দর্শনায় মুক্তিযোদ্ধা নিবাস থেকে ফ্যান চুরি: ধারাবাহিক চুরিতে চরম আতঙ্কে পৌরবাসী
দর্শনায় একের পর এক ধারাবাহিক চুরির ঘটনা ঘটেই চলেছে। গত ১ মাসে ৫ বাড়িতে চোর চক্রের হানায় ইজিবাইক, গরু, ফ্যান মোবাইলসহ ২ লক্ষাধিক টাকার বিভিন্ন মালামাল চুরি হয়েছে। সর্বশেষ গত শনিবার রাতে দর্শনা শান্তিপাড়া বীরমুক্তিযোদ্ধা নতুন নির্মানাধীন নিবাস থেকে ৩ সিলিং ফ্যান এবং সম্প্রতি থানা সংলগ্ন দর্শনা পৌরসভায় গ্রিল ভেঙে চরচক্র হানা দিয়েছে। এ সকল ধারাবাহিক চুরির ঘটনায় চরম আতঙ্কে ভুগছে দর্শনা পৌরবাসী। চুরির ঘটনায় দর্শনা থানা পুলিশকে অবহিত করলেও কোন চক্রের সদস্যকেই আটক করতে পারেনি পুলিশ। জানাগেছে, চুরি যেন দর্শনার নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দারিদ্র পরিবারের একমাত্র সম্বল ইজিবাইক, বিধবা নারীর শেষ সম্বল গরু, কখনো সখের মোবাইল আবার কখনো মোটরসাইকেল মেকানিক এর রেঞ্জ যন্ত্রপাতিসহ যন্ত্রাংশ চুরির ঘটনায় হতবাক ভুক্তভোগী ও স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানাগেছে, গত ৪ তারিখ রাত্রে আনুমানিক ৩ টার দিকে দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের গুলশান পাড়ার উম্বাত আলীর ছেলে হতদরিদ্র জয়নাল আবেদীনের উপার্জনের একমাত্র সম্বল ইজিবাইকটি সঙ্ঘবদ্ধ চোরচক্র চুরি করে নিয়ে যায়। পরে ওই রাতেই বিভিন্ন দিক খোঁজাখুঁজির পর না পেয়ে দর্শনা থানায় একটি ডায়েরি করেছে বলে জানায় ভুক্তভোগী জয়নাল। এরপর গত ৬ তারিখ রাত আনুমান আড়াইটার দিকে দর্শনা পৌর এলাকার পরানপুর গ্রামের মসজিদ পাড়ার মৃত আলতাব হোসেনের বিধবা স্ত্রীর একমাত্র সম্বল একটি গরু চোরচক্র চুরি করে নিয়ে যায়। প্রতিদিনের ন্যায় রাতে গরু দেখতে গোয়ালে গেলে গরু না থাকায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর না পেয়ে পরদিন দর্শনা থানায় একটি ডায়েরি করে বলে জানান ভুক্তভোগীর ভাতিজা ইব্রাহিম উদ্দিন। গত ৭ তারিখ দিবাগত রাতে দর্শনা পৌর এলাকার বাসস্ট্যান্ড সিএমবি পাড়ার রহমতের মোটরসাইকেল গ্যারেজের টিন কেটে মোটরসাইকেল মেরামত করার বিভিন্ন ধরনের রেঞ্জ ও যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। এরপর গত ১২ তারিখ রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে দশনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর ফুড গোডাউনের পিছনে আঃ আলিমের নিজ বাড়ি থেকে মোবাইল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল আলীম নিজেই দর্শনা থানায় একটি চুরি বিষয়ে ডায়েরি করে। কয়েকদিনের চুরির ঘটনায় প্রায় দু লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সর্বশেষ থানা সংলগ্ন দর্শনা পৌরসভার কার্যালয়ে চোরচক্র হানা দিয়েছে । গত মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। চোরেরা পৌর সভার একটি অফিস কক্ষের জ্বানালা ভেঙ্গে ভিতরে ঢোকে। এরপর একে,একে তিনটি কক্ষের ৫ টি আলমারীর তালাভেঙ্গে কাগজপত্র তছনছ করে। এতে করে চর চক্র কোন কিছু চুরি করে নিতে না পারলেও দর্শনা থানায় একটি সাধারন ডায়েরী করেছে পৌর কর্তৃপক্ষ। দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু বলেন, চোরেরা পৌর সভার অফিস কক্ষের একটি জ্বানালা ভেঙ্গে ভিতরে প্রেবেশ করে। এরপর একে,একে তিনটি কক্ষের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ৫টি আলমারীর তালা ভেঙ্গে অফিস কক্ষের ভিতরে প্রবেশ করে ৫টি আলমারীর কাগজপত্র তছনছ করেছে। এ ঘটনায় দর্শনা থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। তবে হঠাৎ এ ধরনের ছিচকে চুরির মাত্রা বেড়ে যাওয়ায় থানা পুলিশকে অবগত করেও চোরচক্রের কোন সদস্য আটক না হযওয়ায় দর্শনা পৌরবাসী এক ধরনের চুরি আতঙ্কে ভুগছে। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, দর্শনা পৌর এলাকাসহ থানা এলাকায় সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। ছিচকে চুরির বিষয়টি থানা পুলিশ অবগত রয়েছে। অভিযান পরিচালনা করা হয়েছে আশা করছি কয়েকদিনের মধ্যেই বিষয়টি নিয়ন্ত্রণে আসবে। পৌরসভায় চোর চক্রের হানার বিষয়ে তিনি বলেন, চোরেরা আলমারী থেকে কোন কিছু নিতে পারেনি শুধু কাগজপত্র তছনছ করেছে। এবিষয়ে থানায় একটি সাধারন ডায়েরী করেছে পৌর কর্তৃপক্ষ। এছাড়াও পরবাসীর উদ্দেশ্যে বলেন চুরি বিষয়ে নিজেদের জিনিসপত্র রক্ষণাবেক্ষণ করতে নিজেদের দায়িত্ববান ও সতর্কতা অবলম্বন করতে হবে।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা
ভেজাল গুড়ে সয়লাব, বাঘায় অভিযানে ৫ কারখানায় জরিমানা
চট্টগ্রামে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত এসআই মোঃ আনোয়ার হোসেন পাটোয়ারী
ত্রিশালে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন
অনুমোদিত স্থানে সুবিপ্রবি নির্মাণের দাবিতে লন্ডনে প্রবাসীদের মহাসমাবেশ
হাতিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ মেলার উদ্বোধন
রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন
রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
আবারো মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণ করলেন মেহেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে
সাটুরিয়ায় প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে সিএনজি -কাভারভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ১