ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

সাভারে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে করনীয় শীর্ষক মতবিনিময় সভায় : ডিসি আনিসুর রহমান


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৬-৯-২০২৩ দুপুর ১:১৫

সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের অডিটরিয়ামে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা অনুষ্ঠানে উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা সুশীল সমাজ ও সাংবাদিকগনের সাথে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে করনীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিধি হিসাবে উপস্হিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মোঃ আনিসুর রহমান।

মঙ্গলবার ৫ ই সেপ্টেম্বর ২০২৩ বেলা ১১ টায় সাভার উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মোঃআনিসুর রহমান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ঢাকা।সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সাভার উপজেলা চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌরসভার মেয়র হাজী মোঃ আব্দুল গনি,অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ শাহিদুল ইসলাম,পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মমিনুর রহমান, উপজেলা প্রকৌশলী তরুণ কুমার বৈদ্য, মোস্তফা আল মামুন নুর, এসিকোন, আমিনবাজার সার্কেলের সহকারী( ভূমি) কমিশনার মোঃ জুলহাস হোসেন সৌরভ এর পরিচালনা অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি, তেতুলঝোঁড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর, ভাকুর্তা ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোঃ লিয়াকত হোসেন,আশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাতবর,ইয়ারপুর ইয়নিয়নের চেয়ারম্যান মোঃ সুমন আহমেদ ভুঁইয়া  ও বিরুলিয়া ইয়নিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম মন্ডল, পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ দেওয়ান ও উপজেলার অধীনে ইউনিয়নের অন্যান্য চেয়ারম্যানসহ সাভার উপজেলার  বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

  এই সময় তিনি স্হানীয় জনপ্রতিনিধি,বীরমুক্তিযোদ্ধা,সামাজিক ব্যক্তিবর্গের বিভিন্ন সমস্যা বিষায়ক আলোচনা মনোযোগ  দিয়ে শুনেন এবং সমাধানের আশাবাদ ব্যক্ত করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে সমাজকে বাসযোগ্য করার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে কোন ছাড় নেই, প্রবাহমান নদীকে দুষনমুক্ত রাখার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া, নদী দখলমুক্ত করার ক্ষেত্রে জিরো টলারেন্স, প্রয়োজনে নিজে অভিযানে থেকে হলেও দখলমুক্ত করার আশ্বাস দেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য নগর গড়ে তুলতে প্রয়োজনে স্হানীয় জনপ্রতিনিধিদের সাথে আলাপ করে বাড়তি বরাদ্ধ দেওয়ারও আশ্বাস দেন এসময় নদীদখলমুক্ত,ময়লা আবর্জনা নিস্কাষন, মহাসড়কে থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, যানজোট নিরেশন,শিশুমেলা বিনোদন কেন্দ্র নির্মান সম্পর্কে এবং জবাবদিহি মুলক মানসিকতা এবং স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজনীয় ব্যবস্থা ও নানা বাঁধা প্রসঙ্গে মতবিনিময় করে নিরসন করার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ জরুরী প্রয়োজনে জনপ্রতিনিধিদের নিয়ে নিজ দপ্তরে অথবা নিজে সরেজমিনে পরিদর্শন করে হলেও সামনে নির্বাচনে আগে রাস্তাঘাট মেরামত, শহর পরিষ্কার রাখা, বংশী নদীর অবৈধ উচ্ছেদের কাজ বাকী থাকলে নতুন করে ভুমিকা নেওয়ার তাগিদ দেন স্হানীয় প্রশাসনকে, ভুমি দখলমুক্ত,খাসজমি উদ্ধারসহ উন্নয়নমুলক কাজে সকলকে নিজ নিজ জায়গা থেকে কাজ করার পরামর্শ দেন।

সর্বোপরি জন্মনিবন্ধন বিষয়ে বাংলাদেশের যেকোন প্রান্তের নাগরিকের ক্ষেত্রে নিবন্ধন করার জন্য নিজ এলাকা ছাড়াও করতে কোন বাধা নেয় বলে অবগত করেন। 
উল্লেখ্য যে,মোঃআনিসুর রহমান ২৬ ই জুলাই জেলা প্রশাসক হিসাবে ঢাকা জেলায় যোগদান করেন। 

এমএসএম / এমএসএম

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পাপ্পীর কানাডা ও আমেরিকার ভিসা বাতিলের আবেদন

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন