ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

মহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রঙমিস্ত্রির মৃত্যু


মহাদেবপুর প্রতিনিধি photo মহাদেবপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১০-২০২৩ দুপুর ২:১৩

নওগাঁর মহাদেবপুরে বিদ্যুতের হাইভোল্টেজ মেইন লাইনের তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় ইসলাম (১৯) নামে এক রঙমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে নওগাঁ সদর উপজেলার দূর্গাপুর চকরামচন্দ্র মোল্লাপাড়া হারুনুর রশিদের ছেলে। সে রবিবার (১৫ অক্টোবর) মহাদেবপুর উপজেলা সদরের বুলবুল সিনেমা হল এলাকায় নির্মাণাধীন দুবাই চাইনিজ রেষ্টুরেন্ট ভবনের ছাদে এই দূর্ঘটনা ঘটে। এলাকার দোকানদার মশিউর রহমান জানান, হৃদয় ওই বাড়ির ছাদে উঠে পানির ট্যাংকির কাছে গেলে ট্যাংকির সাথে প্রায় লেগে থাকা মেইন লাইনের তারের টানে সে উপরে উঠে তারের সাথে লেগে যায় এবং পরে নিচে পড়ে যায়। এ সময় বিকট শব্দে আওয়াজ হয়ে হৃদয়ের শরীরে আগুন ধরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সিনেমা হল এলাকায় রাখেন। 
মহাদেবপুর ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ষ্টেশন কর্মকর্তা লিডার আশফাকুর রহমান সাংবাদিকদের জানান, ছাঁদ থেকে সামান্য উঁচুতে থাকা বিদ্যুতের মেইন তারে স্পৃষ্ট হয়ে মারা যাওয়া হৃদয়ের মরদেহ ছাদের উপরেই পড়ে ছিল। 
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ওই বিল্ডিং নির্মাণের আগে থেকে সেখান দিয়ে বিদ্যুতের হাই ভোল্টেজের মেইন লাইন চলে গেছে। এই তারের নিচে খুব কাছ দিয়ে উঁচু করে ছাঁদ দেয়া হয়েছে। যে কেউ ছাদে উঠলেই ওই বিদ্যুতের টানে তারে আটকে যেতে পারে। স্থানীয়রা জানান নির্মাণাধীন দুবাই চাইনিজ রেষ্টুরেন্ট অল্পসময়ের মধ্যেই উদ্বোধন করা হবে। একারণে ওই ভবনে রঙের কাজ করছিল হৃদয়। ওই ভবনের মালিক সুরুজ হাসানের বড় ভাই ফিরোজ হাসান জানান, ছাদের সামান্য উপরেই হাই ভোল্টেজের তার থাকায় বাড়ির লোকজন তাকে ছাদে উঠতে নিষেধ করেছেন।
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি মহাদেবপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার রবিউল ইসলাম সাংবাদিকদের জানান হাই ভোল্টেজের তারের নিচে খুব কাছাকাছি পর্যন্ত উঁচু করে ভবন নির্মাণের বিষয়টি জানেন না। সরেজমিনে গিয়ে বিষয়টি দেখবেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা এন্ট্রি করা হবে। নিহতের পরিবারের সদস্যদের অনুরোধে নিহতের বাবা মায়ের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এমএসএম / এমএসএম

সাবেক চিফ হুইপ ফিরোজ, স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে দুদুকে মামলা,

জাকের পাটির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব হলেন মুকসুদপুরের কৃতি সন্তান,সাজ্জাদ মিয়া

রেলের লীজে কবরস্থান–মসজিদ ! বাতিলের দাবিতে সিআরবি ঘেরাও

মিরসরাইয়ের ধানের শীষের পক্ষে শাহীদ চৌধুরীর মতবিনিময় ও গণসংযোগ।

শেরপুর ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

টাঙ্গাইলে গণসংযোগ শেষে ফেরার পথে বিএনপি নেতা এমপি প্রার্থী হামিদুল হক মোহনের মৃত্যু

প্রেম করে বিয়ে, শেষমেষ বালিশচাপায় মৃত্যু

চাঁদপুরে নিবন্ধন সনদ না থাকায় ৪ খাবার তৈরি প্রতিষ্ঠান মালিককে জরিমানা

সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হতো আইসক্রিম,ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

ত্রিশালে দুই বেকারিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মনোহরদীতে খামারিদের মধ্যে মিল্কিং মেশিন বিতরণ

বাকেরগঞ্জে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে নারী হেনস্তা ও কুপ্রস্তাবের অভিযোগে এজাহার দায়ের