ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

দুমকীতে ছাত্রলীগের কর্মী সভায় বিএনপি নেতার স্লোগান, ছবি ভাইরাল


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১৬-১০-২০২৩ বিকাল ৫:৪০
 পটুয়াখালীর দুমকীতে উপজেলা ছাত্রলীগের কর্মীসভায় উপজেলা শ্রমিক দলের এক নেতাকে স্লোগান দিতে দেখা গেছে। সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ছবিগুলো নিয়ে নেতাকর্মীদের মাঝে ব্যপক আলোচনা-সমালোচনাসহ মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 
 
ভাইরাল হওয়া ওই ছবিগুলোতে দেখা যায়, উপজেলা ছাত্রলীগের আসন্ন কমিটিতে সভাপতি পদ প্রত্যাশী মোঃ শহিদুল আলম হাওলাদার ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তানভীর হাসান আরিফ এর পেছনে সানগ্লাস পরিধান করে হাত উঠিয়ে স্লোগান দিচ্ছেন এক যুবক। সেই যুবক উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মোঃ সোহাগ হাওলাদার(৩৫) বলে নিশ্চিত করেছেন একাধিক সূত্র। তাছাড়া উল্লেখ্য যে তাকে দুমকী  উপজেলা বিএনপি'র বিভিন্ন মিছিল মিটিংয়ে দেখা গেছে। সে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হাবিব  হাওলাদারের ছেলে। 
 
জানা যায়, গত শনিবার(১৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা শাখা ছাত্রলীগকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার লক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। ওই কর্মীসভায় আসন্ন কমিটিতে  পদপ্রত্যাশীরা নিজ নিজ অনুসারীদের নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে বিভিন্ন দিক থেকে সভাস্থলে এসে যোগ দেন। 
 
উপজেলা শ্রমিক দলের অভিযুক্ত নেতা মোঃ সোহাগ হাওলাদার বলেন, আমি যুবলীগ করি, হাওলাদার ফিরুজ্জামানের কমিটির সদস্য। তবে এ বিষয়ে হাওলাদার ফিরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি  বলেন, এই নামে আমাদের কোন সদস্য নেই।
 
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগে সভাপতি পদ প্রত্যাশী মোঃ শহিদুল আলম হাওলাদার বলেন, অভিযুক্ত সোহাগ হাওলাদার উপজেলা যুবলীগ সভাপতি ফিরুজ্জামানের কমিটির সদস্য। তবে সোহাগের বিরুদ্ধে বিএনপি'র কর্মসূচীতে ছবি ভিডিও সহ বিভিন্ন তথ্য প্রমাণাদির বিষয়ে প্রশ্ন করা হলে তার কোন সদুত্তর না দিয়ে কল কেটে দেন তিনি
 
এবিষয়ে জানতে চাইলে উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ ফারুক মৃধা বলেন, সংগঠন বিরোধী কোন কার্যক্রম করলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তানভীর হাসান আরিফ বলেন, আমরা কর্মীসভা আয়োজন করতে বলেছি কে কোথায় থেকে কর্মী সংগ্রহ করেছে সেটা আমাদের চেনার কথা নয়। তবে এ রকম ঘটনা ঘটলে আমরা অবশ্যই দেখবো।
 
এ বিষয়ে জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুল ইসলাম খান বাবু বলেন, আমি এখনও এ বিষয়ে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

নড়াইলের লোহাগড়ায় শ্রমিক অধিকার পরিষদের পরিচিতি সভা

চৌগাছায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

নারী ও শিশুদের জন্য নিরাপদ সাইবারস্পেস নিশ্চিত করতে কর্মশালা

বাউফল রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সভাপতি সিদ্দিক ও সাধারণ সম্পাদক মিলন

নাঙ্গলকোটে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

মেহেরপুরে অ্যাডভোকেট কামরুল হাসানের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

পাবিপ্রবিতে ‘ইনটেলেকচুয়াল প্রোপার্টি রাইটস’ শীর্ষক কর্মশালা

বেনাপোল চেকপোষ্টে কুলি শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

নেত্রকোনায় জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের উদ্যোগে ধলাই নদী পরিষ্কার পরিছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

সিনেমা হলের শেষ গল্প: তাজ সিনেমা হল থেকে স্মৃতি হারাচ্ছে দর্শক

হাটহাজারীতে শারদীয় দূর্গা পূজার ১১৮টি মন্ডপে শেষ মুহূর্তে প্রস্তুতি

মাদারীপুরে মানব কল্যাণ সংগঠনের ফ্রি মেডিকেল ক্যাম্প