ইবিতে নবীন বরনে নিষেধাজ্ঞা

ইবিতে নবীন বরন উৎসব পালনে নিষেধাজ্ঞা জারি করেছেন প্রশাসন।বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সেচ্চাসেবী,সাংস্কৃতিক এবং জেলাভিত্তিক ছাত্র কল্যাণ সমিতির একাধিক অভিযোগ পত্র দৈনিক সকালের সময়ে প্রতিনিধির কাছে এসে পৌঁছেছে।অভিযোগ পত্রে জানা যায়,২০২২-২৩ইং সেশনের শিক্ষার্থীদের নবীন বরন উৎসব পালনের জন্য প্রক্টর অফিসে অনুমতি চাওয়া হলে কোনো সংগঠনকে অনুমতি দেওয়া হয়নি। এ নিয়ে সংগঠন গুলোর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।কনজুমার ইয়ুথ বাংলাদেশ ইবি শাখার সভাপতি গোলাম রব্বানী জানান,র্যাগিং প্রতিরোধের নামে নবীন বরনের মতো উৎসবকে নিষেধাজ্ঞা দেওয়া মানে শিক্ষার্থীদের সংস্কৃতি বিমুখ করা।বিশ্ববিদ্যালয় উন্মুক্ত জ্ঞান চর্চা কেন্দ্র হওয়া উচিৎ।পাহাড়ি ছাত্র সংগঠন জুম্ম ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মিলন জ্যেতি চাকমা বলেন,নবীন বরন উৎসবে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হয়।প্রশাসনের এমন সিদ্ধান্ত সাংস্কৃতিক চর্চা ব্যহত করবে।ছাত্র উপদেষ্টা ড.শেলীনা নাসরীন জানান,ক্যাম্পাসের স্বাভাবিক অবস্থা ফিরে আসলে প্রশাসন বিষয়টি পূণরায় ভেবে দেখবেন। সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন এ সিদ্ধান্তে অন্তত ৬০% শিক্ষার্থী র্যাগিং কমে আসবে।প্রক্টর প্রফেঃড.শাহাদাৎ হোসেন আজাদ বলেন,ইসলামী বিশ্ববিদ্যালয় দেশের একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। এখানে শিক্ষার্থী নিপীড়নের শিকার হোক এটা প্রশাসন চায় না।সাম্প্রতিক সময়ে ইবিতে বেশ কয়েকটি শিক্ষার্থী নিপীড়নের ঘটনা ঘটেছে। শিক্ষার্থী নিপীড়নের শিকার হতে পারে এমন কর্মকান্ড মাননীয় হাইকোর্ট এড়িয়ে যেতে বলেছেন। আমরাও চাই সকল শিক্ষার্থী সুরক্ষিত থাকুক। সেজন্যে প্রশাসম থেকে র্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে।তাছাড়া সাংস্কৃতিক কোন অনুষ্ঠানের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।উপাচার্য প্রফেঃড.শেখ আঃসালাম সকালের সময়কে বলেন, র্যাগিং একটি সামাজিক ব্যাধি এটি প্রতিরোধ করতে আমাদেরকে যা করতে হবে আমরা তাই করব।মহামান্য হাইকোর্ট র্যাগিংকে নিষিদ্ধ করেছে।র্যাগিংয়ে দোষীদের আজীবনের জন্যে বহিষ্কার করে ইবি দেশের শিক্ষাঙ্গনে নজির স্থাপন করেছে।কোন শিক্ষার্থীর বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ পাওয়া গেলে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে। কেন্দ্রীয় ভাবে নবীন বরন উৎসব না হওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।শিক্ষার্থীদের অভিযোগ তাদের নিকট থেকে নবীন বরন উৎসব খাতে চাঁদা নিয়েছে ইবি কর্তৃপক্ষ।র্যাগিংয়ের অজুহাতে নবীন বরনের মত উৎসব পালনে নিষেধাজ্ঞা কাম্য নয়।
এমএসএম / এমএসএম

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ
