ঢাকা মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

জামালপুরে মিথ্যা মামলা দিয়ে নিরিহ পরিবার কে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ১-১০-২০২৩ বিকাল ৫:৫৯
জামালপুর পৌর শহরের সরদারপাড়া গ্রামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মোছাঃমাহমুদা বেগম(২৯) নামে এক গৃহবধু। শনিবার রাত ৯ ঘটিকায় শহরের একটি বাসায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সরদারপাড়া গ্রামের মোঃ আনোয়ার রাসেলের স্ত্রী মোছাঃ মাহমুদা বেগম (২৯) বলেন, আমার স্বামীর পৈত্রিক সম্পতিতে আমরা দীর্ঘ বছর যাবত বসবাস করিয়া আসিতেছি এবং অনেক বছর আগে আমাদের ঘর উঠনোর সময় ঘরে চালের পানি পড়ার জন্য ঘরে পশ্চিম পাশ দিয়ে খালি জায়গা রাখা হয়েছিলো। উক্ত জায়গা দিয়ে একই এলাকার আবছার আলীর ছেলে মোঃ মামুন (৪৫) ও তার স্ত্রী রোজিনা বেগম (৩৫), আইনজীবী আব্দুল্লাহ আল মাছুম সুমন এর স্ত্রী মোছাঃ সুমি বেগম (৩৫), মোছাঃ বির্থী বেগমরা আমাদের এই রাস্তা দিয়ে যাতায়াত করিয়া আসিতেছিলো। এখন আমারদের এই পরিত্যক্ত জায়গাটি ঘর তোলার জন্য বন্ধ করে দিতে গেলে প্রতিবেশী মামুন গংরা বাদা প্রদান করে এবং আমাদের পরিবারের নামে আদালতে মিথ্যা মামলা করেন।পরবর্তীতে জামালপুর কোর্টের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দুপক্ষের কাগজপত্র দেখে মূল্যায়ন করে  সঠিক বিচারের মাধ্যমে মামলাটি আমাদের পক্ষে রায় দিয়ে খারিজ করে দেন। কোর্টের রায় নিয়ে আমরা খালি জায়গায় ঘর উঠাতে গেলে মামুন গংরা আদলতের রায় অমান্য করিয়া আমাদেরকে আবার বাধা প্রধান করে এবং আমার পরিবারকে প্রাণনাশের হুমকি প্রদান করেন।সেইসাথে আইনজীবী (সুমন) আমাদের নামে  ১৪৮, ১৪৭, ৩২৩ ও ৫০৬ এতো গুলো ধারার মিথ্যা মামলা দিয়ে আমাদের পরিবারকে হয়রানির স্বীকার করছে এবং কোর্টে জামিনের জন্য গেলে তার ক্ষমতা দিয়ে কোন উকিল আমাদের পক্ষে দাড়াতে দিবেনা বলে হুমকি প্রদান করেন। 
আমরা এর আগে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে থানায় সাধারন জিডি করিয়াছি।
মাহমুদা আরও বলেন আমরা এই মিথ্যা মামলা ও নির্যাতন থেকে মুুক্তি পেতে মাননীয় প্রধানমন্ত্রী কাছে আকুল আবেদন করছি এবং জামালপুর জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ  সকল আইনজী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি।সুমনের মত স্বার্থলোভী আইনজীবীর জন্য মহৎ ও সম্মানের এই আইন পেশার সম্মান ক্ষুণ্য হচ্ছে। 
 
এই বিষয়ে আইনজীবী এ্যাডভোকেট আবদুল্লা আল মাছুম (সুমন) বলেন, তারা আমাদের দীর্ঘদিনের যাতায়াতের রাস্তা টি বন্ধ করে নিতে গিয়েছিল আমরা বাধা দিলে তারা আমাদের উপর আক্রমণ করে এক পর্যায়ে আমার ছোট ভাইয়ের হাত কেটে যায়,পরবর্তী আমরা তাদের নামে মামলা দায়ের করি।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে মাদক কারবারি ইউপি সদস্যের স্ত্রীসহ আটক ২

ঝিনাইদহে মহিলা রোগীর গালে থাপ্পড় মারলেন ডাঃ দেবাশীষ বিশ্বাস; অন্তরালে যা ঘটেছিল

বড়লেখায় দুই সিএনজি-অটোরিক্সা চুর আটক, গণপিটুনিতে নিহত-১

সাতক্ষীরায় কথিত সাংবাদিকের চাঁদাবাজিতে অতিষ্ঠ সকলে

সাভারে ইউএনওর এক বছর পূর্তিতে উন্নয়নের ভূয়সী প্রশংসা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির "ফল-২০২৫" ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নাচোলে রাতের আঁধারে আমের ডাল কর্তন ও চুরি ক্ষতি প্রায় ৮০ হাজার টাকা

রায়গঞ্জে এক অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালো শিক্ষার্থী শেখ রিয়াদ

বাউবিতে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান

নড়াইলে ইব্রাহিম মোল্যাকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার নাটকের অবসান : ভিকটিম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

শালিখায় অবৈধ মৎস্য সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস

পঞ্চগড়ে রুটিতে বিষ মিশিয়ে হত্যার অভিযোগে মামলা, ৮ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

কুমিল্লায় বাসা থেকে কুবি শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ১