পাবিপ্রবিতে নতুন ১১টি বিভাগ খোলার পরিকল্পনা
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নতুন ১১টি বিভাগ চালুর জন্য ইউজিসির কাছে দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত ২৬ আগস্ট শনিবার সলভার গ্রিনের প্রোগ্রামিং কনটেস্ট ও রোবটিক্স ওয়ার্কশপ সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন জানান, আমরা ইউজিসির কাছে ১১ টা ডিপার্টমেন্ট চেয়েছি।
তিনি আরো বলেন, আজকে সকালে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন ইউজিসি মেম্বার প্রফেসর আবু ত্বাহের। উনার সাথে আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে কথা হচ্ছিলো। তখন উনি আমাদের বললেন কত গুলো ডিপার্টমেন্ট চেয়েছেন, তখন আমি বললাম আমরা তো চেয়েছি অনেক ডিপার্টমেন্ট কিন্তু এখন মিনিমাম আমাদের ১১ টা ডিপার্টমেন্ট দিতে হবে। তখন প্রফেসর আবু ত্বাহের বলেন, কেনো কম হলে হয় না? উপাচার্য জানান, কম কেনো আপনারা চাইবেন বিশ্ববিদ্যালয় আগাবে, চাইবেন সব কিছুই আবার বলবেন দেওয়া যাবে না, আপনারা শিক্ষক দিবেন না শিক্ষকদের পদ নেই তাহলে কিভাবে হবে। বিবিএ হচ্ছে যেমন ধরেন বিজনেস দিয়ে রেখেছেন ৪ টা মিলে একটা করে রেখেছেন। আমাদের শিক্ষার্থীরা কিন্তু মার্কেটিং, ফিন্যান্স, একাউন্টটিং বলেন এই সমস্ত ডিপার্টমেন্টে যেতে পারছে না। ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট না করে ওরা তো জবে যেতে পারছে না, এপ্লাই করতে পারছে না। আমরা ইউজিসির কাছে রোবটিক্স, সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্ট চেয়েছি। ত্বাহের বলেন, এই গুলো মাস্টার্স কোথায় পাবেন? আমি বলছি তাহলে কি আমাদের ছেলে মেয়েরা (শিক্ষার্থীরা) কোনো দিন এইগুলা পড়বে না? সাহস তো আমাকে করতে হবে কারন আমার সামনে যারা (শিক্ষার্থীরা) আছে তারা সাহসী। কেনো এটা আমরা করবো না, কারন সবচেয়ে জীবন্ত ল্যাবরেটরি তো আমাদের পাবনার নেয়ারেস্ট, রুপপুরের পারমানবিক কেন্দ্রে ফিট করার মত গ্রাজুয়েট তো আমাদের বিশ্ববিদ্যালয় থেকেই তৈরি করতে হবে।
উল্লেখ্য, চলমান উন্নয়ন প্রকল্পে নতুন ২ টি একাডেমিক ভবন নির্মাণ কাজ শেষে নতুন ডিপার্টমেন্ট চালুর সম্ভাবনা রয়েছে।
এমএসএম / এমএসএম
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,
এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা
স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি
বাকৃবিতে গরুর মাংস উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা
জকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল
ইবিতে 'মানবতা ও ইসলাম' শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
দুুুই হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে জবি শিবিরের ‘রান উইথ শিবির’ কর্মসূচি
ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটি গঠন
প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ
ইবিতে কুরুচিপূর্ণ মন্তব্য করা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জমা
Link Copied