ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

রিহ্যাবে অর্থ নয়-ছয়


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১০-৯-২০২৩ দুপুর ২:৫১

অভ্যন্তরীণ কোন্দল আর বিভক্তির মধ্যেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দেশের আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। এরিমধ্যে রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন (কাজল)-এর বিরুদ্ধে অর্থনৈতিক অসততার অভিযোগ তুলেছেন রিহ্যাবের সাবেক সহ-সভাপতি (হিসাব) প্রকৌশলী সরদার আমিন। হোয়াটস অ্যাপ গ্রুপে তিনি রিহ্যাবের নির্বাচন পূর্ব মিটিংয়ের রেজুলেশনের কথা উল্লেখ করে বলেন, ৫০টি সিদ্ধান্তের বিপরীতে ১ কোটি ৪৮ হাজার ৯২৬ টাকা উত্তোলন করেছেন বর্তমান সভাপতি, যা 

প্রকৌশলী সরদার আমিন বলেন, মোট অনুমোদনের প্রায় ৯০ শতাংশ ব্যয় দেখানো হয়েছে বিভিন্ন অফিসে ইদ গিফ্ট, ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা বিভিন্ন মিডিয়া বকশিস হিসেবে। এসব বাদেও সাংবাদিকদের নামে আলাদা করে বরাদ্দের অনুমোদন দেয়া হয়েছে। যা অন্যান্য সময়ের চাইতে বহুগুণ বেশি। এটি অত্যন্ত দৃষ্টিকটু এবং অনৈতিক উদ্যোগ বলে  হোয়াটওঅ্যাপ গ্রুপে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, রিহ্যাব আমরাও চালিয়েছি, কিন্তু কেবল উপঢৌকনের নাম দিয়ে এতো টাকা এর আগে কেউ উত্তোলন করেনি। 

এসব অভিযোগ নিয়ে  রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিনের সাথে যোগাযোগ করেন দেশ বর্তমানের বিশেষ প্রতিবেদক। প্রতিবেদককে রিহ্যাব সভাপতি বলেন, প্রতিষ্ঠান চালাতে গেলে এসব করতে হয়, আমিও করেছি। আপনার মনে থাকার কথা নাকে তেল দিয়ে ঘুমাও-বিজ্ঞাপনের কথা। সেই বিজ্ঞাপনে বিভ্রান্ত হয়ে শত শত মানুষ সেই প্রজেক্টে বিনিয়োগ করে বিড়ম্বনার শিকার হয়েছেন। এমন আরও অনেক উদাহরণ আমি আপনাকে দিতে পারবো। সুতরাং মিডিয়াতে আসা কিছু সত্য-কিছু অসত্য সংবাদ/বিজ্ঞাপনের কারণে রিহ্যাবের ইমেজ অনেক ক্ষতিগ্রস্থ হয়েছিলো। আমি দায়িত্ব নেয়ার পর রিহ্যাব সংক্রান্ত অপপ্রচার অনেকাংশে কমে গেছে। একই সাথে আবাসন, গৃহায়ন এবং গণপূর্তে রিহ্যাব ব্যবসায়িদের কাজ থাকেই। কারণ রিহ্যাবে প্রায় ১২০০ সদস্য, যারা সরাসরি এই সংগঠনগুলোর সাথে কাজ করে। সুতরাং তাদের সাথে সম্পর্ক উন্নয়ন জরুরি ছিলো। একটি বিধিবদ্ধ সংস্থার প্রধান হিসেবে আমি এই সিদ্ধান্তগুলো নিয়েছি, নিতে হয়েছে। এতে অনৈতিকতা কিংবা অসততার কিছু নাই। একই সাথে প্রতিবেদককে তিনি বলেন, সাবেক সহ-সভাপতি প্রকৌশলী সরদার আমিনকে জিজ্ঞ্যেস করেন যে, তিনি কেন কমিটি থেকে পদত্যাগ করেছিলেন? কারণ উপরিউক্ত সরদার আমিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে একাধিক কটুক্তিমূলক পোস্ট দিয়েছিলেন, যা একটি বিধিবদ্ধ সংগঠনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে বেমানান এবং অসৌজন্যমূলক। এছাড়াও আপনি প্রশ্ন করেন, কেন রিহ্যাবের টাকায় তিনি ইন্ডিয়া ভ্রমণ করলেন, কেনইবা কুড়িগ্রামে ২২ ঘর করে দিলেন? একই সাথে এর আগে কি সাংবাদিক, বিভিন্ন সংগঠন কিংবা ব্যক্তির নামে রিহ্যাব কোন বরাদ্দ দেয় নি? তখন তিনি প্রতিবাদ করেননি কেন? 
 
এসব প্রশ্ন করলে দেশ বর্তমান প্রতিবেদককে রিহ্যাবের সাবেক সহ-সভাপতি (হিসাব) প্রকৌশলী সরদার আমিন বলেন, অবশ্যই এর আগেও আমি এসবের বিরোধিতা করেছি। কিন্তু বরাদ্দের হার আগের সব সময়কে হার মানিয়েছে। তবে ভারত গমনের কথা শিকার করে সাবেক সহ-সভাপতি বলেন, শুধু আমি কেন রিহাবের প্রয়োজনের বহু সদস্য আমেরিকা, কাতার, ইতালী, দুবাই, অস্ট্রেলিয়া যায়। কখনও রিহ্যাব ফেয়ারে অংশ নিতে, কখনো আবাসন খাত সম্পর্কে গবেষণা করতে। তেমনিভাবেই আমাকেও পাঠানো হয়েছিলো কোলকাতা। একইসাথে কুড়িগ্রামের ২২ পরিবারকে ঘর বানিয়ে দেয়ার প্রকল্পটা আমি প্রস্তাব দিলেও অন্য সদস্যদের সম্মতিক্রমেই প্রকল্পের কাজ শেষ হয়। আর রিজাইন করা প্রসঙ্গের অবতারণা করলে সরদার আমিন বলেন, একটি রাজনৈতিক পোস্টকে নিয়ে বিতর্ক শুরু হলে আমি স্বে”ছায় এবং স্বজ্ঞানে রিহ্যাব থেকে সরে আসি। 

তিনি দেশ বর্তমান প্রতিবেদককে বলেন, বিগত আট বছর রিহ্যাবে কোন নির্বাচন হয় নি। এজন্য বহু আন্দোলন আর সংগ্রাম করেছি আমি। যাই হোক শেষ পর্যন্ত যে রিহ্যাবে নির্বান হচ্ছে, সেটি অত্যন্ত আনন্দের বিষয়। কারণ রিহ্যাবের ইমেজ একেবারে তলানীতে গিয়ে ঠেকেছে। এরপরও নির্বাচন হচ্ছে যে, কিংবা নির্বাচনের প্রক্রিয়া যে শুরু হয়েছে এটাই  খুশির কথা, আনন্দের কথা। কারণ একজন মনোনীত সভাপতির চাইতে নির্বাচিত সভাপতির গ্রহণযোগ্যতা অনেক বেশি থাকে। সর্বজন গ্রহণযোগ্য একজন সভাপতির যেকোন উদ্যোগে সব সদস্যদের ই”ছার প্রতিফলন ঘটে কিন্তু মনোনীত কমিটির সেই গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আসলে থেকেই যায়। 

এদিকে, অর্থনৈতিক বরাদ্দের এই অনুমোদনের কথা গ্রুপে লেখা হলে, রিহ্যাবের সাবেক এবং বর্তমান সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই অর্থের এই নয়-ছয়কে ভালোভাবে দেখছেন না এবং প্রতিবেদকের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। তারা জানান, এর আগেও বর্তমান সভাপতির বিরুদ্ধে অর্থনৈতিক কেলেংকারীর অভিযোগ উঠলেও তা আমলে নেয়া হয়নি। কিন্তু এবারের অভিযোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৌশলী সরদার আমিন উল্লেখিত অর্থ বরাদ্দ সংক্রান্ত রেজুলেশনের ছয় পাতাও বর্তমানে সকলের হাতে হাতে,  এটি রিহ্যাবের অভ্যন্তরীণ কোন্দলকে উস্কে দিচ্ছে বলেও মত দেন তারা।

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা