ঢাকা রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

পীরগঞ্জে বহিরাগত ২ মহিলা গ্রেফতার


 পীরগঞ্জ প্রতিনিধি photo পীরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৯-২০২৩ দুপুর ৪:৩৬

পীরগঞ্জ পৌর এলাকার রঘুনাথপুর মুন্সিপাড়া মহল্লায় সাহারুল ইসলামের বাড়ি থেকে ২ বহিরাগত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১ টায় ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক কে মৌখিক অভিযোগ করা হলে তিনি দ্রুত পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ সেখ কে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপরিচিত ২ মহিলাকে ওই বাড়ি থেকে আটক করেন। জানা গেছে, ওই  মহল্লার ইয়াসিন আলীর পুত্র সাহারুল ইসলাম ও তার বাড়ির ভাড়াটিয়া দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বহিরাগত বিভিন্ন মহিলাদের এনে দেহ ব্যবসা, মাদক সেবন করা সহ নানা রকম অপরাধ করছিল। গভীর রাত পর্যন্ত ওই বাড়িতে বহিরাগত লোকজন অসৎ উদ্দেশ্যে আসা যাওয়া করতো বলে এলাকাবাসী জানান। বৃহস্পতিবার মাদারিপুর জেলার শিবচর উপজেলার নারিকেলবাড়িচর গ্রামের জাহিদের স্ত্রী লিজা আক্তার (২৩) ও ঢাকা জেলার ১০ নং মিরপুর এলাকার রুবি আক্তার (২৬) ওই বাড়িতে দেহ ব্যবসা করা সহ নানা অপরাধ করতে আসেন। ওইদিন রাত ৮ টায় স্থানীয় লোকজন ওই বাড়িতে বহিরাগত মহিলাদের আনাগোনা এবং পুরুষ লোকের উপস্থিতি দেখতে পেয়ে স্থানীয় পৌর কাউন্সিলর ও পীরগঞ্জ থানা পুলিশকে অবগত করেন। ওই সময় বাড়ির মালিক সাহারুল ইসলাম ও বাড়ির ভাড়াটিয়াদের সহযোগিতায় ৩ জন বহিরাগত পুরুষ লোক ওই বাড়ির উত্তর পাশে কাঠের মই দিয়ে প্রাচীর টপকে দৌড়ে পালিয়ে যান। সঠিক সময়ে পুলিশ ঘটনাস্থলে না আসায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করে। ওই সময় বাড়ির মালিক ও ভাড়াটিয়া ২ মহিলাকে বাড়িতে রেখে গা ঢাকা দেয়। উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাজী আজিজুল হক বিষয়টি ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠককে মুঠোফোনে অভিযোগ করেন। পুলিশ সুপারের নির্দেশে পীরগঞ্জ থানা পুলিশ তড়িঘড়ি করে ঘটনাস্থলে যায় এবং ওই ২ মহিলাকে গ্রেফতার করেন। শুক্রবার পীরগঞ্জ থানা এসআই আব্দুল হামিদ খান বাদী হয়ে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মামলা করেন। ১৫১ ধারার আইনি ব্যাখ্যা পুলিশের নিবারন মূলক ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে। এছাড়া ওই আইনের ব্যাখ্যায় ছত্রভঙ্গ হওয়ার আদেশ জ্ঞাতসারে ৫ বা ততোধিক ব্যক্তির সমাবেশে যোগদান করা বা থাকিয়া যাওয়া বুঝানো হয়েছে। অপরাধটি জামিনযোগ্য এবং যেকোন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৬ মাসের কারাদন্ড, অর্থ দন্ড বা উভয় দন্ড দিতে পারেন। বাস্তব ঘটনার সাথে পুলিশের মামলার ধারার সামঞ্জস্য না থাকায় সুশীল সমাজ হতাশ হয়েছে। এ ঘটনার সাথে বাড়ির মালিক ও ভাড়াটিয়ার সংশ্লিষ্টতা থাকলেও অজ্ঞাত কারণে তাদেরকে মামলায় আসামী করা হয়নি। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ সেখ জানান, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মামলা হয়েছে। আরো কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে আদালতের আদেশ অমান্য করে লাল পতাকা অপসারণ ও জোরপূর্বক জমি দখল

রায়গঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিকে মারধরের অভিযোগ

ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ

পঞ্চগড়ে শিক্ষার্থীদের নিয়ে শিশুস্বর্গের শীত আনন্দ উৎসব

হাদিকে প্রকাশ্য গুলি করার রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ

ওসমান হাদির উপর গুলি চালানোর প্রতিবাদে বরগুনায় বিএনপির বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের আহ্বায়কের ওপর গুলি: সীমান্তে টহল ও চেকপোস্ট জোরদার

সিলেট ডিসি অফিসের কোটিপতি পিয়ন সোহেল

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই : জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান

কোম্পানীগঞ্জে উদয় এইড ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ৪৫০ শিক্ষার্থীর হাতে বৃত্তি ও পুরস্কার

বারহাট্টার প্রকৃতিতে জেঁকে বসছে শীত, জমে উঠেছে শীতবস্ত্রের বেচাকেনা

টপ সয়েল কাটায় রায়পুর প্রশাসনের অভিযানে ছয় মাসের কারাদণ্ড

‎কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ল্যাবে ইভনিং শিফট চালু