ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

দুমকি স্বাস্থ্য কমপ্লেক্সে স্যালাইন সংকট, ডেঙ্গু রোগীরা চরম বিপাকে


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২২-৯-২০২৩ দুপুর ৪:৩৪

পটুয়াখালীর দুমকী উপজেলার ৩১শয্যা বিশিষ্ট স্বাস্হ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের জন্য ব্যবহৃত নরমাল স্যালাইন (০•৯% সোডিয়াম ক্লোরাইড)
সংকট চরম আকার ধারণ করেছে। দীর্ঘ দিন যাবৎ হাসপাতালে এ স্যালাইন না থাকায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর স্বজনদের বাহিরের ফার্মেসীতে ছুটাছুটি করতে দেখা যায়।

অনেক রোগীর স্বজনদের বরিশাল, পটুয়াখালী ও ঢাকা থেকে নানা বিড়ম্বনার শিকার হয়ে চড়া মূল্যে স্যালাইন সংগ্রহ করতে হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নরমাল স্যালাইনের চাহিদা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এখন পর্যন্ত স্যালাইন সরবরাহের কোন সুনির্দিষ্ট নির্দেশনা পাওয়া যায়নি।

উপজেলার রাজাখালী গ্রামের আ: জলিল শিকদার বলেন, আমার মা সালেহা বেগম ডেঙ্গুতে ও দুই মেয়ে তানজিলা আক্তার (১৮) এবং সানজিদা আক্তার মুন্নী(১২) টাইফয়েডে আক্রান্ত হয়ে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের ৫,৬,৭ নং বেডে ভর্তি আছেন ডাক্তারগন আমার মা ও মেয়েদের জন্য স্যালাইন লাগবে জানালে আমি দুমকীতে বিভিন্ন ফার্মেসীতে ছুটাছুটি করেও না পেয়ে অবশেষে আমার এক বন্ধুর মাধ্যমে ঢাকা থেকে সংগ্রহ করেছি।
পার্শ্ববর্তী উপজেলা পটুয়াখালীর মৌকরন ইউনিয়নের শাহ আলম হাওলাদার জানান, আমার মেয়ে ও ভাতিজি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলে কর্তব্যরত চিকিৎসক (০•৯% সোডিয়াম ক্লোরাইড) নরমাল স্যালাইনের জন্য ব্যাবস্হাপত্র দিলে দুমকীতে বিভিন্ন ফার্মেসীতে না পেয়ে অবশেষে পটুয়াখালী থেকে অনেক  বিড়ম্বনার শিকার হয়ে সংগ্রহ করতে হয়েছে।
স্যালাইন সংকটের ব্যাপারে স্বাস্হ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: জিএম এনামুল হক সংবাদ'কে বলেন, অনেক গরীব অসহায় ও দুস্থ রোগী ডেঙ্গুতে আক্রান্ত  জরুরী ভিত্তিতে এখানে চিকিৎসা সেবা নিতে আসেন। বিশেষ করে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা অনেকাংশে বেড়ে যাওয়ায় নরমাল স্যালাইনের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। আমাদের স্টকে যা ছিল তা অনেক পূর্বেই শেষ হয়ে গেছে।
এব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল হাসান শাহীন বলেন, হাসপাতালে অন্যান্য স্যালাইনের পর্যাপ্ত মজুদ রয়েছে কিন্তু (০•৯%  সোডিয়াম ক্লোরাইড) নরমাল স্যালাইন না থাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।
একমাস পূর্বে  উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর ১হাজার ব্যাগ ডেঙ্গু রোগীদের জন্য ব্যবহৃত নরমাল স্যালাইনের জন্য লিখিত ভাবে চাহিদা পত্র পাঠানো হয়েছে। আশাকরি স্বল্প সময়ে সমাধান হবে। তিনি আরো বলেন, এই ডেঙ্গু মহামারীর সময় যদি সমাজের বিত্তশালীরা সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে দ্রুত এর সমাধান সম্ভব।

এমএসএম / এমএসএম

গাইবান্ধার ফুলছড়িতে প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ

দুমকীতে দুই আওয়ামীলীগ নেতা আটক

চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা

পবিপ্রবির দুই শিক্ষার্থী পুনঃভর্তির আদেশ

দৈনিক সকালে সময় পত্রিকাই সংবাদ প্রকাশের পর পানিবন্দি থেকে মুক্তি পেলেন অর্ধশত পরিবার

জয়পুরহাটে কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্পের বর্ণাঢ্য উদ্বোধন

শেরপুরের শ্রীবরদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

সিংড়া মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বড়লেখায় ৩ দফা দাবিতে সহকারি শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত, ১৫১ প্রাইমারি স্কুলে অচলাবস্থা

কুমিল্লায় ৫ হাজার গাড়ীবহর নিয়ে বিএনপিনেতা গফুর ভূইয়ার প্রচারনা

রাজশাহীতে ‘‘অপারেশনস্ ফার্স্ট লাইট’’ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার: ১৩

বালাগঞ্জে পরিচ্ছন্নতা ও রোগীর স্বাস্থ্য রক্ষায় নতুন উদ্যোগ নিলেন ডা. মামুন

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি