মৃত প্রবাসীর অর্থ-সম্পত্তি হাতিয়ে নিতে স্ত্রী সেজে প্রতারনা

মৃত প্রবাসীর অর্থ সম্পত্তি হাতিয়ে নিতেই প্রতারণার আশ্রয় নিয়ে স্ত্রী সেজে অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে এক নারীর বিরুদ্ধে। ডেমরা কোনাপাড়া মেডিহোপ হাসপাতাল গলির পিছনে ইসলাম রোডের বাসিন্দা ঐ নারীর নাম সালমা বেগম।
এই বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে বেড়িয়ে আসে গুরুত্বপূর্ণ তথ্য।প্রবাসী মৃত নুর হোসেনের সাথে পরিচয় হওয়ার আগে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তির সাথে বিয়ে হয় সালমা বেগমের।ওমান প্রবাসী এক মৃত ব্যক্তির নাম নুর হোসেন। তার গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার হোগলহরী গ্রামে।গত ১০ আগষ্ট ২০১৯ সালে ওমানে তিনি মৃত্যুবরণ করেন। সেই সময়ে সালমা বেগম নামে ঐ নারীও ওমানে চাকরি করতেন। তিনি নুর হোসেনকে চিনতেন।চেনা জানার সুযোগে নূর হোসেনের স্ত্রী সেজে তার যাবতীয় পাওনা টাকা, ক্ষতিপূরণের টাকা নিজে হস্তগত করতে কূটকৌশলের আশ্রয় নেয়। শুধু তাই নয় নুর হোসেনের আত্মীয় স্বজনের সরলতার সুযোগে দুইটি ভূয়া কাবিন নামা তৈরি করে নিজে স্ত্রী সেজে প্রবাসী কল্যাণ ফান্ডের ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ করার মিশন নিয়ে মাঠে নামেন। প্রাথমিক ভাবে তিনি সফলও হন। নুর হোসেনের লাশ দাফন করার সময় প্রবাসী কল্যাণ ফান্ডের দেয়া ৩০ হাজার টাকা আত্মসাৎ করে সালমা বেগম।ভূয়া কাগজপত্র সৃজন করে প্রবাসে মৃত ব্যক্তির স্ত্রী পরিচয়ে প্রবাসী ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে জমা দিয়ে সমস্ত ক্ষতিপূরণ বাবদ দেয়া অর্থ আত্মসাতের চেষ্টাও করেন। স্ত্রী সেজে ক্ষতিপূরণের টাকা নিজের একাউন্টে আনতে দুইটি মিথ্যা বিয়ের কাবিন নামা তৈরি করে। একটিতে বিয়ের সাল ২০০৭ অন্যটিতে বিয়ের সময় দেখানো হয়েছে ২০১৮ সাল। আবার বিয়ের কাবিন নামায় যে কাজী স্বাক্ষর করেছেন সেই তারিখের আগেই তার মৃত্যু হয়েছে বলে ও জানাগেছে।
শুধু তাই নয় প্রবাসীর স্ত্রী সেজে দুই সন্তানকে একই তারিখে জন্ম নিবন্ধন করে মৃত নুর হোসেনের ঔরষজাত দাবি করে সম্পত্তি দখল করতে পায়তারা করছে সালমা বেগম।সালমার পিতার নাম হামজের আলী খান অথচ পাসপোর্টে পিতার নাম মোঃ সোবহান। পাসপোর্টৈ স্বামীর নাম উল্লেখ করা হয়েছে নুর হোসেন অথচ প্রকৃতপক্ষে তার স্বামীর নাম মোশাররফ হোসেন।তার পু্র্বের স্বামীর নাম মোশাররফ হোসেন।সে বরিশাল উজিরপুর এলাকার বাসিন্দা। মোশাররফ হোসেন দৈনিক সকালের সময় কে বলেন, সালমা বেগমের গর্ভে আমার ঔরষজাত ৪ টি সন্তান জন্ম হয়েছে, বড় সন্তানের নাম মিম, তার পরেরটির নাম লিটন এর পরেরটি লিমা এবং সবার ছোট আবু বক্কর সিদ্দিক,আমার সাথে গত ১৪ বছর আগে তার ডিভোর্স হয়।
সালমা বেগমের মোট সন্তান ৪ জন ,তাদের সকলের পিতা মোশাররফ হোসেন।তবে দীর্ঘ দিন অনুসন্ধান করে বিভিন্ন জনের সাথে কথা বলে জানা গেছে সালমা বেগম আসলে উজিরপুর উপজেলার বাসিন্দা মোশাররফ হোসেনের সাবেক স্ত্রী, তার একাধিক বিয়ে হয়েছে।নানা সময়ে বিভিন্ন লোকের সাথে বিয়ের নামে প্রতারণা করে আসছে এই সালমা বেগম। মৃত নুর হোসেনের সাথে সালমা বেগমের চেনা জানা পরিচয় থাকলেও তার ঔরষজাত কোন সন্তান নেই।
সালমা বেগম এর সাথে কথা বললে তিনি জানান,এ বিষয়ে আমি মোবাইলে নয় আপনার সামনে এসে কথা বলব, তিনি প্রতিবেদক কে ম্যানেজ করার চেষ্টা করেন।
এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

বিমানবন্দরে অগ্নিকাণ্ড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে

সুশাসন প্রতিষ্ঠা না হলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে: জাতীয় সংলাপে আল্লামা এম এ মতিন

উত্তরার মালেকাবানু বিদ্যালয়ের শিক্ষার্থীদের এস এম জাহাঙ্গীরের ছাতা উপহার

আফাজ উদ্দিনের তত্ত্বাবধানে উত্তরায় তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনীতে জনতার ঢল

কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের সাঁড়াশি অভিযান

আইসিআরসি-সিআরপি যৌথ সংবাদ সম্মেলন

রুয়াপ নির্বাচনে ড. মো: আবু বকর ও রাসেল পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত

মাইলস্টোন বিমান দুর্ঘটনায় হতাহত পরিবারবর্গ তারেক রহমানের কাছে স্মারকলিপি প্রদান

ঝিলমিলে নির্মাণাধীন স্কুল-কলেজ, মসজিদ এবং কবরস্থানের কাজের অগ্রগতি দেখলেন রাজউক চেয়ারম্যান

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ঢাকা স্পেশালাইজড হসপিটালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ভবন-২ এর শুভ উদ্বোধন
