রূপগঞ্জে ঠিকাদারে গাফলতিতে দেয়াল ধসে প্রাণ গেল শিক্ষার্থীর

নারাণগঞ্জের রূপগঞ্জে ঠিকাদারের গাফলতিতে রোলারের ধাক্কায় স্কুলের দেয়াল ধসে আলিফ (১১) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা তারাব পৌরসভার বরপা বাগান বাড়ি এলাকার বরপা আদর্শ কিন্ডার গার্টেন স্কুলে এ ঘটনা ঘটে। নিহত আলিফ নীলফামারি জেলা ডোমার উপজেলার ডোকরাবাসা এলাকার নিলু মিয়ার ছেলে ও বরপা এলাকার ভাড়াটিয়া। আলিফ বরপা আদর্শ কিন্ডার গার্টেন স্কুলের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরপা বাগান বাড়ি এলাকার সড়ক নির্মাণের কাজ চলছিল। রাস্তাটি নির্মাণের দায়িত্ব পান ফারদিন এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারি প্রতিষ্ঠানটি রাস্তা নির্মাণের সময় অনেকটা গাফলতি করে আসছিল। ঠিকাদারি প্রতিষ্ঠানে গাফলতিতে স্থানীয়দের অনেক কিছু ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। এছাড়া রোলার দিয়ে রাস্তা সমান করার সময় বেপরোয়াভাবে গতিতে রোলার চালানো হচ্ছিল। বৃহস্পতিবার সকালে বরপা আদর্শ কিন্ডার গার্টেন স্কুলের পাশে বেপরোয়াভাবে রাস্তা রোলার দিয়ে সমান করছিল। এসময় স্কুলের মাঠে শিক্ষার্থীরা খেলাধুলা করছিল। এসময় হঠাৎ রোলার দিয়ে স্কুলের দেয়ালে ধাক্কা দিলে দেয়ালটি ধসে পড়ে যায়। এসময় দেয়ালের নিচে পড়ে আলিফ গুরুতর আহন হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আলিফের বাবা নিহত নিলু বলেন, ঠিকাদার কর্তৃপক্ষ যদি সচেতন থাকতো তাহলে এমন ঘটনা ঘটতো না। স্কুলের সামনে বেপরোয়াভাবে রোলার চালানোটা ঠিক হয়নি। আমার ছেলের মৃত্যুর জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান দায়ী। আমার প্রশাসনের কাছে আমি বিচার দাবি করছি।
বরপা আদর্শ কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক আক্তার উজজামান বলেন, ঠিকাদারের গাফলতিতে রোলারের ধাক্কা লেগে দেয়াল ধসে পড়ে। আলিফ স্কুলের মাঠে খেলার সময় দেয়ালের নিচে চাপা পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ফারদিন এন্টারপ্রাইজের সত্বাধীকারি কামরুল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেনি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোরশেদ আলম বলেন, নির্মাণাধীন সড়কটি এলজিইডির ফারদিন এন্ট্রারপ্রাইজ নামের একটি কনস্ট্রাকশনকে দেয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি তদন্ত আতাউর রহমান বলেন, এ ধরনের ঘটনা জানা ছিল না। যেহেতু জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
Link Copied