ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ইবিতে নবীন বরনে নিষেধাজ্ঞা


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ১২-১০-২০২৩ দুপুর ১:৩৯

ইবিতে নবীন বরন উৎসব পালনে নিষেধাজ্ঞা জারি করেছেন প্রশাসন।বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সেচ্চাসেবী,সাংস্কৃতিক এবং জেলাভিত্তিক ছাত্র কল্যাণ সমিতির একাধিক অভিযোগ পত্র দৈনিক সকালের সময়ে প্রতিনিধির কাছে এসে পৌঁছেছে।অভিযোগ পত্রে জানা যায়,২০২২-২৩ইং সেশনের শিক্ষার্থীদের নবীন বরন উৎসব পালনের জন্য প্রক্টর অফিসে অনুমতি চাওয়া হলে কোনো সংগঠনকে অনুমতি দেওয়া হয়নি। এ নিয়ে সংগঠন গুলোর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।কনজুমার ইয়ুথ বাংলাদেশ ইবি শাখার সভাপতি গোলাম রব্বানী জানান,র‍্যাগিং প্রতিরোধের নামে  নবীন বরনের মতো উৎসবকে নিষেধাজ্ঞা দেওয়া মানে শিক্ষার্থীদের সংস্কৃতি বিমুখ করা।বিশ্ববিদ্যালয় উন্মুক্ত জ্ঞান চর্চা কেন্দ্র হওয়া উচিৎ।পাহাড়ি ছাত্র সংগঠন জুম্ম ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মিলন জ্যেতি চাকমা বলেন,নবীন বরন উৎসবে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হয়।প্রশাসনের এমন সিদ্ধান্ত সাংস্কৃতিক চর্চা ব্যহত করবে।ছাত্র উপদেষ্টা ড.শেলীনা নাসরীন জানান,ক্যাম্পাসের স্বাভাবিক অবস্থা ফিরে আসলে প্রশাসন বিষয়টি পূণরায় ভেবে দেখবেন। সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন এ সিদ্ধান্তে অন্তত ৬০% শিক্ষার্থী র‍্যাগিং কমে আসবে।প্রক্টর প্রফেঃড.শাহাদাৎ হোসেন আজাদ বলেন,ইসলামী বিশ্ববিদ্যালয় দেশের একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। এখানে শিক্ষার্থী নিপীড়নের শিকার হোক এটা প্রশাসন চায় না।সাম্প্রতিক সময়ে ইবিতে বেশ কয়েকটি শিক্ষার্থী নিপীড়নের ঘটনা ঘটেছে। শিক্ষার্থী নিপীড়নের শিকার হতে পারে এমন কর্মকান্ড মাননীয় হাইকোর্ট এড়িয়ে যেতে বলেছেন। আমরাও চাই সকল শিক্ষার্থী সুরক্ষিত থাকুক। সেজন্যে প্রশাসম থেকে র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে।তাছাড়া সাংস্কৃতিক কোন অনুষ্ঠানের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।উপাচার্য প্রফেঃড.শেখ আঃসালাম সকালের সময়কে বলেন, র‍্যাগিং একটি সামাজিক ব্যাধি এটি প্রতিরোধ করতে আমাদেরকে যা করতে হবে আমরা তাই করব।মহামান্য হাইকোর্ট র‍্যাগিংকে নিষিদ্ধ করেছে।র‍্যাগিংয়ে দোষীদের আজীবনের জন্যে বহিষ্কার করে ইবি দেশের শিক্ষাঙ্গনে নজির স্থাপন করেছে।কোন শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ পাওয়া গেলে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে। কেন্দ্রীয় ভাবে নবীন বরন উৎসব না হওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।শিক্ষার্থীদের অভিযোগ তাদের নিকট থেকে নবীন বরন উৎসব খাতে চাঁদা নিয়েছে ইবি কর্তৃপক্ষ।র‍্যাগিংয়ের অজুহাতে নবীন বরনের মত উৎসব পালনে নিষেধাজ্ঞা কাম্য নয়।

এমএসএম / এমএসএম

জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন