ঢাকা মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

উন্নত যোগাযোগ ব্যবস্থায় বদলে গেছে শালিখার গ্রামীণ জীবন


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১৯-১০-২০২৩ দুপুর ১:১৪

মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত বাংলাদেশ ভিশন ২০৪১ কে সামনে রেখে গ্রামকে শহরে রূপান্তরের উদ্দেশ্যে গ্রামীণ অবকাঠামো যোগাযোগ শিক্ষা ও সামাজিক উন্নয়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি)। নুতন সড়ক, সেতু নির্মাণসহ পল্লী অবকাঠামোর উন্নয়নে বদলে গেছে মাগুরা জেলার শালিখা উপজেলার চিত্র। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের দেড় দশকে মাগুরা শালিখা উপজেলার উন্নত যোগাযোগ ব্যবস্থায় শহরের যাবতীয় সুযোগ সুবিধা পৌঁছে যাচ্ছে প্রত্যন্ত অঞ্চলে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ সময়ে ২৮৫ কিলোমিটারের ও বেশি সড়ক কাঁচা থেকে পাকা এবং বিদ্যমান পাকা সড়ক সংস্কার করেছে। নির্মাণ করা হয়েছে ৯টি বৃহৎ সেতু এবং ১৬৯টি কালভার্ট। শালিখা উপজেলা এলজিইডি'র তথ্য থেকে জানা যায়, বিগত ১৫ বছরের এসব কমপ্লেক্স নির্মাণ -৭টি, গ্রোথ সেন্টার  ৪টি  ,প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষা অবকাঠামো ৯৪ টি,খাল খনন ৪টি,  উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ১টি, হাট -বাজার উন্নয়ন ১৩ টি, সুইচগেট/ রাবার ড্যাম্প/রেগুলেটর -২টি, ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা -৭৫০ হেক্টর সহ সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় - ৫০ টিরও বেশি মসজিদ, মন্দির, শ্মশান, ঈদগাঁ ও কবরস্থানের উন্নয়ন সাধিত হয়েছে। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) শালিখা উপজেলা প্রকৌশলী শোয়েব মোহাম্মদ জানান,মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ মেয়াদী ও পরিকল্পিত উন্নয়নে এবং মাগুরা ২ আসনের সংসদ সদস্য ডক্টর শ্রী বীরেন সিকদার এর সার্বিক দিক নির্দেশনা এবং সহযোগিতায় শালিখা উপজেলার গ্রামীণ অবকাঠামোর এই অভাবনীয় উন্নয়ন সম্ভব হয়েছে। বর্তমানে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় শালিখা উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন ও হল রুম নির্মাণ বাস্তবায়নাধীন রয়েছে। এছাড়াও ২০২৩-২৪ অর্থবছরে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি প্রকল্পের আওতায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন এবং সীমানা প্রাচীর নির্মাণসহ সড়ক নির্মাণ বা সংস্কার কাজে প্রায় শতকোটি টাকার উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। তথ্য থেকে আরও জানা যায়, বিগত ১৫ অর্থবছরে নতুন সড়ক নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের কাজে প্রায়- ৩৯৯ কোটি টাকা ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রায় ৬ কোটি টাকার উন্নয়নমূলক কাজ সাধিত হয়েছে। উপজেলা এলজিইডি'র  দেওয়া ওই তথ্য বিশ্লেষণ করে দেখা যায় ২০০৯ সাল পর্যন্ত অবকাঠামো উন্নয়ন খাতে যতটুকু উন্নয়ন সাধিত হয়েছিল, ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত অর্থাৎ গত ১৫ বছরে তা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি উপজেলা পরিষদ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বিগত কয়েক দশকের চেয়ে বেশি উন্নয়ন সাধিত হয়েছে সারাদেশের উন্নয়নের সাথে তাল মিলিয়ে শালিখা উপজেলা ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে যা বদলে দিয়েছে এখানকার গ্রামীণ অর্থনীতি।

এমএসএম / এমএসএম

জুলাই আন্দোলনে মোজো সাংবাদিকদের সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে : শহীদুল হক

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কুমিল্লা-৯ আসন পূর্নবহাল রাখাতে মানববন্ধন

নতুন বাংলাদেশ গড়ার বীর সন্তানদের প্রতি গভীর সমবেদনা জানালেন শেখ সাদী

জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন -খোরশেদ আলম

কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন: কৃষি উন্নয়নে নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতি

বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন

মাদারীপুরে কুকুরের উপদ্রব: জনভোগান্তি চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাভা‌রে সাবেক ইউপি সদস্যের নির্মানাধীন বাড়ি অবরুদ্ধ করে চাঁদা দাবি

বড়লেখায় দুর্ধর্ষ চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসচিবের সাথে ইরানী প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত

বরগুনায় চেক প্রতারণার মামলায় পলাতক প্রতারক জসিম কারাগারে