপনারা নির্বাচিত করে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দেন তা হলে কৃষ্ণপুরও হবে অন্যান্য এলাকার মতো ডিজিটাল ইউনিয়ন হবে। তিনি গতকাল রবিবার রাতে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবীতে স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডির) প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে পূর্ব শৌলডুবী প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ৈর হাট পর্যন্ত জিসি সড়ক ইউনি-ব্লক দ্বারা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন কালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেল, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ, জেলা পরিষদের সদস্য মোঃ এখলাছ আলী ফকির, কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জান তিতাস, উপজেলা প্রকৌশলী আঃ মমিনসহ নিক্সন সমর্থক হাজার হাজার জনগণ।
এমএসএম / এমএসএম