ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

পর্ব ১

নামিদামি ব্রান্ডের আড়ালে সরকারি প্রকল্পগুলোতেও চলছে নকল এয়ারকন্ডিশন (এসি) সংযোজনের কাজ


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ২০-৯-২০২৩ রাত ৯:৪৩
নকল এয়ার কন্ডিশনে বাজার সয়লাব হওয়ায় ভোক্তাদের দুর্ভোগ বেড়েই চলেছে, ঘটছে নানা দুর্ঘটনা রাজধানীর বাইতুল মোকাররম সংলগ্ন মার্কেটের আশেপাশে নকল এয়ারকন্ডিশন (এসি) বাজারজাত করার একটি চক্র সক্রিয় রয়েছে।  সংঘবদ্ধ চক্রটি চায়না থেকে( এলসি) মাধ্যমে আমদানি করা এসব এয়ারকন্ডিশন এর গায়ে নামীদামী ব্রান্ডের স্টিকার লাগিয়ে বাজারজাত করছে।
 
এতে করে প্রতারিত হচ্ছে ক্রেতারা,নানা সময়ে নিম্নমানের ত্রুটিপূর্ণ এসব এসি বিস্ফোরণ হয়ে ঘটছে প্রাণহানি ও হতাহতের ঘটনা। অন্যদিকে মোটা অংকের মুনাফার আশায় চক্রটি এসব এয়ারকন্ডিশন বাজারজাত করছে সারা বাংলাদেশে।রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে চক্রটি।এই চক্রের প্রধান হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকার আবুল হোসেন । বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পাশে নীচতলায় ১২ /ডি এবিএম ইলেকট্রনিক্স শোরুমের আড়ালে চলে এসব চায়না থেকে আমদানি করা সাদা এয়ার কন্ডিশনের গায়ে বিভিন্ন ধরণের নামী দামী ব্র্যান্ডের স্টীকার লাগিয়ে সরবরাহের কাজ। এসব নিম্নমানের এয়ারকন্ডিশন/ এসি সরকারের বিভিন্ন দপ্তরে উচ্চপদস্থ কর্মকর্তাদের ম্যানেজ করে চক্রটি দেশের বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রকল্প গুলোতে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সরবরাহ করছে। সময় সাদা এসি পিকাপে তুলে আলগা স্টিকার নিয়ে ফিটিং এর সময় এগুলো স্পটেই স্থাপন করে দিয়ে আসে চক্রটি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও সরবরাহ করা হয়েছে এসব নকল এসি। এসব নকল এসি যেকোনো সময় বিস্ফোরিত হয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।সারা দেশের ঠিকাদারদের সাথে সখ্যতা গড়ে তুলেছেন আবুল হোসেন। তাদের কাছ থেকে চাহিদা পত্র নিয়ে ব্রান্ডের এসির আড়ালে নকল এসিতে স্টিকার লাগিয়ে সরবরাহ করে দেন কম দামে।
এতেই দ্বিগুণ মুনাফা। আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছেন এই নকল এসি ব্যবসায়ী আবুল হোসেন।
 
জেলা উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতাল থেকে শুরু করে বেসরকারি ক্লিনিক, বহুতলবিশিষ্ট মার্কেট, শপিং মল, স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসা, বিপনি বিতান, জিমনেসিয়াম, গির্জা, প্যাগোডা, বাসা বাড়ি,এমনকি ফাস্ট ফুডের দোকানগুলোতেও এখন হর হামেশাই এসব নকল এয়ার কন্ডিশন লাগানো হচ্ছে।অন্যদিকে বিএনপি নেতা হয়েও আবুল হোসেন বর্তমানেও দেদারসে সরকারী প্রকল্পে এয়ার কন্ডিশন সরবরাহ করছে। আবুল হোসেনের নামে একাধিক নাশকতার মামলা রয়েছে।
 এই বিষয়ে কথা বললে দৈনিক সকালের সময়কে আবুল হোসেন বলেন, আমি একটু অসুস্থ আছি পরে এই বিষয়ে আপনার সাথে কথা বলব।

এমএসএম / এমএসএম

আবদুল্লাহপুর-টঙ্গী সড়কে বেইলি ব্রিজ স্থাপন ও দ্রুত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

ওয়ারিতে রাজউকের উচ্ছেদ অভিযান, অবৈধ নির্মাণাধীন ভবনে উচ্ছেদ ও মিটার জব্দ

ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী ঢাকা-১১ আসনে ফজলে বারী মাসউদ ও ঢাকা-১৮ আসনে আনোয়ার হোসেন

জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে “সাংবাদিক সুরক্ষা আইন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মামলায় নাম জড়িয়ে ব‍্যবসায়ী আকবর’কে হয়রানি,প্রশাসনীক চার দপ্তরে লিখিত অভিযোগ

গুলশান-বনানীতে মার্ডারের পরও থেমে নেই স্পা ও বিভিন্ন লাউঞ্জের নামে অবাধ অপরাধচক্র

ব্যবসায়ী রাজু’কে উদ্দ‍্যোশ‍্য প্রণোদিত মামলা, ডিএমপি কমিশনার কার্যালয়ে অভিযোগ

তরুণ সাংবাদিক ইসমাইল হোসেন: সংবাদ পেশা থেকে মানবসেবার অগ্রদূত

জনগণ যেদিকে চায় বিএনপি সেদিকে থাকবে: মোস্তফা জামান

শ্রমিকের অধিকার পূরণ না করে নতুন বাংলাদেশের যাত্রা হবে না-জোনায়েদ সাকি

ডেমরা রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভুমি) জাকির হোসেনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ভুমি মন্ত্রণালয়ে অভিযোগ

শূন্য থেকে শুরু করা শাকিব এখন সফল মার্কেটিং উদ্যোক্তা

ইউনুস সরকারকে উৎখাতে কাফনের কাপড় পরে আন্দোলকারীদের অবৈধ সম্পদের সন্ধানে গোয়েন্দারা