সাভারে ফ্ল্যাটের লোভ দেখিয়ে অর্থ আত্মসাৎ
ষাটোর্ধ্ব মদিনা বিবি থাকেন সাভারের ভাড়া বাসায়। মানুষের বাড়ি বাড়ি কাজ করে সংসার চলে তার। তবে একটি প্রতারক চক্রের ফাঁদে পড়ে ফ্ল্যাটের আশায় হারিয়েছেন সর্বস্ব। সর্বশেষ করতে হয়েছে হাজতবাস। প্রতিবেশী তুষার ও তার কথিত আত্মীয় মামুনের ফাঁদে পড়ে এরকম শত শত মদিনা বিবি হয়েছেন নিঃস্ব।
সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে সাভারের ব্যাংক কলোনি এলাকায়। এখানে খোলা হয়েছিল ফ্যামিলি মুদি বাজার নামের একটি প্রতিষ্ঠান। এই ফ্যামিলি মুদি দোকানে প্রতিদিন বাজার বিক্রি হতো কিস্তিতে। শর্ত ছিল প্রতিদিন ন্যূনতম প্রদান করতে হবে ২০ টাকা। পরবর্তীতে ফ্যামিলি বাজারের সদস্যদের ফ্ল্যাট দেয়ার কথা বলে প্রতি মাসে সর্বনিম্ন ৪৭৫ টাকা সঞ্চয় নেয়া হয়। এ খবরে অনেকে লোভে পড়ে ৫ থেকে ১০টি বইয়ের মাধ্যমে ৫ থেকে ৭ হাজার টাকা রাখতেন প্রতি মাসে। তবে প্রতারণা করে সবার টাকা নিয়ে চম্পট দিয়েছেন মামুন।
অনুসন্ধানে জানা যায়, সাভার ব্যাংক কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়া থেকে স্ত্রী মুদি ও টেইলার্সের দেকান ও তুষার বায়িং হাউজে কাজ করতেন। তুষার প্রতিদিন চাকরির কাজে যেতেন নারায়ণগঞ্জ। এখানে মামুনের সাথে পরিচয় হলে তুষার তার স্ত্রীর ভাই পরিচয় দিয়ে তাকে এনে বসান তার স্ত্রীর দোকানে। এখানে খুলে বসেন প্রতারণার ব্যবসা। ফ্ল্যাট দেয়ার কথা বলে দুই শতাধিক নিরীহ মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। আবার টাকা চাইলে কৌশলে ব্যাংকের চেক নিয়ে ভুক্তভোগীর বিরুদ্ধে দিয়েছেন চেক জালিয়াতির মামলা। এ মামলায় হাজতও খেটেছেন মদিনা বিবি।
এ ব্যাপারে মদিনা বিবি দৈনিক সকালের সময়কে বলেন, তুষার আমাদের সাথে মামুনের পরিচয় করে দেয়। সেখানে মুদির মালামাল আমরা কিস্তিতে কিনতে থাকি। পরে ফ্ল্যাটের লোভ দেখিয়ে প্রতি মাসে ৪৭৫ টাকা করে তিনটি বইয়ে রাখি। একদিন মামুন আমাকে নিয়ে ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট করায়। সে শুধু আমার স্বাক্ষর নেয়। আমি কিছুই বুঝি না। পরে ব্যাংক একটি বই দেয়, ভেবেছিলাম মামুনেরই বই। আমার স্বাক্ষর নিয়ে বইয়ের একটি পাতা নিয়ে যায় মামুন। কিন্তু মামুন পালানোর পর পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। পরে ছাড়া পেতে আমার ১৩ হাজার টাকা লেগেছে। এখনো হাজিরা দিতে যেতে হয় আদালতে।
প্রতারক মামুনের বাড়ি বরিশাল জেলায় হলেও তার জাতীয় পরিচয়পত্রের ঠিকানা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার হিরাঝিল এলাকায়। এই ঠিকানা ব্যবহার করে আরো তিনজনের বিরুদ্ধে সিআর মামলা করেন তিনি। তারাও ফ্যামিলি মুদি বাজারের মালিক মামুনের কাছে ফ্ল্যাট কেনার জন্য টাকা জমিয়েছিলেন। ওই টাকা নিয়ে পালিয়ে গিয়ে আবার তাদের বিরুদ্ধেই ঠুকে দিয়েছেন মামলা। এই মামলার আসামিরা হলেন- সবজি বিক্রেতা মিজানুর রহমান, স্যানিটারি মিস্ত্রি মনমিয়াসহ সুমন মিয়া। তবে এ ঘটনায় বাদীপক্ষের সাক্ষী করা হয়েছে নারায়ণগঞ্জের বাসিন্দা মো. হাফিজুর রহমান ও রাজধানীর আদাবর থানার বাসিন্দা মোজাফফর আহমেদকে।
ভুক্তভোগী আসামি তিনজন বলেন, আমাদের দেয়ার কথা ছিল ফ্ল্যাট। তাই তার কাছে কেউ ১০ বই, কেউ ১৩টা, কেউ ৬টা বই করে প্রতি বইয়ে ৪৭৫ থেকে ২ হাজার পর্যন্ত সঞ্চয় রেখেছি। পরে ফ্ল্যাট দেয়ার জন্য কাগজপত্র প্রস্তুত করার কথা বলে টাকা জমার রশিদ, বইসহ সমস্ত কাগজপত্র নিয়ে পালিয়েছে মামুন। পরে আমাদের বিরুদ্ধেই সিআর মামলা করেছে।
একই কায়দায় ফেলা হয় আইসক্রিম বিক্রেতা দুলাল, দুলালের মা হাসনারা বেগমকে। তাদের মামলার ভয় দেখিয়ে বিকাশে টাকা চায় মামুন। বিকাশ নম্বরগুলো হলো ০১৮০৩৬৯৯০৩ ও ০১৭৮৭৩০৭০১৭। অনেকে মদিনা বিবির কথা চিন্তা করে টাকা পাঠান। এছাড়া শাহ আলমের ২ লাখ, মঞ্জুয়ারা বেগমের ২০ হাজার ও জোসনা বেগমের ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। ফ্যামিলি মুদি বাজারের ১০ শতাংশ মুনাফার আশায় জায়গা দিয়েছিল তুষার।
অভিযুক্ত তুষারের স্ত্রী নাসরিন বলেন, আমাদের দোকানে মালামাল তুলে দিতে চেয়েছিল মামুন। আমি তাকে কোনোদিন দেখি নাই। আমার স্বামী নারায়ণগঞ্জে চাকরি করার সুবাদে তার সাথে পরিচয় হয়। পরে তিনি এই এলাকায় আমার ভাই পরিচয় দিয়ে এসেছিলেন। ব্যবসা শুরুর প্রথম দিকে তার স্বামীই সকল সদস্যদের গুছিয়ে দিয়েছেন বলেও স্বীকার করেন তিনি। তিনি বলেন, আমার স্বামী তাকে ভালোর জন্যই এনেছিল। তিনি এমন প্রতারণা করবেন এটা তো আমরা জানতাম না।
এ ব্যাপারে মামুনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে একজন নারী ফোন রিসিভ করেন। প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করেন এটি মামুনের ফোন নম্বর। তিনি এখন ঘুমাচ্ছেন, কথা বলতে হলে পরে ফোন দিতে হবে। পরবর্তীতে একাধিকবার ফোন করা হলেও আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ কাজী মাইনুল ইসলাম বলেন, এ ধরনের কোনো অভিযোগ এখনো আসেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
তৃণমূলের দাবিতে মুখর কুমিল্লা বিএনপি, ইয়াছিনের পক্ষে অবস্থান কর্মসূচি
সিংড়ায় সরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী সংলাপ অনুষ্ঠিত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রহমতপুরে যুবদলের বিক্ষোভ
কুমিল্লা নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে রাজপথে সমমনা ৮দলের অবস্থান
নেত্রকোণার দুর্গাপুরে নাশকতার অভিযোগে আ লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
নরসিংদী জেলা প্রশাসনের অফিস সহায়কসহ ৩৯টি পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ
নওগাঁ জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্টের পর্দা উঠলো
দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্দ্বীপে বিএনপির প্রতিবাদ সভা
শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ ও কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস দিলেন শিল্পপতি আবুল কালাম
ভূরুঙ্গামারীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ক্রীড়া বিষয়ক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত
বালিয়াকান্দিতে মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও সেমিনার অনুষ্ঠিত
দোহাজারী পিডিবির বিতর্কিত আবাসিক প্রকৌশলী মেহেদী হাসানকে বদলি
আদমদীঘিতে রোপা আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা
Link Copied