ঢাকা সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

মৃত প্রবাসীর অর্থ-সম্পত্তি হাতিয়ে নিতে স্ত্রী সেজে প্রতারনা


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ১৬-৯-২০২৩ দুপুর ৩:১২

 মৃত প্রবাসীর অর্থ সম্পত্তি হাতিয়ে নিতেই প্রতারণার আশ্রয় নিয়ে স্ত্রী সেজে অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে এক নারীর বিরুদ্ধে। ডেমরা কোনাপাড়া মেডিহোপ হাসপাতাল গলির পিছনে ইসলাম রোডের বাসিন্দা ঐ নারীর নাম সালমা বেগম।

এই বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে বেড়িয়ে আসে গুরুত্বপূর্ণ তথ্য।প্রবাসী মৃত নুর হোসেনের সাথে পরিচয় হওয়ার আগে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তির সাথে বিয়ে হয় সালমা বেগমের।ওমান প্রবাসী এক মৃত ব্যক্তির নাম নুর হোসেন। তার গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার হোগলহরী গ্রামে।গত ১০ আগষ্ট ২০১৯ সালে ওমানে তিনি মৃত্যুবরণ করেন। সেই সময়ে সালমা বেগম নামে ঐ নারীও ওমানে চাকরি করতেন। তিনি নুর হোসেনকে চিনতেন।চেনা জানার সুযোগে নূর হোসেনের স্ত্রী সেজে তার যাবতীয় পাওনা টাকা, ক্ষতিপূরণের টাকা নিজে হস্তগত করতে কূটকৌশলের আশ্রয় নেয়। শুধু তাই নয় নুর হোসেনের আত্মীয় স্বজনের সরলতার সুযোগে দুইটি ভূয়া কাবিন নামা তৈরি করে নিজে স্ত্রী সেজে প্রবাসী কল্যাণ ফান্ডের ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ করার মিশন নিয়ে মাঠে নামেন। প্রাথমিক ভাবে তিনি সফলও হন। নুর হোসেনের লাশ দাফন করার সময় প্রবাসী কল্যাণ ফান্ডের দেয়া ৩০ হাজার টাকা আত্মসাৎ করে সালমা বেগম।ভূয়া কাগজপত্র সৃজন করে প্রবাসে মৃত ব্যক্তির স্ত্রী পরিচয়ে প্রবাসী ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে জমা দিয়ে সমস্ত ক্ষতিপূরণ বাবদ দেয়া অর্থ আত্মসাতের চেষ্টাও করেন। স্ত্রী সেজে ক্ষতিপূরণের টাকা নিজের একাউন্টে আনতে দুইটি মিথ্যা বিয়ের কাবিন নামা তৈরি করে। একটিতে বিয়ের সাল ২০০৭ অন্যটিতে বিয়ের সময় দেখানো হয়েছে ২০১৮ সাল। আবার বিয়ের কাবিন নামায় যে কাজী স্বাক্ষর করেছেন সেই তারিখের আগেই তার মৃত্যু হয়েছে বলে ও জানাগেছে।

শুধু তাই নয় প্রবাসীর স্ত্রী সেজে দুই সন্তানকে একই তারিখে জন্ম নিবন্ধন করে মৃত নুর হোসেনের ঔরষজাত দাবি করে সম্পত্তি দখল করতে পায়তারা করছে সালমা বেগম।সালমার পিতার নাম হামজের আলী খান অথচ পাসপোর্টে পিতার নাম মোঃ সোবহান। পাসপোর্টৈ স্বামীর নাম উল্লেখ করা হয়েছে নুর হোসেন অথচ প্রকৃতপক্ষে তার স্বামীর নাম মোশাররফ হোসেন।তার পু্র্বের স্বামীর নাম মোশাররফ হোসেন।সে বরিশাল উজিরপুর এলাকার বাসিন্দা। মোশাররফ হোসেন দৈনিক সকালের সময় কে বলেন, সালমা বেগমের গর্ভে আমার ঔরষজাত ৪ টি সন্তান জন্ম হয়েছে, বড় সন্তানের নাম মিম, তার পরেরটির নাম লিটন এর পরেরটি লিমা এবং সবার ছোট আবু বক্কর সিদ্দিক,আমার সাথে গত ১৪ বছর আগে তার ডিভোর্স হয়।

সালমা বেগমের মোট সন্তান ৪ জন ,তাদের সকলের পিতা মোশাররফ হোসেন।তবে দীর্ঘ দিন অনুসন্ধান করে বিভিন্ন জনের সাথে কথা বলে জানা গেছে সালমা বেগম আসলে উজিরপুর উপজেলার বাসিন্দা মোশাররফ হোসেনের সাবেক স্ত্রী, তার একাধিক বিয়ে হয়েছে।নানা সময়ে বিভিন্ন লোকের সাথে বিয়ের নামে প্রতারণা করে আসছে এই সালমা বেগম। মৃত নুর হোসেনের সাথে সালমা বেগমের চেনা জানা পরিচয় থাকলেও তার ঔরষজাত কোন সন্তান নেই।

সালমা বেগম এর সাথে কথা বললে তিনি জানান,এ বিষয়ে আমি মোবাইলে নয় আপনার সামনে এসে কথা বলব, তিনি প্রতিবেদক কে ম্যানেজ করার চেষ্টা করেন।

এমএসএম / এমএসএম

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময়

বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ও চাষী মজদুর সংগ্রাম পরিষদের পাঁচ দফা দাবি

এসএমই ও এসএমএস খাত উন্নয়নে তরুণ উদ্যোক্তা তৈরিতে জোর দেবে সরকার

গুলিস্তান-বঙ্গবাজারে মোজাম্মেল হক মজুর সাড়ে তিন দশকের ‘একচ্ছত্র সাম্রাজ্য’, অতিষ্ঠ ব্যবসায়ীরা

ডেমরায় ভবন নির্মাণ কাজে বাধা ও প্রাণনাশের হুমকি

চকরিয়া প্রেস ক্লাবের সদস্য ও প্রবীণ সাংবাদিক এস এম হান্নান শাহর ইন্তেকালে বিএমবিএস চেয়ারম্যানের শোক

উত্তরায় বিসিক পৌষমেলার উদ্বোধন, ‎হস্ত ও কারুপণ্যসহ দেশীয় পণ্যে সমৃদ্ধ

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানকে পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি

শীতার্ত ও অসহায় ৩০০ জনকে শীতবস্ত্র দিলো বিজিবি

রাজধানীতে মদের কারখানা ও আধুনিক ‘কুশ’ ল্যাব উদ্ঘাটন

রোমাঞ্চকর ফাইনালে বাংলাদেশ ফাইন্যান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন সিটি ব্যাংক

সেনাপ্রধান আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণ

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ড্যাব শিশু হাসপাতাল শাখার দোয়া-মাহফিল অনুষ্ঠিত