ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ঝিনাইদহের শৈলকুপায় আ.লীগের দু’গ্রুপের দ্বন্দ্বে ইউপি সদস্য নিহত


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১৬-১০-২০২৩ দুপুর ৩:৫৭

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১১নং আবাইপুর ইউনিয়নে আওয়ামী লীগের দু’গ্রুপের আধিপত্য বিস্তারে জেরে হাবিবুর রহমান রিপন (৪৪) নামে এক ইউপি সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষরা। এসময় আহত হয়েছেন আরও দুইজন এবং চারজনের বাড়িঘর ভাংচুর-লুটপাট করা হয়েছে। আহতরা হলেন, রাশিদুর রহমান রাসেল ও কাজী আমিনুর রহমান। তাদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৫ অক্টোবর) রাত আড়াই টার দিকে আবাইপুর বাজারের পাশে ওয়াপদা’র সামনে তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। সোমবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে তিন টার দিকে তিনি মারা যান। নিহত হাবিবুর রহমান রিপন আবাইপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক।তিনি একই ইউনিয়নের মীনগ্রামের  বাসিন্দা।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে স্থানীয় মীনগ্রাম বাজারে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঝিনাইদহ-১ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম দুলাল বিশ্বাসের একটি পোস্টার ছিঁড়ে ফেলে কে বা কারা। এই নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই এবং নজরুল ইসলাম দুলালের স্থানীয় সমর্থকদের মধ্যে বিবাদ উত্তেজনা দেখাদেয়। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ বছর ধরে আবাইপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হেলাল বিশ্বাস ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রবীন আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ বিএ কালাম মাস্টারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। আবুল কালাম আজাদ শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই এমপি’র সমর্থক ও চেয়ারম্যান হেলাল বিশ্বাস জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশ্বাস বির্ল্ডাস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম দুলাল বিশ্বাসের অনুসারী এবং আপন ভাই। বর্তমানে আবুল কালাম আজাদ বয়সের ভারে শারিরীকভাবে অসুস্থ থাকায় তার ছেলে রিপন মেম্বর তার সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়ে আসছিলো। 
এরই জেরে গত ১৪ অক্টোবর ইউপি সদস্য রিপনের সমর্থক মুস্তাক হোসেনকে পিটিয়ে আহত করে রঞ্জু মেম্বরের সমর্থকরা। এ ঘটনার পর রিপনের সমর্থকরা রঞ্জু মেম্বরের সমর্থক টেটন হোসেনকে পিটিয়ে আহত করে। রোববার রাতে দু’পক্ষের বিরোধ মিমাংসায় শৈলকুপা থানায় কয়েক দফা বৈঠক হয়। তবে তা অমিমাংসিত থেকে যায়।সেখান থেকে পরে ইউপি সদস্য রিপনসহ কয়েকজন মোটরসাইকেল করে থানা থেকে বাড়ি ফিরে আসে।
থানা থেকে গ্রামের বাড়িতে ফিরে আশার পর জানতে পারে পুলিশ পুনরায় তার চারজন  সমর্থকের থানায় ধরে নিয়ে গেছে।রিপন মেম্বরসহ নয়জন সমর্থক তিনটি মটর সাইকেল যোগে থানায় যায়। সেখান থেকে ফেরার পথে স্থানীয় আবাইপুর বাজার সংলগ্ন ওয়াপদার সামনে পৌঁছালে প্রতিপক্ষরা ৫০/৬০জন সন্ত্রাসীরা চারিদিক থেকে ঘিরে তাদের উপর হামলা চালায়। এসময় রিপনসহ তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হয়। সোমবার ভোর সাড়ে তিনটার দিকে হাবিবুর রহমান রিপন মেম্বরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ভোরে ৩/৪টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. নাঈম সিদ্দিকী জানান, নিহত ও আহতদের শরীরের মারধরের আঘাত রয়েছে। এছাড়া নিহত হাবিবুর রহমানের মাথায় বড় ধরনের আঘাত আছে। সম্ভবত ইন্টারনাল ব্লিডিংয়ের কারণে তার মৃত্যু হয়েছে। 
এ ব্যাপারে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই জানান, আমার সমর্থক হাবিবুর রহমানকে যারা পিটিয়ে হত্যা করেছে তাদের শাস্তি দাবি করছি। 
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশ্বাস বির্ল্ডাস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম দুলাল বিশ্বাস জানান, আমি ঢাকাতে আছি, শুধু শুনেছি একজন মারা গেছে। তবে কি দিয়ে কি হয়েছে তা বলতে পারছিনা। গোলমাল হচ্ছে শুনে পুলিশকে ফোন দিয়েছি যেন লুটপাট না হয়। 
সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) অমিত কুমার বর্মণ জানান, এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত আছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আছেন। এ হত্যার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করা হবে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ঠাকুর দাস মন্ডল জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কোনো আটকও নেই।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় পানিতে পড়ে শিশু মৃত্যু প্রতিরোধে মতবিনিময় সভা

দুমকিতে রাস্তা দখলের নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

মুকসুদপুরে দূর্গাপূজা উপলক্ষে মুকসুদপুর থানার আয়োজনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে যুবকের রহস্যজনক মৃত্যু

পটুয়াখালীতে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত

কোনাবাড়িতে ডিভোর্সকৃত স্ত্রীকে ছুরিকাঘাত করে সাবেক স্বামীর আত্মহত্যা

বিএনপি সরকার গঠন করলে জনগণের ভোগান্তি লাঘব হবে ও জনস্বার্থে সকল রাস্তার কাজ করা হবেঃ সিরাজুল ইসলাম সরদার

নেত্রকোনার মদনে চেয়ারম্যান-মেম্বারের ভুয়া ওয়ারিশান সনদে সম্পদ বঞ্চিত মা-মেয়ে

পাবিপ্রবিতে ‘প্রমীত ভাষা ব্যবহারের গুরুত্ব’ নিয়ে ভাষা বক্তৃতা অনুষ্ঠিত “সর্বত্র ভাষার অপপ্রয়োগ দূর করতে হবে”

ধামইরহাটে ঝরেপড়া শিক্ষার্থীদের স্কুলমূখী করতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান

কালকিনিতে দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে বিএনপির মতবিনিময়

চন্দনাইশে শান্তিবাহিনী ৬সদস্য সেনাবাহিনীর হাতে আটক

চিতলমারীতে সর্বজনীন উৎসব দুর্গাপূজা সফল করতে প্রস্তুতিমূলক সভা