ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

পর্ব ১

নামিদামি ব্রান্ডের আড়ালে সরকারি প্রকল্পগুলোতেও চলছে নকল এয়ারকন্ডিশন (এসি) সংযোজনের কাজ


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ২০-৯-২০২৩ রাত ৯:৪৩
নকল এয়ার কন্ডিশনে বাজার সয়লাব হওয়ায় ভোক্তাদের দুর্ভোগ বেড়েই চলেছে, ঘটছে নানা দুর্ঘটনা রাজধানীর বাইতুল মোকাররম সংলগ্ন মার্কেটের আশেপাশে নকল এয়ারকন্ডিশন (এসি) বাজারজাত করার একটি চক্র সক্রিয় রয়েছে।  সংঘবদ্ধ চক্রটি চায়না থেকে( এলসি) মাধ্যমে আমদানি করা এসব এয়ারকন্ডিশন এর গায়ে নামীদামী ব্রান্ডের স্টিকার লাগিয়ে বাজারজাত করছে।
 
এতে করে প্রতারিত হচ্ছে ক্রেতারা,নানা সময়ে নিম্নমানের ত্রুটিপূর্ণ এসব এসি বিস্ফোরণ হয়ে ঘটছে প্রাণহানি ও হতাহতের ঘটনা। অন্যদিকে মোটা অংকের মুনাফার আশায় চক্রটি এসব এয়ারকন্ডিশন বাজারজাত করছে সারা বাংলাদেশে।রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে চক্রটি।এই চক্রের প্রধান হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকার আবুল হোসেন । বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পাশে নীচতলায় ১২ /ডি এবিএম ইলেকট্রনিক্স শোরুমের আড়ালে চলে এসব চায়না থেকে আমদানি করা সাদা এয়ার কন্ডিশনের গায়ে বিভিন্ন ধরণের নামী দামী ব্র্যান্ডের স্টীকার লাগিয়ে সরবরাহের কাজ। এসব নিম্নমানের এয়ারকন্ডিশন/ এসি সরকারের বিভিন্ন দপ্তরে উচ্চপদস্থ কর্মকর্তাদের ম্যানেজ করে চক্রটি দেশের বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রকল্প গুলোতে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সরবরাহ করছে। সময় সাদা এসি পিকাপে তুলে আলগা স্টিকার নিয়ে ফিটিং এর সময় এগুলো স্পটেই স্থাপন করে দিয়ে আসে চক্রটি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও সরবরাহ করা হয়েছে এসব নকল এসি। এসব নকল এসি যেকোনো সময় বিস্ফোরিত হয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।সারা দেশের ঠিকাদারদের সাথে সখ্যতা গড়ে তুলেছেন আবুল হোসেন। তাদের কাছ থেকে চাহিদা পত্র নিয়ে ব্রান্ডের এসির আড়ালে নকল এসিতে স্টিকার লাগিয়ে সরবরাহ করে দেন কম দামে।
এতেই দ্বিগুণ মুনাফা। আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছেন এই নকল এসি ব্যবসায়ী আবুল হোসেন।
 
জেলা উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতাল থেকে শুরু করে বেসরকারি ক্লিনিক, বহুতলবিশিষ্ট মার্কেট, শপিং মল, স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসা, বিপনি বিতান, জিমনেসিয়াম, গির্জা, প্যাগোডা, বাসা বাড়ি,এমনকি ফাস্ট ফুডের দোকানগুলোতেও এখন হর হামেশাই এসব নকল এয়ার কন্ডিশন লাগানো হচ্ছে।অন্যদিকে বিএনপি নেতা হয়েও আবুল হোসেন বর্তমানেও দেদারসে সরকারী প্রকল্পে এয়ার কন্ডিশন সরবরাহ করছে। আবুল হোসেনের নামে একাধিক নাশকতার মামলা রয়েছে।
 এই বিষয়ে কথা বললে দৈনিক সকালের সময়কে আবুল হোসেন বলেন, আমি একটু অসুস্থ আছি পরে এই বিষয়ে আপনার সাথে কথা বলব।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

বিমানবন্দরে অগ্নিকাণ্ড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে

সুশাসন প্রতিষ্ঠা না হলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে: জাতীয় সংলাপে আল্লামা এম এ মতিন

উত্তরার মালেকাবানু বিদ্যালয়ের শিক্ষার্থীদের এস এম জাহাঙ্গীরের ছাতা উপহার

আফাজ উদ্দিনের তত্ত্বাবধানে উত্তরায় তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনীতে জনতার ঢল

কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের সাঁড়াশি অভিযান

আইসিআরসি-সিআরপি যৌথ সংবাদ সম্মেলন

রুয়াপ নির্বাচনে ড. মো: আবু বকর ও রাসেল পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত

‎মাইলস্টোন বিমান দুর্ঘটনায় হতাহত পরিবারবর্গ তারেক রহমানের কাছে স্মারকলিপি প্রদান

ঝিলমিলে নির্মাণাধীন স্কুল-কলেজ, মসজিদ এবং কবরস্থানের কাজের অগ্রগতি দেখলেন রাজউক চেয়ারম্যান

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ঢাকা স্পেশালাইজড হসপিটালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ভবন-২ এর শুভ উদ্বোধন

মিরপুর-১ পাইকপাড়ায় ১৬ কাঠা সরকারি জমি উদ্ধার: অবৈধ দখলদারদের উচ্ছেদ