বাড়তি মুল্যে স্যালাইন ও ডেঙ্গু টেষ্টে অতিরিক্ত চার্জের অভিযোগে জরিমানা

ঢাকার জেলার সাভার উপজেলার হেমায়েতপুরে নির্দিষ্ট মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে স্যালাইন বিক্রির পাশাপাশি ডেঙ্গু টেস্টে বাড়তি চার্জ আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করার পাশাপাশি জরিমানা ও একটি হাসপাতালকে ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সাভারের হেমায়েতপুর এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালিয়ে বাড়তি মুল্যে স্যালাইন ও অতিরিক্ত চার্জে ডেঙ্গু টেষ্টে করার অভিযোগ প্রমানিত হওয়ায় এই জরিমানা ও দুটি প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া হয়।স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস, এম রাসেল ইসলাম নূর।প্রতিষ্ঠানগুলো হলো, হেমায়েতপুর স্ট্যান্ডার্ড হাসপাতাল, ফয়সাল ডায়াগনস্টিক সেন্টার ও এস.আর ডায়াগনস্টিক সেন্টার। প্রতিষ্ঠান ৩টির কোনটিরই স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স হালনাগাদ ছিলো না বলে জানা গেছে।
অভিযানে উপস্থিত সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সায়েমুল হুদা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’কে বলেন, স্যালাইনের মূল্য বেশি রাখার পাশাপাশি ডেঙ্গু টেস্টে রোগীদের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে এমন সংবাদের প্রেক্ষিতে প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালানো হয়। এসময় ডেঙ্গু টেস্ট এন.এস ওয়ান পরিক্ষা ও স্যালাইনের মূল্য নির্দিষ্ট মূল্যের চেয়ে অতিরিক্ত আদায় করায় এস. আর ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করার পাশাপাশি নগদ ৩০ হাজার টাকা জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যাওয়ায় ফয়সাল ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নির্দেশনা এবং ডেঙ্গু রোগের এন.এস ওয়ান টেস্ট ও স্যালাইনের মূল্য অতিরিক্ত রাখার পাশাপাশি হাসপাতালের লাইসেন্স হালনাগাদ না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে হেমায়েতপুর স্ট্যান্ডার্ড হাসপাতালকে ১.৬ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সাইদুল ইসলামসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পাপ্পীর কানাডা ও আমেরিকার ভিসা বাতিলের আবেদন

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত
