দুমকীতে ছাত্রলীগের কর্মী সভায় বিএনপি নেতার স্লোগান, ছবি ভাইরাল
পটুয়াখালীর দুমকীতে উপজেলা ছাত্রলীগের কর্মীসভায় উপজেলা শ্রমিক দলের এক নেতাকে স্লোগান দিতে দেখা গেছে। সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ছবিগুলো নিয়ে নেতাকর্মীদের মাঝে ব্যপক আলোচনা-সমালোচনাসহ মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া ওই ছবিগুলোতে দেখা যায়, উপজেলা ছাত্রলীগের আসন্ন কমিটিতে সভাপতি পদ প্রত্যাশী মোঃ শহিদুল আলম হাওলাদার ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তানভীর হাসান আরিফ এর পেছনে সানগ্লাস পরিধান করে হাত উঠিয়ে স্লোগান দিচ্ছেন এক যুবক। সেই যুবক উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মোঃ সোহাগ হাওলাদার(৩৫) বলে নিশ্চিত করেছেন একাধিক সূত্র। তাছাড়া উল্লেখ্য যে তাকে দুমকী উপজেলা বিএনপি'র বিভিন্ন মিছিল মিটিংয়ে দেখা গেছে। সে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হাবিব হাওলাদারের ছেলে।
জানা যায়, গত শনিবার(১৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা শাখা ছাত্রলীগকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার লক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। ওই কর্মীসভায় আসন্ন কমিটিতে পদপ্রত্যাশীরা নিজ নিজ অনুসারীদের নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে বিভিন্ন দিক থেকে সভাস্থলে এসে যোগ দেন।
উপজেলা শ্রমিক দলের অভিযুক্ত নেতা মোঃ সোহাগ হাওলাদার বলেন, আমি যুবলীগ করি, হাওলাদার ফিরুজ্জামানের কমিটির সদস্য। তবে এ বিষয়ে হাওলাদার ফিরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই নামে আমাদের কোন সদস্য নেই।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগে সভাপতি পদ প্রত্যাশী মোঃ শহিদুল আলম হাওলাদার বলেন, অভিযুক্ত সোহাগ হাওলাদার উপজেলা যুবলীগ সভাপতি ফিরুজ্জামানের কমিটির সদস্য। তবে সোহাগের বিরুদ্ধে বিএনপি'র কর্মসূচীতে ছবি ভিডিও সহ বিভিন্ন তথ্য প্রমাণাদির বিষয়ে প্রশ্ন করা হলে তার কোন সদুত্তর না দিয়ে কল কেটে দেন তিনি
এবিষয়ে জানতে চাইলে উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ ফারুক মৃধা বলেন, সংগঠন বিরোধী কোন কার্যক্রম করলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তানভীর হাসান আরিফ বলেন, আমরা কর্মীসভা আয়োজন করতে বলেছি কে কোথায় থেকে কর্মী সংগ্রহ করেছে সেটা আমাদের চেনার কথা নয়। তবে এ রকম ঘটনা ঘটলে আমরা অবশ্যই দেখবো।
এ বিষয়ে জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুল ইসলাম খান বাবু বলেন, আমি এখনও এ বিষয়ে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
গাইবান্ধার ফুলছড়িতে প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ
দুমকীতে দুই আওয়ামীলীগ নেতা আটক
চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা
পবিপ্রবির দুই শিক্ষার্থী পুনঃভর্তির আদেশ
দৈনিক সকালে সময় পত্রিকাই সংবাদ প্রকাশের পর পানিবন্দি থেকে মুক্তি পেলেন অর্ধশত পরিবার
জয়পুরহাটে কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্পের বর্ণাঢ্য উদ্বোধন
শেরপুরের শ্রীবরদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
সিংড়া মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বড়লেখায় ৩ দফা দাবিতে সহকারি শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত, ১৫১ প্রাইমারি স্কুলে অচলাবস্থা
কুমিল্লায় ৫ হাজার গাড়ীবহর নিয়ে বিএনপিনেতা গফুর ভূইয়ার প্রচারনা
রাজশাহীতে ‘‘অপারেশনস্ ফার্স্ট লাইট’’ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার: ১৩
বালাগঞ্জে পরিচ্ছন্নতা ও রোগীর স্বাস্থ্য রক্ষায় নতুন উদ্যোগ নিলেন ডা. মামুন
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি
Link Copied