ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

রূপগঞ্জে ঠিকাদারে গাফলতিতে দেয়াল ধসে প্রাণ গেল শিক্ষার্থীর


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১০-২০২৩ বিকাল ৫:৫৭
 নারাণগঞ্জের রূপগঞ্জে ঠিকাদারের গাফলতিতে রোলারের ধাক্কায় স্কুলের দেয়াল ধসে আলিফ (১১) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা তারাব পৌরসভার বরপা বাগান বাড়ি এলাকার বরপা আদর্শ কিন্ডার গার্টেন স্কুলে এ ঘটনা ঘটে। নিহত আলিফ নীলফামারি জেলা ডোমার উপজেলার ডোকরাবাসা এলাকার নিলু মিয়ার ছেলে ও বরপা এলাকার ভাড়াটিয়া। আলিফ বরপা আদর্শ কিন্ডার গার্টেন স্কুলের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী। 
 
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরপা বাগান বাড়ি এলাকার সড়ক নির্মাণের কাজ চলছিল। রাস্তাটি নির্মাণের দায়িত্ব পান ফারদিন এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারি প্রতিষ্ঠানটি রাস্তা নির্মাণের সময় অনেকটা গাফলতি করে আসছিল। ঠিকাদারি প্রতিষ্ঠানে গাফলতিতে স্থানীয়দের অনেক কিছু ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। এছাড়া রোলার দিয়ে রাস্তা সমান করার সময় বেপরোয়াভাবে গতিতে রোলার চালানো হচ্ছিল।  বৃহস্পতিবার সকালে বরপা আদর্শ কিন্ডার গার্টেন স্কুলের পাশে বেপরোয়াভাবে রাস্তা রোলার দিয়ে সমান করছিল। এসময় স্কুলের মাঠে শিক্ষার্থীরা খেলাধুলা করছিল। এসময় হঠাৎ রোলার দিয়ে স্কুলের দেয়ালে ধাক্কা দিলে দেয়ালটি ধসে পড়ে যায়। এসময় দেয়ালের নিচে পড়ে আলিফ গুরুতর আহন হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
নিহত আলিফের বাবা নিহত নিলু বলেন, ঠিকাদার কর্তৃপক্ষ যদি সচেতন থাকতো তাহলে এমন ঘটনা ঘটতো না। স্কুলের সামনে বেপরোয়াভাবে রোলার চালানোটা ঠিক হয়নি। আমার ছেলের মৃত্যুর জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান দায়ী। আমার প্রশাসনের কাছে আমি বিচার দাবি করছি। 
 
বরপা আদর্শ কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক আক্তার উজজামান বলেন, ঠিকাদারের গাফলতিতে রোলারের ধাক্কা লেগে দেয়াল ধসে পড়ে। আলিফ স্কুলের মাঠে খেলার সময় দেয়ালের নিচে চাপা পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
এ ব্যাপারে ফারদিন এন্টারপ্রাইজের সত্বাধীকারি কামরুল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেনি। 
 
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোরশেদ আলম বলেন, নির্মাণাধীন সড়কটি এলজিইডির ফারদিন এন্ট্রারপ্রাইজ নামের একটি কনস্ট্রাকশনকে দেয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  
 
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি তদন্ত আতাউর রহমান বলেন, এ ধরনের ঘটনা জানা ছিল না। যেহেতু জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। 

এমএসএম / এমএসএম

বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাথে মইনুল বাকরের মতবিনিময়

তানোরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

বিজয়ের চেতনায় মুখর বাঘা: তিন দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন

তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী এবং কর্মশালা

মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী

সিংগাইরে শহীদ আনিস রমিজ ও শরীফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ : শ্রদ্ধাভরে স্মরণ ও আলোচনা সভা

ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন

মহান স্বাধীনতা যুদ্ধ থেকে সকল আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়-ড.সরওয়ার সিদ্দিকী

শ্রীমঙ্গলে এবার হচ্ছে না হারমোনি ফেস্টিভ্যাল

অষ্টগ্রামের কাস্তুলে ইউপি সদস্য জামাল ভূইয়ার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনে উত্তাল অষ্টগ্রাম

কলমাকান্দায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভেড়ামারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কেয়ারটেকার ৪৮ মাসেও বেতন পাননি

ফল আমদানিতে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারে দাবি ব্যবসায়ীদের