মহাদেবপুরে আত্রাই নদের বেড়িবাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা
নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদের বেড়িবাঁধ ভেঙে হু হু করে প্রবেশ করেছে পানি। প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার সদর ইউনিয়নের রঞ্জনীতলা এলাকায় বাধঁ ভেঙে যায়। তলিয়ে যায় প্রায় ১০০ একর জমির ফসল আর ভেসে গেছে কয়েকটি পুকুরের মাছ।
সদর উপজেলা কমপ্লেক্সের পেছনে রেইনট্রিতলা থেকে দোহালী পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ আত্রাই নদের পূর্ব পাড়ের বেড়িবাঁধটি কয়েকটি অংশে ক্ষতিগ্রস্ত হয়েছিল। উজান থেকে নেমে আসা ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধের ক্ষতিগ্রস্ত একটি অংশ দিয়ে পানি ঢুকতে থাকে। এক পর্যায়ে মঙ্গলবার বাঁধ ভেঙে যায়। সরেজমিনে দেখা যায় পানির তোড়ে প্রায় ২০-২৫ ফুট বাঁধ ভেঙে গেছে। এই ভাঙনের ফলে নদীর প্রধান বাঁধ হুমকির মুখে পড়েছে।
সদর উপজেলার শিবগঞ্জ মোড়ের ইটভাটা মালিক হুমায়ুন কবির জানান, বাঁধ ভেঙে নদীর পানি দ্রুত এলাকায় ঢুকলে তাঁর তিনটি পুকুর উপচে যায়। এতে তাঁর চাষ করা কয়েক লাখ টাকার মাছ ভেসে গেছে। এ ছাড়া বিশাল এলাকা জুড়ে কয়েকটি কলার বাগান ও ফসলি জমি পানিতে ডুবে গেছে। রঞ্জনীতলার রণজয় মাতার মন্দিরের পুরোহিত সঞ্জিত কুমার জানান, বাঁধভাঙা পানিতে তাদের মন্দিরটি তলিয়ে গেছে।
নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান জানান, মহাদেবপুর পয়েন্টে আত্রাই নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই করছে। তবে তারা শুধু নদীর প্রধান বাঁধের রক্ষণাবেক্ষন করেন। বেড়িবাঁধগুলো দেখার দায়িত্ব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের।
সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল বাঁধ ভাঙার খবর পেয়ে সঙ্গে সঙ্গে তিনি ওই এলাকা পরিদর্শন করেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহাগ ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, বাঁধের ভেঙে যাওয়া অংশ মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মহাদেবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন জানান, বাঁধটি অনেক বড় আকারে ভেঙেছে। তাই এই মুহূর্তে তাঁর কিছু করার নেই।
এমএসএম / এমএসএম
গাজীপুরে সিদ্দিকুর হত্যা: র্যাব-১ এর প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
বেগম খালেদা জিয়া সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের প্রতীক — আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া
জনপ্রিয়তায় ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ
রায়গঞ্জে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
তানোরে গভীর রাতে খামার থেকে ছয় গরু চুরি
আত্রাইয়ে নবাগত ওসি হিসেবে মো. আব্দুল করিমের যোগদান
বড়াইগ্রামে ওয়ারিশ বঞ্চিত করে প্রতিবন্ধী ভাইসহ বোনদের জমি দখলের অভিযোগ
লাকসামে আল-বুখারী মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল
শেরপুরের শ্রীবরদীতে বিজিবির অভিযান: খড়ের গাদায় মিললো সাড়ে ৬ হাজার পিস ভারতীয় সাবান
শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৮টি বসতঘর
তানোরের মুন্ডুমালা পশুহাটে ময়লার ভাগাড়ের কারনে মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্রেতা বিক্রেতারা
মধুখালী ডায়াবেটিক সমিতি'র উদ্যোগেনচিকিৎসা সেবা প্রদানের দশক পূর্তি উৎসব অনুষ্ঠিত