তানোরে চালককে মারপিট করে অটোভ্যান ছিনতাই, গ্রেফতার-৩
রাজশাহীর তানোরে রবিউল ইসলাম (৫০) নামে এক চালকের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে লোহার রড় ও হাতুড়ি দ্বারা আঘাত করে অটোভ্যান ছিনতাই করা হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার সরনজাই ইউপির মানিককন্যা গ্রামের শালবান্দা নামক স্থানে এ ঘটনা ঘটে। এনিয়ে আজ গ্রেফতারকৃতদের পুলিশ স্কটের মাধ্যমে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হয়। আহত ভ্যানচালকের বাড়ি জামিন সিধাইড় গ্রামে। তিনি ওই গ্রামের মৃত সফর আলীর পুত্র।
এরআগে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহত ওই ভ্যানচালককে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে অবস্থা ভয়াবহ লক্ষ্য করে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এঘটনায় ছেলে মো. গোলাম নবী (২৭) বাদী হয়ে ওইদিন রাতে তানোর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার সূত্রধরে তানোর পৌর এলাকার ভদ্রখন্ড মহল্লার বাসিন্দা নাজির হোসেন বাদশার পুত্র সুজন উদ্দিন (২৩), মুনসুর রহমানের পুত্র ফিরোজ ইসলাম (২০) ও নুর মোহাম্মদের পুত্র মাফিকুল ইসলামকে (৩৬) গ্রেফতার করে থানা পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে জেলার পবা উপজেলার বায়া বাজার মোড় পুলিশ ফাঁড়ি সংলগ্ন এক গ্যারেজ থেকে ছিনতাইকৃত অটোভ্যান উদ্ধার করে পবা ও তানোর থানা পুলিশ।
মামলার এহাজার ও পুলিশ সূত্রে জানা গেছে, রায়তান আকচা মসজিদ মোড় হতে নবনবী গ্রামে যাওয়ার কথা বলে যাত্রীবেশে তিনজন ছিনতাইকারী রবিউল ইসলামের অটোভ্যানে উঠে। পথে মানিককন্যা গ্রামের শালবান্দা নামক নির্জন স্থানে ছিনতাইকারী দুর্বৃত্তরা লোহার রড় ও হাতুড়ি দ্বারা এলোপাথারী ভাবে আঘাত করে ধানক্ষেতে ফেলে অটোভ্যানটি নিয়ে চলে যায়। পরে রবিউলের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এব্যাপারে তানোর অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, ভিকটিক ভ্যানচালক রবিউল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। পরে ছেলের অভিযোগের প্রেক্ষিতে অটোভ্যান উদ্ধার করে জড়িতদের গ্রেফতার পূর্বক সোমবার পুলিশ স্কটের মাধ্যমে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল
লালমনিরহাটে বাস–অটো সংঘর্ষে নিহত ১, আহত ৩
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে খতমে কোরআন ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত
বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ব্যবসায়ীর মৃত্যু
নড়াগাতীতে ধর্ষনের শিকার গৃহবধূ, ধর্ষক আটক, থানায় মামলা দায়ের
বারহাট্টায় প্রাথমিক বিদ্যালয়ের কমপ্লিট শাটডাউন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে কর্মস্থলে দুর্ঘটনা: নিহত এক নারী শ্রমিক
রাণীশংকৈলে সার বিতরণে বিশৃঙ্খলা: কৃষি কর্মকর্তার দাঁত ভেঙে দিলেন বিক্ষুব্ধ কৃষকরা
সীমাহীন দুর্নীতি-অনিয়মের দায়ে পাবনার একদন্ত ইউপি চেয়ারম্যান আলাল সরদার বরখাস্ত
শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে শিক্ষকদের কর্মবিরতি ,অভিভাকগণ দিশেহারা
বিজয় দিবস উদযাপনে কোটালীপাড়ায় প্রশাসনের প্রস্তুতি সভা
বাঘায় তারুণ্যের সমাবেশ ও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত
ভূঞাপুরে দ্বিতীয় দফায় টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের কর্মবিরতি, চরম ভোগান্তিতে রোগীরা
Link Copied