ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

চৌদ্দগ্রামে ভারতীয় অর্থায়নে কাশিনগর ডিগ্রি কলেজের নবনির্মিত অনার্স ভবনের উদ্বোধন


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ৩-১০-২০২৩ দুপুর ৩:২৫

কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত সরকারের অর্থায়নে কাশিনগর ডিগ্রি কলেজের নবনির্মিত চারতলা বিশিষ্ট অনার্স ভবনের উদ্বোধন করা হয়েছে।সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাশিনগর ডিগ্রি কলেজ মাঠে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

বাংলাদেশে নিযুক্ত ভরতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের স্বার্থে ভারত অতীতের ন্যায় সবসময় সমর্থন দিয়ে যাবে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যেভাবে সমর্থন দিয়েছিলো, তেমনিভাবে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও সার্বিক সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবে।’

সোমবার সন্ধ্যায় কাশিনগর ডিগ্রি কলেজে ভারতের অর্থায়নে নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রণয় কুমার ভার্মা এসব কথা বলেন।তিনি আরো বলেন, ‘এদেশে ভারতের অর্থায়নে ৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় ইতিমধ্যে ৭৬টি নতুন ভবনের কাজ সমাপ্ত হয়েছে। বাকীকাজগুলোও চলমান রয়েছে। বাংলাদেশ ভারতের শুধু প্রতিবেশি দেশ নয়, ভালো বন্ধু রাষ্ট্রও বটে। সবসময় এ বন্ধুত্ব অটুট থাকবে।’

প্রণয় কুমার ভার্মা আরো বলেন, ‘শিক্ষার প্রসার, আর্থ-সামাজিক উন্নয়ন সহ নানাক্ষেত্রে ভারত সরকার বাংলাদেশের সাথে সবসময় একযোগে কাজ করছে৷ ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি।

এ সময় বক্তব্য রাখেন দৈনিক কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার), জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব কিবরিয়া মজুমদার।এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল।

কাশিনগর ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদ এর সভাপতি মো: সামছুল আলম এর সভাপতিত্বে ও কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আবু তাহের, সাবেক জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলী হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য ও বিশিষ্ট শিল্পপতি কামাল উদ্দীন সিআইপি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম হায়দার, আকতার হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক চেয়ারম্যান আবুল হাশেম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারিক সর্দার, অধ্যাপক মফিজুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ছৈয়দ আহাম্মদ ভূঁইয়া খোকন, গুনবতী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, উজিরপুর ইউপি চেয়ারম্যান নায়িমুর রহমান মজুমদার মাছুম, শুভপুর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান মজুমদার, চিওড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল হাসান মুরাদ, কামরুল আলম মোল্লা, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন সর্দার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আরশ মজুমদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহমুদুর রহমান খোকন, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, একরামুল হক, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল সহ  চৌদ্দগ্রাম উপজেলা ও কাশিনগর ইউনিয়ন আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

উল্লেখ্য, সম্পূর্ণ ভারতীয় অর্থায়নে ১ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে কাশিনগর ডিগ্রি কলেজে চারতলা ভবন নির্মাণ করা হয়। ২০১৮ সালের ২৮ অক্টোবর তৎকালীন ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রিংলা এ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এমএসএম / এমএসএম

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু