ঢাকা রবিবার, ৩ আগস্ট, ২০২৫

মহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রঙমিস্ত্রির মৃত্যু


মহাদেবপুর প্রতিনিধি photo মহাদেবপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১০-২০২৩ দুপুর ২:১৩

নওগাঁর মহাদেবপুরে বিদ্যুতের হাইভোল্টেজ মেইন লাইনের তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় ইসলাম (১৯) নামে এক রঙমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে নওগাঁ সদর উপজেলার দূর্গাপুর চকরামচন্দ্র মোল্লাপাড়া হারুনুর রশিদের ছেলে। সে রবিবার (১৫ অক্টোবর) মহাদেবপুর উপজেলা সদরের বুলবুল সিনেমা হল এলাকায় নির্মাণাধীন দুবাই চাইনিজ রেষ্টুরেন্ট ভবনের ছাদে এই দূর্ঘটনা ঘটে। এলাকার দোকানদার মশিউর রহমান জানান, হৃদয় ওই বাড়ির ছাদে উঠে পানির ট্যাংকির কাছে গেলে ট্যাংকির সাথে প্রায় লেগে থাকা মেইন লাইনের তারের টানে সে উপরে উঠে তারের সাথে লেগে যায় এবং পরে নিচে পড়ে যায়। এ সময় বিকট শব্দে আওয়াজ হয়ে হৃদয়ের শরীরে আগুন ধরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সিনেমা হল এলাকায় রাখেন। 
মহাদেবপুর ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ষ্টেশন কর্মকর্তা লিডার আশফাকুর রহমান সাংবাদিকদের জানান, ছাঁদ থেকে সামান্য উঁচুতে থাকা বিদ্যুতের মেইন তারে স্পৃষ্ট হয়ে মারা যাওয়া হৃদয়ের মরদেহ ছাদের উপরেই পড়ে ছিল। 
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ওই বিল্ডিং নির্মাণের আগে থেকে সেখান দিয়ে বিদ্যুতের হাই ভোল্টেজের মেইন লাইন চলে গেছে। এই তারের নিচে খুব কাছ দিয়ে উঁচু করে ছাঁদ দেয়া হয়েছে। যে কেউ ছাদে উঠলেই ওই বিদ্যুতের টানে তারে আটকে যেতে পারে। স্থানীয়রা জানান নির্মাণাধীন দুবাই চাইনিজ রেষ্টুরেন্ট অল্পসময়ের মধ্যেই উদ্বোধন করা হবে। একারণে ওই ভবনে রঙের কাজ করছিল হৃদয়। ওই ভবনের মালিক সুরুজ হাসানের বড় ভাই ফিরোজ হাসান জানান, ছাদের সামান্য উপরেই হাই ভোল্টেজের তার থাকায় বাড়ির লোকজন তাকে ছাদে উঠতে নিষেধ করেছেন।
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি মহাদেবপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার রবিউল ইসলাম সাংবাদিকদের জানান হাই ভোল্টেজের তারের নিচে খুব কাছাকাছি পর্যন্ত উঁচু করে ভবন নির্মাণের বিষয়টি জানেন না। সরেজমিনে গিয়ে বিষয়টি দেখবেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা এন্ট্রি করা হবে। নিহতের পরিবারের সদস্যদের অনুরোধে নিহতের বাবা মায়ের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এমএসএম / এমএসএম

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র‍্যাবের অভিযানে গ্রেফতার ২

হাটহাজারীতে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা অভিযোগ ; আটক ২

মনোহরগঞ্জে মডেল মসজিদ বিদ্যুৎ বিচ্ছিন্ন দুর্ভোগে মুসল্লিরা