ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

জাতীয় প্রেসক্লাবে দৈনিক স্বাধীন সংবাদের উদ্যোগে গুণীজন সংবর্ধনা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৯-২০২৩ সকাল ৯:৩০

যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান করতে না পারলে সমাজে গুণীজন সৃষ্টি হয় না। আজ গুণীজন ও সাংবাদিকসহ যারা প্রত্যেকেই সমাজ উন্নয়নের কারিগর তাদের সংবর্ধিত করার পাশাপাশি মেধাবী সাংবাদিকদের সংবর্ধনার মাধ্যমে যে অনুপ্রেরণা দিয়েছে, তাতে তাদের মধ্যে আগামীতে দেশ ও দেশমাতৃকার কল্যাণে কাজ করার আগ্রহ সৃষ্টি হবে। 

শনিবার ৯ই সেপ্টেম্বর বিকাল ৫টায় জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় জহুর হোসেন চৌধুরী হলে "জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা" দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার উদ্যোগে অনুষ্ঠিত হয়। পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক নুরুল আবছার তৌহিদের সভাপতিত্বে এবং বিশেষ প্রতিনিধি মো.শফিকুল ইসলামের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান লায়ন মো. নূর ইসলাম, দৈনিক রুপবানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফারুক আহমেদ, বাংলাদেশ সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড.খান আসাদুজ্জামান, বাংলাদেশ শ্রমিক অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মো.লিংকন মিয়া, ডেমরা থানার জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাপ্তাহিক দেশের ডাক পত্রিকার সম্পাদক এটিএম মমতাজুল করিম, দৈনিক অপরাধ সময়ের সম্পাদক এস এম শাহাবুল ইসলাম সুমন এবং প্রধান বক্তা হিসেবে ছিলেন,

দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আনোয়ার হোসেন আকাশ।

অনুষ্ঠানের প্রধান অতিথি পীরজাদা শহীদুল হারুন বলেন, সাংবাদিকতা শুধুমাত্র একটি পেশা নয় সাংবাদিকতা একটি দায়িত্ব, যে দায়িত্বের মাধ্যমে গরিব এবং সাধারণ মানুষদের কাছে ন্যায় এবং সত্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করা হয়। একজন সাংবাদিক চাইলেই এমন একটি মানুষের অনেক বড় ক্ষতি করতে পারে এবং একজন সাংবাদিক চাইলেই আবার একজন মানুষকে ন্যায়ের পথে নিয়ে আসতে পারে। সাংবাদিক সবসময় চেষ্টা করে থাকেন সত্য তুলে ধরার জন্য। অনুষ্ঠানে গুণীজন ও কৃতি সাংবাদিকদের হাতে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি, সভাপতি ,অনুষ্ঠানের উদ্বোধক, প্রধান আলোচক ও বিশেষ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান লায়ন মো. নূর ইসলাম বলেন, বাংলাদেশ উল্লেখযোগ্য ইতিবাচক অনেক সাফল্য অর্জন করলেও আইনের শাসন, সাংবাদিকদের মত প্রকাশের উপর হস্তক্ষেপ বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত ধারা সমূহের অপ্রয়োগ, মামলা ও গ্রেফতারের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা ব্যাপকভাবে লঙ্ঘিত হচ্ছে।অনতিবিলম্বে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মৌলিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে না পারলে দেশের সার্বিক পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে বলে মনে করেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির ভাইস চেয়ারম্যান ও দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার উপদেষ্টা সম্পাদক মো.বায়েজিদ সাউদ এবং সাপ্তাহিক পল্লী সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এস এম পলাশ, জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস চেয়ারম্যান ফারুক হোসেন, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার রাজিব তালুকদার, ইসলাম উদ্দিন তালুকদার, মো.জহিরুল ইসলাম (বাবলু) ওয়াহিদ হোসেন,দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার প্রশান্ত কুমার দাস ও দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার ফটো সাংবাদিক ফারুক আহমেদ প্রমূখ।

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা