ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

চৌদ্দগ্রামে অসহায় পরিবারের অনুদানের টাকা নিয়ে শালিসি বৈঠকে বাগবিতন্ডা


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১৭-১০-২০২৩ বিকাল ৫:৫৩

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি অসহায় পরিবারের জন্য উত্তোলনকৃত অনুদানের টাকা ও খাদ্য সামগ্রী নিয়ে গ্রাম্য শালিসি বৈঠকে বাগবিতন্ডার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শালিসি বৈঠকের কয়েকটি ভিডিও ভাইরাল হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (১৫ অক্টোবর) রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের একতা বাজারে।

জানা গেছে, উপজেলার কনকাপৈত ইউনিয়নের মাসকরা গ্রামের তাজুল ইসলাম নামে এক ব্যক্তির পরিবারের তরকারী বিহীন সাদা ভাত খাওয়ার ভিডিও ধারণ করা হয়। অসহায় পরিবারের দারিদ্রতার সুযোগে ভিডিওটি ধারণের পর সে ভিডিও নিজস্ব ফেসবুক আইডি থেকে আপলোড করে অনুদানের জন্য আহবান জানায় মোজাফফর আহমদ সবুজ নামে স্থানীয় এক যুবক। সে একই এলাকার পেয়ার আহমেদের ছেলে। আপলোডকৃত ভিডিও পোষ্টে দেয়া ২টি বিকাশ নম্বরই সবুজের নিজের বলে জানান তিনি। আপলোডের পর খুবই অল্প সময়ের মধ্যে তার এ ভিডিও ফেসবুকে ভাইরাল হলে বিভিন্ন জায়গা থেকে বিত্তবানরা অসহায় পরিবারের জন্য বিকাশের মাধ্যমে অনুদান পাঠাতে শুরু করেন। জানা গেছে, অসহায় পরিবার, তাদের বাড়ীর লোকজন বা গ্রামবাসীর সাথে আলোচনা না করেই অনুদানের এ টাকায় পরিবারটির জন্য বেহিসেবি খরচ করতে থাকে ভিডিও আপলোডকারী সবুজ। এ বিষয়টি নিয়ে গ্রামবাসী সবুজের উপর ক্ষুব্ধ হয়।

রোববার গ্রামবাসী বিষয়টি নিয়ে স্থানীয় একতা বাজারের মোল্লা মার্কেটের সামনে শালিস-বৈঠক বসে। বিভিন্ন মোবাইলে ধারণকৃত শালিস-বৈঠকের ভিডিওতে দেখা যায়, বৈঠকের একপর্যায়ে সবুজের সাথে গ্রামবাসীর বাগবিতন্ডার ঘটনা ঘটে। এ সময় ভিডিওতে কথা বলতে দেখা গেছে স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব ইয়াছিন, ইউসুফ, মনির হোসেন ও জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্যদের। ইয়াছিনকে বলতে শুনা যায়, ‘সবুজ তাজুল ইসলামের পরিবারের ভিডিও করে ফেসবুকে ভাইরাল করে। ভিডিও ভাইরাল হওয়ার পরে বিভিন্নজনে ফেসবুক পোষ্টে দেয়া বিকাশ নম্বরে টাকা পাঠায়। একদিন সবুজ আমাকে জানায়, অনেক টাকা ও পর্যাপ্ত পরিমাণ খাদ্যসামগ্রী আসছে, কিছু টাকা অসহায় পরিবারটির জন্য খরচ করেছি। আমার কাছে ৮০ হাজার টাকা আছে। আরো টাকা আসবে। পরে সে ৮০ হাজার টাকা আমার কাছে জমা রাখে। একদিন পরে আবার সু-কৌশলে সে আমার কাছ থেকে ওই টাকা নিয়ে যায়।’

একতা বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনকে ভিডিওতে বলতে শুনা যায়, ‘তিনি বলেন, ভিডিও ছাড়বে কথা হয়েছে। আমি সবুজকে বলেছি ভিডিও ফেসবুকে ছেড়েছো ভালো কথা, আমার নামও বলেছো ভিডিওতে। অনেকেই আমার কাছে জিজ্ঞেস করে টাকাও পাঠিয়েছে। আমার কাছে তাদের ভয়েস রেকর্ডও আছে। তবে, আমি সবুজকে বলেছি, তুই নিজে নিজে কিছু করিসনা। যা করবি ওই গ্রামের ইউসুফ ও ইয়াছিনকে সাথে নিয়ে করবি। এটা না করার কারণেই আজকের বৈঠকে এত হট্রগোল।

তাজুল ইসলামের বড় ভাই মাস্টার বেলায়েত হোসেন বলেন, ‘ ভিডিও ভাইরাল হলে বিকাশের মাধ্যমে অনুদান আসা শুরু হয়। বিকাশ নম্বরটি সবুজের বলে জেনেছি। শুনেছি, টাকা আসলেই সবুজ বিকাশ থেকে টাকা উত্তোলন করে নিয়ে যায়।’

তাজুল ইসলামের বোন আম্বিয়া বেগম বলেন, ‘সবুজ তার নিজ নামের একটি বিকাশ সিম আমার ভাইয়ের পরিবারকে দেয়। অনেকেই কল করে সে নম্বরে টাকা পাঠিয়ে জিজ্ঞেস করে টাকা পায় কিনা? সবুজ তাদেরকে শিখিয়ে দেয়, টাকা পাওয়ার কথা কেউ জিজ্ঞেস করলে যেন বলে ‘টাকা তারা পায়’।

এ বিষয়ে তাজুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম বলেন, ‘আমার মোবাইলে যে টাকা আসে সবুজ ভাই সে টাকাগুলো তুলে নেয়। পরিবারের জন্য খরচ করে পাঠায়। সে আমাকে বলেছে বাকী টাকা দিয়ে দোকান নিয়ে দিবে, জমি বন্ধক নিয়ে দিবে এবং হাঁস-মুরগি ও কবুতর কিনে দিবে।’

এ ব্যাপারে মোজাফফর আহমদ সবুজ বলেন, ‘তাজুল ইসলামের পরিবারের জন্য আসা অনুদানের টাকা তাদের পরিবারের জন্যই খরচ করা হচ্ছে। বাকী টাকা দিয়ে এলাকায় একটি দোকান নেয়া হয়েছে। দোকানের আয় দিয়ে অসহায় পরিবারটি যেন আর্থিক অস্বচ্ছলতা থেকে মুক্তি পায় সে ব্যবস্থা করা হয়েছে।’

এমএসএম / এমএসএম

ইলিশ পাচার সিন্ডিকেট বিলুপ্ত চান ভোলার উপকূলের জেলেরা

‎ঝিনাইদহে রেলপথের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন

লামা উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

কোটালীপাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ

ত্রিশালে বাগান মাদরাসা পরিদর্শনে আইএমইডির মহাপরিচালক

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের কর্মশালা

সার নীতিমালা বহালের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী, ২১ দিনেও সন্ধান মিলেনি

চাঁপাইনবাবগঞ্জে বিনাধান-১৭ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

রৌমারীতে মানষিক ও শারিরীক নিযাতনেই গৃহবধুর বিষপানে আত্মহত্যা

চৌগাছায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

নাটোরের সিংড়ায় পাওনা টাকার দাবিতে মানববন্ধন