ঢাকা মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রাম-১৪ আসনে নৌকার মাঝি হতে চান আ.লীগ নেতা আবদুল কৈয়ুম চৌধুরী


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৬-১০-২০২৩ দুপুর ২:২৭

ঘনিয়ে আসছে দ্বাদশ সংসদ নির্বাচন। সারাদেশের ন‍্যায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে চন্দনাইশেও। চন্দনাইশ- সাতকানিয়া (আংশিক) নিয়ে চট্টগ্রাম-১৪ সংসদীয় আসন। এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী হতে আগ্রহী অনেকেই। মাঠেও আছেন কয়েকজন। তবে নির্বাচনী মাঠে যাঁদের দেখা যাচ্ছে তাদের মধ্যে চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সদস‍্য আবদুল কৈয়ুম চৌধুরী একজন। তিনি করোনাকালীন সময়ে এলাকায় নিজস্ব অর্থায়নে করোনা সুরক্ষা সরন্জাম সরবরাহ এবং করোনা রোগীদের জন‍্য আ‍্যম্বুলেন্সে ও অক্সিজেনের ব‍্যবস্থাসহ আর্থিক সহায়তা করে ব‍্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থাকার সুবাদে দরিদ্র অসহায়দের সহযোগিতা, গরীব মেধাবী ছাত্রদের বৃত্তির ব‍্যবস্থাকরে শিক্ষা সহযোগিতাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে জড়িত থাকায় গনমানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তাঁর হাতে গড়া চন্দনাইশের বৃহত্তর সামাজিক সংগঠন চন্দনাইশ সমিতি চট্টগ্রামের মাধ্যমে ও শিক্ষা এবং চিকিৎসাসেবায় ব‍্যাপক অবদান রেখেছেন যা বিনামূল্যে দুই হাজার চোখের ছানি অপারেশন করে ব‍্যাপক আলোচনায় আসেন তিনি।  আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ চন্দনাইশ সাতকানিয়া-আংশিক আসন থেকে নৌকার মাঝি হতে চান। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামীলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য ও বাংলাদেশ আওয়ামিলীগ কেন্দ্রীয় পরিষদের সাবেক ত্রান ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য, চন্দনাইশ সমিতি চট্টগ্রামের ট্রাষ্টি চেয়ারম্যান  এবং রিহ্যাব চট্টগ্রামের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। তিনি চন্দনাইশ উপজেলায় অধিকারবঞ্চিত জন সাধারণের অধিকার ফিরিয়ে দিতে এবং এই এলাকার উন্নয়নের স্বার্থে এ উপজেলার মাটি থেকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের নৌকার প্রতীকের প্রার্থী হিসেবে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা। আবদুল কৈয়ুম চৌধুরী দলীয় মনোনয়ন পেতে তৃণমূল নেতাকর্মী ও আমজনতাদের সাথে নিয়ে চন্দনাইশ উপজেলাসহ দুই পৌরসভা ও সাতকানিয়া (আংশিক) নিয়ে চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের বিভিন্ন হাট-বাজার,গ্রামেগঞ্জে ও পাড়া-মহল্লায়,ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা ও জনসংযোগ চালিয়ে আসছেন। এই ব্যপারে এক সাক্ষাতকারে আবদুল কৈয়ুম চৌধুরী বলেন, নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন দেওয়ার বিষয়টি সম্পূর্ণ প্রধানমন্ত্রীর ওপর। তিনি যাকে মনোনয়ন দেবেন,তাকে বিজয়ী করাই হবে আমাদের কাজ। তিনি আরো বলেন, আগামী ২০৪১ সালের যেই মিশন ও ভিশনের কথা বলেছেন প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা, সেই ভিশনকে পূর্ণরূপ দিতেই চট্টগ্রাম-১৪ আসন থেকে নৌকার মাঝি হতে চাই। প্রধানমন্ত্রীও চেয়েছেন নতুনত্বও পরিবর্তন। তরুণরাই ভবিষ্যতের কাণ্ডারী। সেই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে তরুণ ও শিক্ষিতদের প্রাধান্য দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। ছাত্রজীবন থেকেই আমি তরুণদের নিয়ে কাজ করছি। প্রধানমন্ত্রী যদি আমাকে যোগ্য মনে করে চট্টগ্রাম-১৪ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচনের সুযোগ করে দেন, তাহলে অবশ্যই জয়ী হবো এবং চন্দনাইশের উন্নয়নের কাজ করবো। পাশাপাশি এই আসন থেকে যাকেই মনোনয়ন দেওয়া হবে,তার সঙ্গে কাজ করবো। পরিশেষে প্রধানমন্ত্রী যদি মনোনয়ন দেন তাহলে পরিবেশ ও শিল্পবান্ধব চন্দনাইশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে মাদক কারবারি ইউপি সদস্যের স্ত্রীসহ আটক ২

ঝিনাইদহে মহিলা রোগীর গালে থাপ্পড় মারলেন ডাঃ দেবাশীষ বিশ্বাস; অন্তরালে যা ঘটেছিল

বড়লেখায় দুই সিএনজি-অটোরিক্সা চুর আটক, গণপিটুনিতে নিহত-১

সাতক্ষীরায় কথিত সাংবাদিকের চাঁদাবাজিতে অতিষ্ঠ সকলে

সাভারে ইউএনওর এক বছর পূর্তিতে উন্নয়নের ভূয়সী প্রশংসা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির "ফল-২০২৫" ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নাচোলে রাতের আঁধারে আমের ডাল কর্তন ও চুরি ক্ষতি প্রায় ৮০ হাজার টাকা

রায়গঞ্জে এক অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালো শিক্ষার্থী শেখ রিয়াদ

বাউবিতে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান

নড়াইলে ইব্রাহিম মোল্যাকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার নাটকের অবসান : ভিকটিম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

শালিখায় অবৈধ মৎস্য সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস

পঞ্চগড়ে রুটিতে বিষ মিশিয়ে হত্যার অভিযোগে মামলা, ৮ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

কুমিল্লায় বাসা থেকে কুবি শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ১