মহাদেবপুরে আত্রাই নদের বেড়িবাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদের বেড়িবাঁধ ভেঙে হু হু করে প্রবেশ করেছে পানি। প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার সদর ইউনিয়নের রঞ্জনীতলা এলাকায় বাধঁ ভেঙে যায়। তলিয়ে যায় প্রায় ১০০ একর জমির ফসল আর ভেসে গেছে কয়েকটি পুকুরের মাছ।
সদর উপজেলা কমপ্লেক্সের পেছনে রেইনট্রিতলা থেকে দোহালী পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ আত্রাই নদের পূর্ব পাড়ের বেড়িবাঁধটি কয়েকটি অংশে ক্ষতিগ্রস্ত হয়েছিল। উজান থেকে নেমে আসা ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধের ক্ষতিগ্রস্ত একটি অংশ দিয়ে পানি ঢুকতে থাকে। এক পর্যায়ে মঙ্গলবার বাঁধ ভেঙে যায়। সরেজমিনে দেখা যায় পানির তোড়ে প্রায় ২০-২৫ ফুট বাঁধ ভেঙে গেছে। এই ভাঙনের ফলে নদীর প্রধান বাঁধ হুমকির মুখে পড়েছে।
সদর উপজেলার শিবগঞ্জ মোড়ের ইটভাটা মালিক হুমায়ুন কবির জানান, বাঁধ ভেঙে নদীর পানি দ্রুত এলাকায় ঢুকলে তাঁর তিনটি পুকুর উপচে যায়। এতে তাঁর চাষ করা কয়েক লাখ টাকার মাছ ভেসে গেছে। এ ছাড়া বিশাল এলাকা জুড়ে কয়েকটি কলার বাগান ও ফসলি জমি পানিতে ডুবে গেছে। রঞ্জনীতলার রণজয় মাতার মন্দিরের পুরোহিত সঞ্জিত কুমার জানান, বাঁধভাঙা পানিতে তাদের মন্দিরটি তলিয়ে গেছে।
নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান জানান, মহাদেবপুর পয়েন্টে আত্রাই নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই করছে। তবে তারা শুধু নদীর প্রধান বাঁধের রক্ষণাবেক্ষন করেন। বেড়িবাঁধগুলো দেখার দায়িত্ব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের।
সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল বাঁধ ভাঙার খবর পেয়ে সঙ্গে সঙ্গে তিনি ওই এলাকা পরিদর্শন করেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহাগ ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, বাঁধের ভেঙে যাওয়া অংশ মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মহাদেবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন জানান, বাঁধটি অনেক বড় আকারে ভেঙেছে। তাই এই মুহূর্তে তাঁর কিছু করার নেই।
এমএসএম / এমএসএম

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র্যাবের অভিযানে গ্রেফতার ২

হাটহাজারীতে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা অভিযোগ ; আটক ২
