আক্কেলপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন
‘বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী’ প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষেযে জয়পুরহাটের আক্কেলপুরে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তা মহীদুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম হাবিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা শেষে ৭ মহিলার হাতে স্বাবলম্বী হতে সেলাই মেশিন ও ৬ মহিলাকে মোট ১২ হাজার টাকা প্রদান করা হয়।
এ সময় পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি মোকছেদ আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমুখ।
এমএসএম / জামান