ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

ন্যায্য মজুরির দাবীতে নারী সমাজের অবস্থান কর্মসূচি পালিত


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৮-৯-২০২৩ দুপুর ১:৩২

সাভার প্রেসক্লাবের সামনে ন্যায্য মজুরির লড়াইয়ে নারী সমাজের এক অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করা হয়েছে।

রবিবার ১৭ ই সেপ্টেম্বর ২০২৩ সকাল ১১ টায় নারী পক্ষের আয়োজনে ন্যায্য মজুরির লড়াইয়ে নারী সমাজ বিষয়ক অবস্থান কর্মসূচিতে নারী সমাজের অর্থনৈতিক বিষয়ক নারী সদস্য  রওশন আরা স্বাগত বক্তত্বে বলেন, নারী শ্রমিকরা দেশের বিভিন্ন উন্নয়নের ক্ষেত্র অবদান রাখলেও এখনও পর্যন্ত ন্যায্য প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্যের স্বীকার হয়। নারীরা উৎপাদনমূলক ও উপার্জনমূলক কর্মকান্ডের সাথে যুক্ত থাকলেও সুযোগ সুবিধা পুরুষের তুলনায় কম পায় বলে মন্তব্য করেন। তিনি বলেন নারীদের অর্থনৈতিক অবদানের স্বীকৃতি ছাড়া পূর্ণ মর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।
অনুষ্ঠানে নারী শ্রমিকের পক্ষে বক্তারা আরো বলেন, বর্তমান যুগে মানাধিকার, আন্তর্জাতিক মানদন্ড এবং বিশ্ব অর্থনীতির সাথে তাল মিলিয়ে চলার জন্য এর অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি।
লিফলেট পাঠ করেন অরিত্রি বিনতে আতিকা কোষাধ্যক্ষ পল্লী ও পরিবেশ উন্নয়ন সংস্হা, তিনি বলেন,পোশাক রপ্তানি ক্ষেত্রে বাংলাদেশের অবদান তুলে ধরে বলেন, পোশাক শিল্প খাতে প্রায় ৪০ লক্ষ শ্রমিক কাজ করেন যার ৬০ শতাংশই নারী এবং দেশের জিডিপিতে পোশাকশিল্পের অবদান ১১ ভাগ। ২০১৮ সালে মজুরি ঘোষনার পরবর্তী পাঁচ বছরে করোনা কাল, রাশিয়া ইউক্রেন যুদ্ধাত্তর অর্থনৈতিক ধাক্কা, মুদ্রাস্ফীতি, ও মূল্যস্ফীতির সংকটে অন্যান্য খাতের পতন হলেও তার বিকাশ অব্যাহত রেখেছিল।
   রওশন আরো বলেন, নারী বিষয়ক কর্মসূচির আলোচনা কালে মজুরি বোর্ড গঠনকালে নারী শ্রমিককে মজুরি বোর্ডে অন্তর্ভুক্ত না করার বিষয়ে অভিযোগ করে  বলেন, নারী শ্রমিকরা ন্যায্য অধিকারে বৈষম্যের স্বীকার হয়। গত বছরের সিপিডির এক গবেষনার ৪ সদস্যের মাসিক খরচ হয় একুশ হাজার (২১,০০০) টাকা। এছাড়া ২০২৩ সালের ৯ এপ্রিল মজুরি বোর্ড গঠন হলেও আলোচনার বিষয়টি অপ্রকাশিত। পারুল ইসলাম, সভাপতি,বংশাল মহিলা সমিতি তিনি বলেন, বর্তমান শ্রমিকরা অনেকে মানবেতর জীবনযাপন করছে। কামরুন নাহার খান, সভানেত্রী, পল্লী ও সমবায় উন্নয়ন সংস্হা বলেন নিত্যপন্যের মুল্য বৃদ্ধি হওয়ায়, বর্তমান আমরা মধ্যম আয়ের দেশে বাস করেও শ্রমিকদের নিত্যদিনের ব্যয়, ছেলেমেয়েদের লেখা পড়ার খরচ, স্বস্হ্য ও পরিবহন ব্যয় বহন করার ক্ষেত্রে অপ্রতুল।
ইয়াসমিন জাহান সভানেত্রী, নবীন মহিলা কল্যান সমিতি, তিনি বলেন নুন্যতম মজুরিতে ব্যয় সংকুলান না হওয়ায় পুষ্টিকর খাবারের অভাবে পরিবারের সদস্যরা অপুষ্টিতে ভোগে এবং ছেলেমেয়ের লেখা পড়ার ব্যয়ভার বহন সহ অন্যান্য খরচ বহন করার জন্য শ্রমিকদের নূন্যতম মাসিক মজুরি পঁচিশ হাজার( ২৫,০০০) টাকা নির্ধারন করা ৬৫% বেসিক এবং সকল গ্রেডে মজুরি বৃদ্ধির বিষয়ে দাবি জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নেতৃবৃন্দুসহ স্হানীয় মহিলা সদস্যরা উপস্হিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

‎কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান